Taapsee-Pavel: জবার মালা, মিষ্টিতে কালীঘাটে পুজো তাপসী-পাভেলের, সফর শুরু হল 'দোবারা'-র
Taapsee Pavel: আজ মুক্তি পেয়েছে তাপসীর নতুন ছবি দোবারা (Dobaaraa)। আজ সকালে কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেন তাপসী ও পাভেল।
কলকাতা: রাতে ছবির বিশেষ স্ক্রিনিং, পার্টির আয়োজন , সকালে কালীঘাটে পুজো, জমজমাট তাপসী পান্নু (Taapsee Pannu), অনুরাগ কশ্যপ (Anurag Kashyap), একতা কপূর (Ektaa R Kapoor) ও পাভেল গুলাটি (Pavail Gulati)-র কলকাতা সফর ।
আজ মুক্তি পেয়েছে তাপসীর নতুন ছবি দোবারা (Dobaaraa) । আজ সকালে কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেন তাপসী ও পাভেল । হালকা সবুজ সালোয়ার কামিজ পরেছিলেন তাপসী । সাদা পাঞ্জাবিতে সেজেছিলেন পাভেল । জবার মালা, ফুল প্রসাদে কালীঘাটে পুজো দেন দুজনেই । কপালে সিঁদুরের টিপ, হাসি মুখে তাপসী-পাভেল মন্দির থেকে বেরিয়ে কথাও বলেন সাংবাদিকদের সঙ্গে ।
আরও পড়ুন: Kacher Manush: 'কাছের মানুষ' ইশা-প্রসেনজিৎ, দেবের নতুন ছবির পোস্টার প্রকাশ্যে
রহস্য তৈরি করেছিল ছবির ট্রেলারই । ট্রেলারের শুরু একটি পুরনো টিভি থেকে । সম্ভবত গল্পে রহস্যের মোড়ও শুরু সেখান থেকেই । টিভিতে দেখা একটি বাচ্চা ছেলেই যেন বয়ে নিয়ে আসে গল্পের রহস্য আর গা ছমছমে সব ইতিহাস । গল্প এগোতে থাকলে ঘটনায় জড়িয়ে যায় ২৬ বছর আগের একটি খুন । অন্ধকার আর গা ছমছমে পরিবেশের মধ্যে দিয়েই কেটে যায় ছবির ট্রেলার, রেখে যায় বহু প্রশ্ন যা দর্শককে টেনে নিয়ে যাবে প্রেক্ষাগৃহে । ছবিটি পরিচালনা করেছেন অনুরাগ কশ্যপ (Anurag Kashyap)
কলকাতা (Kolkata) ছাড়াও মুম্বই, চেন্নাই ও দিল্লি (Mumbai, Chennai, and Delhi)-তে প্রচারে গিয়েছিল টিম 'দোবারা'। এর কিছুদিন আগেই কলকাতায় এসেছিলেন তাপসী। সৃজিত মুখোপাধ্যায় ৯Srijit Mukherjee) পরিচালিত ছবি শাবাশ মিতু (Shabash Mithu) ছবির মুখ্যভূমিকায় ছিলেন তাপসী। সেই ছবির প্রচারে ইডেন গার্ডেন্সে এসেছিলেন সৃজিত, তাপসী ও মিতালি রাজ (Mitali Raj)।
View this post on Instagram