Tamannaah Bhatia: বেআইনিভাবে আইপিএলের ম্যাচ সম্প্রচার! অভিনেত্রী তামান্নাকে তলব করল মহারাষ্ট্র পুলিশ
Indian Premier League: ২০২৩ সালের আইপিএল অবৈধভাবে মহাদেব বেটিং অ্যাপের অংশ ফেয়ারপ্লে অ্যাপে সম্প্রচার করার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তামান্নাকে ডেকে পাঠানো হয়েছে।
মুম্বই: রমরমিয়ে চলছে আইপিএলের ১৭তম সংস্করণ। মেগা টুর্নামেন্টের খেতাব জয়ের আশায় ১০ দল নিজেদের জানপ্রাণ লড়িয়ে দিচ্ছে। এরই মাঝে এক বড় খবর। অবৈধভাবে আইপিএল (Indian Premier League) সম্প্রচারকাণ্ডে বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়াকে (Tamannaah Bhatia) ডেকে পাঠাল মহারাষ্ট্র পুলিশের সাইবার বিভাগ। এই অবৈধ সম্প্রচারের জন্য আইপিএলের অনলাইন সম্প্রচারকারী সংস্থা ভিয়াকম ১৮-র কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে।
এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী ২০২৩ সালের আইপিএল অবৈধভাবে মহাদেব বেটিং অ্যাপের অংশ ফেয়ারপ্লে অ্যাপে সম্প্রচার করার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তামান্নাকে ডেকে পাঠানো হয়েছে। ২৯ এপ্রিল সোমবার, তামান্নাকে জিজ্ঞসাবাদ করা হবে এবং তাঁর বয়ান রেকর্ড করা হবে। খ্যাতনামা অভিনেত্রীকে আইপিএলের ম্যাচ দেখার জন্য দর্শকদের কাছে বেট প্লে অ্যাপ ব্যবহার প্রোমট করতে দেখা গিয়েছে। এবার এর জেরেই তাঁকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে।
খবর অনুযায়ী আরেক বলিউড তারকা সঞ্জয় দত্তের (Sanjay Dutt) নামও এই গোটা ঘটনায় জড়িয়েছে। তাঁকে এ সপ্তাহের শুরুর দিকেই জিজ্ঞসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। তবে নিজের ব্যস্ত সূচি থেকে তিনি সময় বের করতে পারেননি। সেই কারণেই জিজ্ঞাসাবাদের জন্য অন্য একদিনের অনুরোধ করেছেন সঞ্জয় দত্ত। এছাড়াও ঘটনায় গায়ক তথা ব়্যাপার বাদশাকেও ডেকে পাঠানো হয়েছিল বলে খবর।
Maharashtra Cyber summons actor Tamannaah Bhatia for questioning in connection with the illegal streaming of IPL 2023 on Fairplay App that caused loss of Crores of Rupees to Viacom. She has been asked to appear before Maharashtra Cyber on 29th April.
— ANI (@ANI) April 25, 2024
Actor Sanjay Dutt was also… pic.twitter.com/3Y4TvPHayh
তারকাদের পাশাপশি সঞ্জয় দত্ত ও জ্যাকলিন ফার্নান্ডেজের ম্যানেজারকেও তদন্তের স্বার্থে ডেকে পাঠানো হয়েছিল। তামান্নার মতো বাকিদেরকেও বেটিং অ্যাপের মাধ্যমে অবৈধভাবে আইপিএলের সম্প্রচার প্রমোট করতে দেখা যাওয়ায় ডাক পড়েছে তাঁদের। গত বছর ভিয়াকম ১৮-র তরফে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। সেখানে দাবি করা হয় আইপিএলের বেশ কয়েকটি ম্যাচ উক্ত বেটিং অ্যাপে অবৈধভাবে সম্প্রচার করা হয় এবং একাধিক তারকা সেই অ্যাপটির হয়ে প্রচারও করেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'তুমি দুর্দান্ত প্যাট', ২২ গজের মহারণের আগে কামিন্স-বন্দনায় কোহলি