Swastika Mukherjee: হলুদ সোয়েটারে জড়ানো স্মৃতি, কাশ্মীরে গিয়ে কার কথা মনে পড়ছে স্বস্তিকার?
'একগুচ্ছ হলুদ সোয়েটার পরা ছবি শেয়ার করে নিয়ে স্বস্তিকা লিখেছেন, 'হলুদ রঙের এই সুন্দর জিনিসটা আমার বাবার। শিলংয়ে বেড়াতে যাওয়ার সময় প্রথমবার বাবাকে এটা পরতে দেখেছিলাম। গরমের ছুটিতে বেড়াতে যাওয়ার প্রথা বাকি সব পরিবারের মত আমাদেরও ছিল'
কলকাতা: সাদা বরফের মধ্যে একটা পাথরের ওপর আনমনে বসে স্বস্তিকা মুখোপাধ্যায়। জায়গাটা কাশ্মীর। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী। তাঁর গায়ে একটা হলুদ রঙের সোয়েটার, চোখে চশমা। কিন্তু সেই বরফ ঢাকা উপত্যকায় নিভৃতে বসে হঠাৎ কেন বাবার কথা মনে পড়ল স্বস্তিকার? সেই হদিশ রইল ক্যাপশনে।
স্বস্তিকার স্মৃতি
একগুচ্ছ হলুদ সোয়েটার পরা ছবি শেয়ার করে নিয়ে স্বস্তিকা লিখেছেন, 'হলুদ রঙের এই সুন্দর জিনিসটা আমার বাবার। শিলংয়ে বেড়াতে যাওয়ার সময় প্রথমবার বাবাকে এটা পরতে দেখেছিলাম। গরমের ছুটিতে বেড়াতে যাওয়ার প্রথা বাকি সব পরিবারের মত আমাদেরও ছিল। চেরাপুঞ্জিতে ঘন কুয়াশায় বাবাকে খুঁজে পাওয়ার একমাত্র উপায় ছিল হলুদ সোয়েটারটাই। তখন আমি ক্লাস ফোরে পড়ি বোধহয়। ছুটি শেষে ড্রাই ক্লিনার্স থেকে ফিরে এলে মা নরম কাপড়ে মুড়ে তুলে রাখত। গরম জামাকাপড় থাকে যেভাবে সব মধ্যবিত্তর বাড়িতে। এর জন্য যত্ন ছিল একটু বেশি। কারণ, হলুদ রং মায়ের সবচেয়ে প্রিয়। তারপরেও বহুবার এটা বেরিয়েছে আর কেচে যত্ন সহকারে লফ্টে চলে গিয়েছে। একই রকম আছে। একদম নতুনের মতো। আমার সঙ্গে বাবারও একটু ঘোরা হয়ে গেল। জন্নত-এ-কাশ্মীর।'
আরও পড়ুন: Nandita Roy Birthday: পরিচালক নন্দিতা রায়ের জন্মদিনে 'বিগ বস'-কে শুভেচ্ছা শিবপ্রসাদের
প্রায় ৩ মাস কলকাতা থেকে বাইরে স্বস্তিকা। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টে বারে বারেই ফিরে এসেছে বাবা-মায়ের কথা। সদ্য বাবা সন্তু মুখোপাধ্যায়ের জন্মদিনেও সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। সেই ছবিতে ছিল, সমুদ্রের তীরে পাশাপাশি হাত ধরে হেঁটে যাচ্ছেন বাবা-মেয়ে। লালপাড় সাদা শাড়িতে মেয়ের মুখে উপচে পড়ছে হাসি। মেরুন পাঞ্জাবিতে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন বাবা। তার মুখেও হাসি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করে বাবা সন্তু মুখোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে অভিনেত্রী লিখলেন, 'শুভ জন্মদিন বাবা'
স্বস্তিকার পোস্ট করা এই ছবিটি একটি গানের শ্যুটিংয়ের। 'আমার মুক্তি আলোয় আলোয়' গানে মেয়ে - বাবার যুগলবন্দি দেখা গিয়েছিল এই গানে। সেই গানেরই একটি দৃশ্য পোস্ট করে স্বস্তিকা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন বাবা সন্তু মুখোপাধ্যায়কে। বাবার কথা বার বার ঘুরে ফিরে আসে স্বস্তিকার সোশ্যাল মিডিয়ায়।
">