এক্সপ্লোর
১৮-এ পা দিল সুস্মিতা সেন কন্যা রিনি, মেয়েকে হৃদয়ছোঁয়া পোস্ট লিখলেন মা

নয়াদিল্লি: পৃথিবীতে মায়ের ভালবাসার থেকে বড় এবং শ্রেষ্ঠ আর কিছু হতে পারে না। মাতৃপ্রেম বড়ই সুখের, এবং এক্ষেত্রে আমজনতা থেকে শুরু করে বড় বড় তারকা, প্রত্যেকেরই ইমোশন এক। মঙ্গলবার ১৮-এ পা দিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন কন্যা। মেয়েকে জন্মদিনে হৃদয়ছুঁয়ে যাওয়া পোস্ট লিখলেন মা। ইন্সটাগ্রামে নিজের পোস্ট দিয়ে সুস্মিতা লেখেন, আজ রাতে আমরা ১৮-এ পড়লাম। মনে রাখার মতো একটি রাত। তারপর সুস্মিতা লেখেন, আমার প্রথম প্রেম রিনি ১৮-এ পা দিল, এবং মা হিসেবে আমার বয়স আঠারো হল। খুবই সুন্দর যাত্রা এটি। নীচে রইল সেই ইন্সটা পোস্টটি....
ছবিতে খুব সুন্দর লাগছে মা-মেয়ে জুটিকে। কালো পোশাকে হট সুস্মিতার থেকে চোখ যেমন ফেরানো যায় না, ঠিক তেমনই পিচ রঙের পোশাকে মোহময়ী অষ্টাদশী রিনিও। প্রসঙ্গত, বিশ্বসুন্দরী যখন মাত্র ২৫ বছর বয়স, সেসময়ই তিনি রিনিকে দত্তক নেন। পরে ২০১০ সালে অপর একটি সন্তান দত্তক নেন রিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















