Doctor's Short Film: আত্মরক্ষার তাগিদেই 'সিদ্ধান্ত’, নিগ্রহের বিরুদ্ধে শর্ট ফিল্মে সরব চিকিৎসকরা
Short Film: পরিচালক পার্থসারথি জোয়ারদারের নেতৃত্বে ৬০ ঘণ্টার চেষ্টায় তৈরি হয়েছে ‘সিদ্ধান্ত’। আগামী ২৯ জুলাই, ইন্টারনেট মাধ্যমে এই শর্টফিল্মটি মুক্তি পাবে।
![Doctor's Short Film: আত্মরক্ষার তাগিদেই 'সিদ্ধান্ত’, নিগ্রহের বিরুদ্ধে শর্ট ফিল্মে সরব চিকিৎসকরা The Decision a short film made by doctors against violence on doctors Doctor's Short Film: আত্মরক্ষার তাগিদেই 'সিদ্ধান্ত’, নিগ্রহের বিরুদ্ধে শর্ট ফিল্মে সরব চিকিৎসকরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/18/28cc08ca216ce663dacbfe5bc67ec2a11658108937_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ঝিলম করঞ্জাই ও শিবাশিস মৌলিক, কলকাতা: চিকিত্সক নিগ্রহের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে এবার নয়া উদ্যোগ চিকিত্সকদের। তৈরি হয় ৩০ মিনিটের শর্টফিল্ম (Short Film) 'সিদ্ধান্ত'। তাঁরাই মূলত এই ফিল্মের কলাকুশলী। আগামী ২৯ জুলাই নেট-মাধ্যমে মুক্তি পাবে এই শর্ট ফিল্ম (Short Film)। গতকাল অর্থাৎ রবিবার মুক্তি পেয়েছে ছবির ট্রেলার।
২০১৯-এর ১১ জুন, রোগী মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল NRS মেডিক্যাল কলেজ হাসপাতাল। রোগীমৃত্যুতে গাফিলতির অভিযোগে ধুন্ধুমার। রোগীর আত্মীয়দের ছোড়া ইটের ঘায়ে গুরুতর আহত হয়েছিলেন এক জুনিয়র ডাক্তার। যে ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছিল রাজ্য জুড়ে। সম্প্রতি আলিপুরদুয়ারের একটি ঘটনা নিয়েও শুরু হয় তরজা। এক চিকিত্সক অভিযোগ করেন, কালচিনির বিডিওর মদতে, তাঁকে মারধর করা হয়। পাঁজরের দুটো হাড় ভেঙে যায় বলেও অভিযোগ ওঠে।
ওই ঘটনার পর চিকিত্সকদের রক্ষায় নানা বিধিব্যবস্থা হলেও চিকিত্সক নিগ্রহ বন্ধ হয়নি। পর পর সামনে এসেছে একাধিক ঘটনা। করোনা পর্বজুড়েও যার উদাহরণ রয়েছে অনেক। এই অবস্থায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ নিল চিকিত্সক সংগঠন প্রটেক্টর ফর ওয়ারিয়র।
যাঁরা স্টেথো, ছুরি-কাঁচি ধরে মানুষের জীবন বাঁচিয়ে চলেছেন, তাঁরাই নিজেদের আত্মরাক্ষার্থে তৈরি করে ফেলেছেন ৩০ মিনিটের এই শর্ট ফিল্ম। যে ফিল্মের নাম রাখা হয়েছে ‘সিদ্ধান্ত’। করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে পরিষেবা দিয়েছেন চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীরা। কিন্তু তা সত্ত্বেও রোগীর পরিজনদের হাতে চিকিত্সক নিগ্রহের সংখ্যা কমেনি বলে দাবি চিকিত্সক সংগঠনের।
এই শর্ট ফিল্মের কলাকুশলী মূলত চিকিত্সকরাই, অভিনয় করেছেন তাঁদের সন্তানরাও। ছবিতে এক শিক্ষকের ভূমিকায় দেখা মিলবে চর্মরোগ বিশেষজ্ঞ (Darmatologist) ডাঃ কৌশিক লাহিড়ীর (Kaushik Lahiri)। পরিচালক পার্থসারথি জোয়ারদারের নেতৃত্বে ৬০ ঘণ্টার চেষ্টায় তৈরি হয়েছে ‘সিদ্ধান্ত’। যার কৃতীত্বের অংশীদার তিন তরুণ চিকিৎসক ডাঃ অভীক ঘোষ, ডাঃ শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায়, ডাঃ দ্বৈপায়ন মজুমদারও। আগামী ২৯ জুলাই, ইন্টারনেট মাধ্যমে এই শর্টফিল্মটি মুক্তি পাবে। সূত্রের খবর, দুর্গাপুজোর পর এই বিষয়ের ওপর পূর্ণদৈর্ঘ্যের সিনেমাও তৈরি করতে চান চিকিত্সকরা।
তাহলে কি এই শর্টফিল্মের হাত ধরে কমবে অযৌক্তিক দোষারোপ? 'চিকিৎসকরাও যে মানুষ' সেই বার্তা কি পৌঁছনো যাবে সাধারণের কাছে? আপাতত সেই অপেক্ষাতেই চিকিৎসক মহল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)