এক্সপ্লোর
Advertisement
কাস্টিং কাউচ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানালেন স্বরা ভাস্কর
নয়াদিল্লি: কাস্টিং কাউচ নিয়ে বর্তমানে বেশ শোরগোল চলছে। বিশেষ করে বিনোদন জগতে এর বিরুদ্ধে অনেকেই সরব হয়েছেন। এবার এ ব্যাপারে মুখ খুললেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। স্বরা ভাস্কর তাঁর খোলামেলা সাহসী মন্তব্যের জন্য পরিচিত। এবার তিনি ইন্ডাস্ট্রিতে কাস্টি কাউচ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
স্বরা জানিয়েছেন, কোনও একটা কাজে তিনি একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে তাঁর আদৌ ভালো লাগছিল না। তখন তিনি বেরিয়ে আসার চেষ্টা করেন। কিন্তু ওই ব্যক্তি তাঁকে চুমু খাওয়ার চেষ্টা করে বলে স্বরা জানিয়েছেন।
স্বরা বলেছেন, আমি যখন উঠে চলে যাচ্ছিলাম, তখন ওই ব্যক্তি আমাকে চুম্বনের চেষ্টা করে এবং কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে, আই লাভ ইউ বেবি। এ সব ইন্ডাস্ট্রিতে চলে..এগুলি তো কাস্টিং কাউচের মধ্যেই পড়ে।
স্বরা আরও বলেছেন, এখানেই শেষ নয়, সারা দিন ওই ব্যক্তি আমার পিছু ধাওয়া করে এবং সারা রাত ফোন করতে থাকে। পরে আমাকে বলা হয় যে, একটা দৃশ্যের জন্য আমাকে ওই ব্যক্তির হোটেল রুমে যেতে হবে। আমি যখন পৌঁছলাম, তখন তাকে মদ্যপ অবস্থায় দেখি। মদ্যপান করে সে আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করে।
স্বরা বলেছেন, এটা খুবই ভয়ঙ্কর অভিজ্ঞতা।
উল্লেখ্য, সম্প্রতি স্বরা তাঁর সিনেমা ভীরে ডি ওয়েডিং-এর একটি দৃশ্যের জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছিলেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement