Bollywood News: 'হে ভগবান, এ তো নাচতেই পারে না', প্রথম সারির কোন বলি অভিনেত্রীকে দেখে এ কথা বলেছিলেন খ্যাতনামা কোরিওগ্রাফার?
Bollywood Actress: নাচে প্রশিক্ষণই ছিল মা তাঁর! পরবর্তীতে তাঁর নাচে মুগ্ধ অনুরাগীরা

কলকাতা: তাঁর অভিনয়ের গুণমুগ্ধ অনেকেই। সৌন্দর্য্যের তো বটেই। তবে ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) –যে একজন দুর্দান্ত নৃত্যশিল্পীও, তা তিনি প্রমাণ করেছেন বারে বারে। ‘চিকনি চামেলি’ থেকে শুরু করে ‘কমলি’, ক্যাটরিনা বার বার প্রমাণ করেছেন, তিনি অভিনয়ের পাশাপাশি, নাচটাও ভালই জানেন। কিন্তু তিনি কি বরাবরই নাচে দক্ষ? প্রশিক্ষণপ্রাপ্ত? গল্পটা বোধহয় এতটাও সোজা নয়।
বিখ্যাত কোরিওগ্রাফার টেরেন্স লুইস (Terence Lewis) সম্প্রতি ক্যাটরিনা কাইফের প্রশংসা করেছেন, এবং প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী সম্পর্কে অনেক অজানা গল্প। ক্যাটনিরা নাকি বছরের পর বছর ধরে একজন নৃত্যশিল্পী হিসেবে নিজেকে ঘষামাজা করেছেন আর সেই রাস্তাটা সোজা ছিল না। সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে টেরেন্স বলেছেন, তাঁর মনে পড়ে যে ক্যাটরিনা তাঁর প্রথম ছবি ‘বুম’-এর মুক্তির পর তাঁর কাছে এসেছিলেন, তখন তিনি একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পী ছিলেন না।
ইন্ডাস্ট্রির সবচেয়ে ভাল নৃত্যশিল্পীদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, টেরেন্স লুইস বলেছিলেন, ‘সবাই অত্যন্ত গুণী। যেমন আমার কাছে ঐশ্বর্য রাই সুন্দর (Aishwariya Rai Bachchan) এই মুহূর্তে মূলধারার সবচেয়ে সুন্দরী অভিনেত্রী। তবে বর্তমানে প্রত্যেকেই ভাল নাচ করেন। দীপিকা পাডুকোন (Deepika Padukone) ও খুব খুব সুন্দর।’ টেরেন্স স্মৃতিরোমন্থন করে বলেন, ক্যাটরিনা কাইফের কথা আমার এখনও মনে আছে! যখন ও ‘বুম’-এর পরে আসে আর আমি ওর সঙ্গে একটা শো করি, তখন আমার মনে হয়েছিল, ‘হে ভগবান। মেয়েটা তো নাচতেই পারে না।‘
টেরেন্স আরও বলেন, ‘এরপরে ক্যাটরিনা যখন বস্কোর সঙ্গে একটা গানে কাজ করেছিল, আমি বস্কোকে ফোন করেছিলাম এবং বলেছিলাম ‘তুমি এটা কী করেছো!' ‘জারা জারা টাচ মি’ গানটা আমি যখন দেখেছিলাম, তখন বিশ্বাসই করতে পারছিলাম না.. এ কি সেই মেয়ে! তবে ওই গানে নাচ তোলার জন্য ক্যাটরিনাকে যথেষ্ট কসরৎ করতে হয়েছিল।’ টেরেন্স আরও বলেন, ‘ক্যাটরিনা কাইফকে আমি অন্যতম পরিশ্রমী অভিনেত্রী বলে মনে করি, কারণ তিনি নৃত্যশিল্পী ছিলেন না। তাঁর কোনও প্রশিক্ষণ ছিল না। তার ওপর ওঁর উচ্চতা ছিল অনেকটা বেশি যা মোটেই নাচের পক্ষে অনুকূল নয়। ও কীভাবে নিজেকে ঘষামাজা করেছে, সেটা আমি চোখের সামনে দেখেছি। সেই কারণেই বলছি। একটা সময়ে ক্যাটরিনার সঙ্গে আমি একটা হীরে বিপণীর হয়ে কাজ করেছিলাম। সেই সময়ে ও সবে সবে ভারতে এসেছে। কিছুই জানত না। সেই সময় থেকে আমি ওকে নিজের চোখের সামনে পরিবর্তন হতে দেখেছি।'






















