Tiger Shroff Update: টাইগার শ্রফের প্রশংসায় পঞ্চমুখ 'হিরোপন্থী টু' পরিচালক
আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে 'হিরোপন্থী টু' ছবিটি। ইতিমধ্যেই ছবির ট্রেলার ও বেশ কিছু পোস্ট মুক্তি পেয়েছে। এবার পরিচালক আহমেদ খান প্রশংসায় পঞ্চমুখ হলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফের।
মুম্বই: শীঘ্রই মুক্ত পাবে 'হিরোপন্থী টু' (Heropanti 2)। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টাইগার শ্রফ (Tiger Shroff) এবং তারা সুতারিয়াকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে এই ছবি। ইতিমধ্যেই ছবির ট্রেলার ও বেশ কিছু পোস্ট মুক্তি পেয়েছে। এবার পরিচালক আহমেদ খান প্রশংসায় পঞ্চমুখ হলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফের।
এক সাক্ষাৎকারে পরিচালক আহমেদ খান বলেন, 'টাইগার শ্রফের সঙ্গে কাজ করা যেন বাড়ির পরিবেশে কাজ করার মতো। যেভাবে ও কাজ করে তা এক কথায় অসাধারণ। বর্তমানে টাইগার শ্রফ সবথেকে সেরা এবং সর্ব কনিষ্ঠ অ্যাকশন হিরো। অসাধারণ দক্ষতার সঙ্গে ও সমস্ত অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছে। কাজের ক্ষেত্রে ও নিজের ২০০ শতাংশ দেয়। ওর সঙ্গে কাজ করা সবসময়ই মজাদার। এত অল্প বয়সেও যেভাবে ও দক্ষতার সঙ্গে অভিনয় করছে, তা অবশ্যই প্রশংসাযোগ্য।'
আরও পড়ুন - The Kashmir Files: 'দ্য কাশ্মীর ফাইলস'-এ দেখান বিষয়বস্তু প্রসঙ্গে বিস্ফোরক স্বয়ং ছবির প্রযোজক
প্রসঙ্গত, সদ্য কয়েকদিন আগেই মুক্তি পায় 'হিরোপন্থী টু' ছবির ট্রেলার। যা দেখে রীতিমতো উত্তেজিত অনুরাগীরা। বাবলু আর ইনায়ার রোম্যান্স। তার সঙ্গে অ্যাকশন। এবং হাড় হিম করা লুকে হাজির লায়লা ওরফে নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)। উল্লেখ্য, 'হিরোপন্থী টু' ছবিতে টাইগার শ্রফ অভিনীত চরিত্রের নাম বাবলু। এবং তারা সুতারিয়ার অভিনীত চরিত্রের নাম ইনায়া। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে এই নিয়ে পঞ্চমবার জুটি বাঁধলেন টাইগার শ্রফ। এর আগে এই জুটিকে দেখা গিয়েছে, 'হিরোপন্থী', 'বাগি', ''বাগি ২, 'বাগি থ্রি' ছবিতে। আগামী ২৯ এপ্রিল পবিত্র ইদের দিন মুক্তি পাবে বহু প্রতীক্ষিত 'হিরোপন্থী টু' ছবিটি। সদ্যই ছবির নতুন পোস্টার শেয়ার করেন অভিনেতা। এই ছবিতে যে জমজমাট অ্যাকশন থাকতে চলেছে তা বেশ স্পষ্ট। অজস্র বন্দুকের মুখে ঠান্ডা দৃষ্টি স্থির সামনে। নতুন অবতারে নজর কেড়েছেন টাইগার। খলনায়ক লায়লার চরিত্রে অভিনেতা নওয়াজউদ্দিনকে দেখতে চলেছেন দর্শক।