Humayun Kabir : 'বাবরি নিয়ে আবেগ রয়েছে, ওয়াকফ নিয়ে ক্ষোভ', মন্তব্য ডেবরার TMC বিধায়ক হুমায়ুন কবীরের
ABP Ananda LIVE : ওয়াকফ নিয়ে, OBC লিস্ট নিয়ে ক্ষোভ থেকে আবেগ তৈরি হয়েছে। দল থেকে সাসপেন্ডেড হওয়া ভরতপুরের বিধায়ককে সমর্থন করে মন্তব্য করলেন ডেবরার তৃণমূল বিধায়ক আরেক হুমায়ুন কবীর। শুরুতে বিরোধিতা করলেও এখন ওয়াকফ সম্পত্তির সব তথ্য কেন্দ্রীয় পোর্টাল 'উমিদে' আপলোড করতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার 'উমিদ' পোর্টাল চালু করেছিল ৬ জুন। ডেডলাইন ছিল ৫ ডিসেম্বর পর্যন্ত। রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে নভেম্বরের শেষে। এত কম সময়ে পশ্চিমবঙ্গের ৮০ হাজার ৪৮০ ওয়াকফ সম্পত্তির মধ্য়ে পোর্টালে আপলোড হয়েছে মাত্র ৭১৬। এই নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ত্বহা সিদ্দিকি থেকে মহম্মদ সেলিম। ইমাম-মোয়াজ্জেম অ্যাসোসিয়েশন থেকে ওয়াকফ বোর্ডের কর্তারাও বলছেন, সময় বেশি পেলে আরও তথ্য আপলোড করা সম্ভব হত।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম

















