এক্সপ্লোর
Advertisement
মা-বাবার সঙ্গে জিমে তৈমুর, কী করছে সে ? দেখুন!
ছোট্ট তৈমুরের পরনে কমলা শর্টস আর নীল গেঞ্জি। অবাক চোখে তাকিয়ে বাবার দিকে।
মুম্বই: আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তৈমুরের ছবি। করিনা-পুত্র এমনিতেই সবসময় পাপারাৎজিদের নজরে। কিন্তু এবার তার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন করিনার ডায়টিশিয়ান। তৈমুরকে দেখা গেল সেফ-করিনার জিমে। বাবার শারীরিক কসরত অবাক চোখ দেখছে ছেলে।
করিনার ডায়েটিশিয়ান রুজুতা দিওয়েকর এই মিষ্টি ছবিটি শেয়ার করেছেন। ছবিতে করিনাকে দেখা যাচ্ছে, এক্সারসাইজ করতে করতেই নিজস্বী তুলতে। দূরে এক্সারসাইজে ব্যস্ত সেফ। জিমের পোশাকে স্বাভাবিকভাবেই মোহময়ী করিনা।
ছোট্ট তৈমুরের পরনে কমলা শর্টস আর নীল গেঞ্জি। অবাক চোখে তাকিয়ে বাবার দিকে।
করিনার ডায়েটিশিয়ান রুজুতা এই পোস্টের সঙ্গে শেয়ার করেছেন ফিটনেস-ফ্রিক করিনার মেদহীন শরীরের সিক্রেট। তিনি লিখেছেন, ডাল-চালের মতো ঘরোয়া খাবার খেয়েও কীভাবে নিজেকে ফিট আর স্লিম রাখতে হয়, তা করিনাকে দেখেই শিখতে হয়! কোনও বিশেষ খাবার নয় সাধারণ স্বাস্থ্যকর খাবার খেয়েই তিনি আকর্ষক।
কিছুদিন আগেই বাবা-মায়ের সঙ্গে এয়ারপোর্টে সকলের নজর কেড়ে নেয় তৈমুর। সবসময়ের মতোই পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হয় সে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement