এক্সপ্লোর
Advertisement
দেখুন! ‘টুম্পা সোনা’-র সঙ্গে স্বস্তিকার নাচ
সাদা শাড়ি পরে মাথায় ঘোমটা টেনে টুম্পা সোনার সঙ্গে দিব্যি নাচছেন স্বস্তিকা ও তাঁর বন্ধুবান্ধবরা।
কলকাতা: অনেকেই নাক সিঁটকোচ্ছেন। কিন্তু সাধারণের মধ্যে দারুণ জনপ্রিয় হয়েছে আরব দের লেখা গান টুম্পা সোনা। পিকনিকে, ক্লাবে, দূর পাল্লার বাসে সর্বত্র বাজছে টুম্পা সোনা, দুটো হাম্পি দে না। ইউটিউবে লাখ লাখ মানুষ দেখছেন ভিডিওটি, পাশের বাংলাদেশেও তা দারুণ জনপ্রিয় হয়েছে।
এবার টুম্পা সোনা গানের সঙ্গে নাচলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি, তা দেখে বোঝা যাচ্ছে, ছাদে চলছে পার্টি। রয়েছেন স্বস্তিকার বোন অজপা মুখোপাধ্যায়, মেয়ে অন্বেষা ও অন্যান্য বেশ কয়েকজন। সেখানেই ডিজে বাজিয়ে চলছে টুম্পা সোনা। আর সাদা শাড়ি পরে মাথায় ঘোমটা টেনে টুম্পা সোনার সঙ্গে দিব্যি নাচছেন স্বস্তিকা ও তাঁর বন্ধুবান্ধবরা।
দেখুন তাঁদের নাচ
গত বছর ৯ অক্টোবর মুক্তি পায় ‘রেস্ট ইন প্রেম’–এর প্রোমোশনাল মিউজিক ভিডিও ‘টুম্পা’। আর মুক্তির সঙ্গে সঙ্গে তা বাম্পার হিট। গানের লাইন অত্যন্ত সাধাসিধে, জটিলতার, গভীর ভাবনা চিন্তার সুযোগের লেশমাত্র নেই। আর এই সরল ভাষাই শহরে গ্রামে সাধারণ মানুষের মন কেড়েছে। অসংখ্য মানুষের ফোনের রিংটোন হয়ে উঠেছে এই গান, গরিবের চালা থেকে বড়লোকের পার্টি- সর্বত্র বাজছে হই হই করে। ৮ কোটির কাছাকাছি মানুষ ইউটিউবে দেখেছেন এই ভিডিও। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের বিয়েতেও বেজেছে এই গান, তাতে পা মিলিয়েছেন জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং অনির্বাণ নিজে। অনেকে অবশ্য বলছেন, বড্ড বেশি চটুল, ভোজপুরী নাচাগানার ধাঁচে বানানো হয়েছে এই ভিডিও, ভাসানের সময় নাচের কথা ভেবে তৈরি, বাঙালির সংস্কৃতির সঙ্গে এ ধরনের গান মোটেই মানায় না। কিন্তু সাধারণ মানুষ আর কবে এ ধরনের উপদেশ বা নাক সিঁটকোনোয় গুরুত্ব দিয়েছেন! তাঁরা সকলেই শুনছেন টুম্পা সোনা দুটো হাম্পি দে না।
স্বস্তিকা মুখোপাধ্যায় এই মুহূর্তে ব্যস্ত একের পর এক ওয়েব সিরিজ নিয়ে। তাঁর ব্ল্যাক উইডোজ ওয়েব সিরিজটি দারুণ জনপ্রিয় হয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement