SVF Music Update: রিল ভিডিও বানানোর সময় হিন্দির পাশাপাশি এবার বেছে নেওয়া যাবে বাংলা গানও
লকডাউনে বাড়িতে বসে সময় কাটাচ্ছেন সোশ্যাল মিডিয়াই এখন প্রিয় বন্ধু হয়ে উঠেছে অনেকের। প্রায় প্রতিদিনই ভার্চুয়াল দুনিয়াতেই নিজের বিনোদন খুঁজে নিচ্ছেন অনেকে। ফেসবুক, ইনস্টাগ্রামে ফটো বা রিল শেয়ার করে সময় কাটছে অনেক তরুণ-তরুণীর। তবে ইনস্টাগ্রাম রিলে সাধারণ সাহায্য নিতে হয় হিন্দি মিউজিকের। কিন্তু এবার বাঙালিদের জন্য একগুচ্ছ বাংলা গানের ক্লিপিংস নিয়ে হাজির এসভিএফ। তাই চাইলেই আপনার রিল ভিডিওর আবহসঙ্গীতটি হতে পারে পছন্দের কোনও বাংলা গান।
কলকাতা: লকডাউনে বাড়িতে বসে সময় কাটাচ্ছেন সোশ্যাল মিডিয়াই এখন প্রিয় বন্ধু হয়ে উঠেছে অনেকের। প্রায় প্রতিদিনই ভার্চুয়াল দুনিয়াতেই নিজের বিনোদন খুঁজে নিচ্ছেন অনেকে। ফেসবুক, ইনস্টাগ্রামে ফটো বা রিল শেয়ার করে সময় কাটছে অনেক তরুণ-তরুণীর। তবে ইনস্টাগ্রাম রিলে সাধারণ সাহায্য নিতে হয় হিন্দি মিউজিকের। কিন্তু এবার বাঙালিদের জন্য একগুচ্ছ বাংলা গানের ক্লিপিংস নিয়ে হাজির এসভিএফ। তাই চাইলেই আপনার রিল ভিডিওর আবহসঙ্গীতটি হতে পারে পছন্দের কোনও বাংলা গান।
গোটা বিশ্বের মানুষ যাতে এই সমস্ত বাংলা গানগুলি ব্যবহার করে ভিডিও বানাতে পারেন তার জন্য শেয়ারচ্যাট, মোজ, রোপোসো ও জিলির সঙ্গে চুক্তি করেছে এসভিএফ। এর ফলে ছোট ভিডিও বানানোর সময় ব্যবহারকারীরা পাবেন এসভিএফ মিউজিকের লাইব্রেরীর হদিশ। সেখান থেকে পছন্দমত গান ব্যবহার করে যে কেউ ভিডিও বানাতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।
এই সংস্থার কর্ণধার মহেন্দ্র সোনি বলছেন, 'এই চুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা অনায়াসেই সন্ধান পাবেন বাংলা গানের সম্ভারের। গানের ভাষা বাংলা হওয়ার ফলে সেটা অনেক সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে বলেই আমার বিশ্বাস। বাংলা আঞ্চলিক গানকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার এটা প্রথম পদক্ষেপ।' শেয়ারচ্যাট, মোজ, রোপোসো ও জিলি ব্যবহারকারীরা এই সমস্ত বাংলা গানগুলি ব্যবহার করে ভিডিও বানাতে পারবেন। সেই সমস্ত রিল বা ছোট ভিডিও আপলোডও করতে পারবেন তাঁদের নিজেদের চ্যানেলে।
চলতি বছরে একগুচ্ছ নতুন ছবি আনছে এসভিএফ। সেইসঙ্গে থাকতে বেশ কিছু নতুন ওয়েবসিরিজও। সম্প্রতি এসভিএফ-এর ওয়েব প্ল্যাটফর্ম 'হইচই' - তে মুক্তি পেয়েছে 'পাপ' এর অন্তিম পর্ব। মুক্তি পেয়েছে 'মোহ-মায়া'-র দ্বিতীয় পর্বও। মুক্তি পেয়েছে নতুন সিরিজ 'শুভরম্ভ ও 'মারাদোনার জুতো'। বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল হইচই-এর এই বছরের বড় প্রোজেক্ট 'গোলন্দাজ'। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে দেবকে। এছাড়াও ছবিতে রয়েছেন ইশা সাহা, অনির্বাণ ভট্টাচার্য ও অন্যান্য়রা। কিন্তু করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে দিতে হয়েছে গোলন্দাজের মুক্তি। পিছিয়ে গিয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের কাকাবাবুর মুক্তিও।