এক্সপ্লোর
মুক্তি পেল ‘দ্য গাজি অ্যাটাক’-এর ট্রেলার: দেশের প্রথম সামুদ্রিক যুদ্ধের ছবি

মুম্বই: হিন্দি ও তেলুগুর দ্বিভাষিক ছবি ‘দ্য গাজি অ্যাটাক’-এর ট্রেলার প্রকাশ্যে এল। প্রায় দেড় মিনিটের ট্রেলারে ছবির সব কটি প্রধান চরিত্রকে দেখা যাচ্ছে। ছবির নায়ক রানা ডাগ্গুবাটি। নায়িকা তাপসী পান্নু। রয়েছেন কে কে মেনন, অতুল অগ্নিহোত্রী, ওম পুরী, নাসের ও রাহুল সিংহ। ৭১-এর যুদ্ধের সময় পাক সাবমেরিন পিএনএস গাজিকে ডুবিয়ে দেয় ভারতীয় নৌসেনার আইএনএস রাজপুত। ভারতের পূর্ব উপকূলে ঘটা এই নৌ হামলা জনতার নজরে আসেনি কখনও। ছবির পরিচালক সংকল্পের এটি প্রথম ছবি। নিজের লেখা উপন্যাস ব্লু ফিশ-এর ওপর ছবিটি করছেন তিনি। দেশের প্রথম সামুদ্রিক যুদ্ধের ছবি বলে পরিচিত ‘দ্য গাজি অ্যাটাক’-এর বেশিরভাগ শ্যুটিং ইনডোরে ও জলের তলায়। অ্যাকশন প্যাকড ট্রেলারে পরিষ্কার, যুদ্ধের ছবির সব মালমশলাই থাকবে এতে।
১৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘দ্য গাজি অ্যাটাক’। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















