বয়স মাত্র ১৬, 'আত্মঘাতী' জনপ্রিয় টিকটক তারকা
টিকটকে তিনি বেশ জনপ্রিয়ই ছিলেন। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৪ হাজার। টিকটকেও তাঁর ১০ লক্ষাধিক অনুগামী।
মুম্বই:সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু কার্যত নড়িয়ে দিয়েছে সারা দেশকে। তাঁর অকালে চলে যাওয়ার কারণ কি ডিপ্রেশন নাকি অন্যকিছু? তাই নিয়ে কাটাছেঁড়া শেষ হয়নি। এরই মধ্যে আবারও মৃত্যুর খবর এল বিনোদন দুনিয়া থেকে। 'আত্মহত্যা' করলেন টিকটক তারকা সিয়া কক্কর। টিকটক তারকা ও নৃত্যশিল্পী হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন তিনি।
সিয়ার বয়স মাত্র ১৬। বৃহস্পতিবার তাঁর মৃত্যুর খবর দেন এক ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থার ম্যানেজার অর্জুন সারিন। তাঁর ধারণা, ব্যক্তিগত কোনও কারণেই এই 'আত্মহত্যা'। অর্জুন সারিন জানিয়েছেন, তিনি একটি কোম্পানির হয়ে কাজ করেন। সেখানে সিয়া ছাড়া অন্যান্য টিকটক তারকাদের কাজকর্মও তাঁরা দেখে থাকেন। সারিন জানান, মৃত্যুর আগের রাতেও সিয়ার সঙ্গে তাঁর কথা হয়। কিন্তু তখন তাঁর কথা অস্বাভাবিকতা ছিল না। সিয়ার বাড়ি দিল্লির প্রীত বিহারে। টিকটকে তিনি বেশ জনপ্রিয়ই ছিলেন। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৪ হাজার। টিকটকেও তাঁর ১০ লক্ষাধিক অনুগামী। তারপরেও তাঁর আত্মহত্যার কী কারণ, তা নিয়ে তৈরি হয়েছে ধন্দ।