Kashmir Files Box Office: পাঁচ দিনেই ৬০ কোটি পার, বক্স অফিসে ঝড় তুলেছে 'দ্য কাশ্মীর ফাইলস'
Kashmir Files Box Office: 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি প্রথম দিনে ৩.৫৫ কোটি টাকার ব্যবসা করে। এরপর সেই আয়ের পরিমাণ বেড়ে শনিবার হয় ৮.৫০ কোটি। এরপর রবিবার ও সোমবার আয়ের পরিমাণ আরও বেড়ে যায়।
মুম্বই: সম্প্রতি মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রীর 'দ্য কাশ্মীর ফাইলস' (Vivek Agnihotri directed The Kashmir Files)। মুক্তির আগে থেকেই বিতর্ক ও আলোচনায় জড়িয়েছে এই ছবি। মুক্তির পরেও সেই ধারা অব্যাহত। সেই সঙ্গে বক্স অফিসেও ঝড় তুলেছে 'দ্য কাশ্মীর ফাইলস'। ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ৫ দিনেই ছবিটি ৫০ কোটির দলে (50 Crore club) ঢুকে পড়েছে। পঞ্চম দিনে রেকর্ড ১৮ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। ভারতীয় ছবির সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh) বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।
View this post on Instagram
'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি প্রথম দিনে ৩.৫৫ কোটি টাকার ব্যবসা করে। এরপর সেই আয়ের পরিমাণ বেড়ে শনিবার হয় ৮.৫০ কোটি। এরপর রবিবার ও সোমবার আয়ের পরিমাণ আরও বেড়ে যায়। এই দুদিন ছবিটি যথাক্রমে ১৫.১০ কোটি ও ১৫.০৫ কোটির ব্যবসা করে। এরপর মঙ্গলবার অনুপম খের অভিনীত ছবিটি ১৮ কোটি টাকার ব্যবসা করে। ফলে প্রথম পাঁচ দিনের হিসাবে 'দ্য কাশ্মীর ফাইলস' মোট ৬০.২০ কোটি টাকার ব্যবসা করেছে।
কোভিড পরবর্তী সময়ে সপ্তাহের মাঝে কোনও বলিউড ছবি প্রেক্ষাগৃহে দুই অঙ্কের সংখ্যায় ব্যবসা করেনি।
আরও পড়ুন: Pathaan: 'পাঠান' ছবিতে শাহরুখ খানের এইট প্যাক অ্যাবসের ছবি ফাঁস! তোলপাড় নেট দুনিয়া
এরই মধ্যে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবিটির বিশেষ প্রদর্শনে থাকার পর প্রধানমন্ত্রী বলেন, ছবিটি ভাল, সকলের দেখা উচিত। মঙ্গলবার বিজেপি সংসদীয় দলের বৈঠকে তিনি সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র, 'দ্য কাশ্মীর ফাইলস' দেখার কথাই বললেন সকলকে। তিনি বলেন, 'এটি খুব ভাল একটি ছবি এবং এ ধরনের কাজ আরও হওয়া প্রয়োজন।' তাঁর প্রশংসাও ছবির ব্যবসায় প্রভাব ফেলেছে বলে মত বিশেষজ্ঞদের।