এক্সপ্লোর
ধনুষের ছবি ‘ভিআইপি টু’-তে কাজল?

মুম্বই: ধনুষের জনপ্রিয় ছবি ভেল্লাইল্লা পাট্টাধারির সিকোয়েল হচ্ছে। শোনা যাচ্ছে, তাতে অভিনয় করবেন কাজল। এই সিকোয়েলের ঘোষণা ইতিমধ্যেই হয়ে যাওয়ায় আগ্রহ বাড়ছে এটি নিয়ে। ছবিটার নাম 'ভিআইপি টু'। জানা গেছে, কাজলকে অনুরোধ করা হয়েছে, এর মুখ্য চরিত্রে অভিনয় করতে। এখনও সইসাবুদ নাকরলেও কাজলের পছন্দ হয়েছে ছবির গল্প। শোনা যাচ্ছে, এতে তিনি সবুজ সংকেত দিতে পারেন। যদি তাই হয়, তাহলে ১৯ বছর পর তামিল ছবিতে কাজ করবেন কাজল। ১৯৯৭-এ 'মিনসারা কানাভু' ছিল তাঁর শেষ তামিল ছবি। আনন্দ গাঁধীর ছবিতে কাজ করার জন্য ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন কাজল। এতে তিনি কাজ করবেন সিঙ্গল মাদারের ভূমিকায়। আগামী বছর শুরু হবে শ্যুটিং।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















