Tarun Majumdar Hospitalised: হাসপাতালে ভর্তি প্রবীণ পরিচালক তরুণ মজুমদার
Tarun Majumdar Health Update: শরীরে অস্বস্তির কথা জানালে পরিচালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পিটিআই (PTI) সূত্রে।
![Tarun Majumdar Hospitalised: হাসপাতালে ভর্তি প্রবীণ পরিচালক তরুণ মজুমদার Tarun Majumdar admitted to hospital in Kolkata after he complained of uneasiness: Officials Tarun Majumdar Hospitalised: হাসপাতালে ভর্তি প্রবীণ পরিচালক তরুণ মজুমদার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/21/457cfa37469bab51ce5ae37589e5e421_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: অসুস্থ প্রবীণ পরিচালক তরুণ মজুমদার (Tarun Majumder)। কলকাতার হাসপাতালে ভর্তি (Hospitalised) করা হয়েছে তাঁকে। শরীরে অস্বস্তির কথা জানালে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পিটিআই (PTI) সূত্রে।
Noted Bengali director Tarun Majumdar admitted to hospital in Kolkata after he complained of uneasiness: Officials
— Press Trust of India (@PTI_News) June 21, 2022
সূত্রের খবর, কিডনি জনিত সমস্যার কারণে পরিচালককে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাঁকে ভর্তি করে দেওয়া হয়েছে না আজই চিকিৎসা সেরে ফিরে আসবেন তা জানা যায়নি। কেবল রুটিন চেকআপ কি না তাও জানা যায়নি এখনও।
আরও পড়ুন: Pankaj Tripathi: সৃজিতের শহরে পঙ্কজ, কলকাতার রাস্তায় দাঁড়িয়ে ফুচকায় মজলেন 'শেরদিল'
বাংলা সিনে জগতের অন্যতম সেরা এবং সফল পরিচালক তরুণ মজুমদার। বাংলা সিনেমা ভালবাসেন অথচ তরুণ মজুমদারকে চেনে না এমন বাঙালি নেই বললেই চলে। উত্তম কুমার, সুচিত্রা সেনকে নিয়ে নিখাদ প্রেমের 'চাওয়া পাওয়া'ই হোক, কিংবা তাপস পাল, দেবশ্রীকে নিয়ে 'ভালোবাসা ভালোবাসা' হোক, তাঁর ছবি দেখে মন ভরে যেত বাঙালির। জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাঙালি পরিচালকের ঝুলিতে রয়েছে 'বালিকা বধূ' থেকে 'কুহেলি', 'আপন আমার আপন' থেকে 'শ্রীমান পৃথ্বীরাজ'।
মাসখানেক আগেই এবিপি লাইভের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলেন পরিচালক। গত ২৪ ফেব্রুয়ারি সকাল থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে কিংবদন্তি পরিচালক তরণ মজুমদারকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়ে নানা পোস্ট করা হচ্ছিল। তখন পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আজ আমার জন্মদিন নয়। কে কোথায় কী পোস্ট করছেন, আমি জানি না। সোশ্যাল মিডিয়া বড় গোলমাল তৈরি করে।' আসলে তাঁর জন্মদিন কবে? নিজের জন্মদিনে চান না কোনও হইচই হোক। তাই জন্মদিনের তারিখটা নিজের মনেই রাখলেন যত্ন করে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)