(Source: ECI/ABP News/ABP Majha)
Timir Biswas: ভবা পাগলার বাংলা গানে উর্দু র্যাপ, নয়া ভূমিকায় সামনে এলেন তিমির বিশ্বাস
পুজোর আবহে মুক্তি পেল সঙ্গীতশিল্পী তিমির বিশ্বাসের নতুন গানের ভিডিও।
কলকাতা: ইতিমধ্য়েই সূচনা হয়ে গেছে দেবীপক্ষের। আর পুজো মানেই তো আড্ডা-গান-খাওয়া দাওয়া। আর ঠিক এই আবহেই মুক্তি পেল তিমির বিশ্বাসের নতুন গান। সম্প্রতি শহরের একটি খ্য়াতনামা মিউজিক কোম্পানি থেকে প্রকাশ্য়ে এসেছে এই মিউজিক ভিডিওটি।
সায়ন গঙ্গোপাধ্য়ায়ের কম্পোজিশনে ভবা পাগলার জনপ্রিয় বাংলা গান নদী ভরা ঢেউকে নতুন আঙ্গিকে তুলে ধরেছেন তিমির বিশ্বাস ও ইপিআর আইয়ার। বাংলা গানটি নতুন ভাবে গেয়েছেন তিমির বিশ্বাস ও গানটিতে উর্দু র্যাপ করেছেন ইপিআর আইয়ার। ইউটিউবে ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে এই গানের ভিডিও। যা বেশ জনপ্রিয়তা লাভ করেছে সঙ্গীতপ্রেমীদের মধ্য়ে।
প্রসঙ্গত, এই গানটি Continuum নামক একটি মিউজিক্যাল সিরিজের প্রথম গান। দুটি গান বিশিষ্ট এই সিরিজটি মূলত মৃত্যুর দেবতা ও একজন অতি সাধারণ মানুষের কথোপকথনকে কেন্দ্র করে তৈরি হয়েছে। আসল গানটিতে ভবা পাগলা জীবনকে নদীর সাথে তুলনা করেছেন। তিনি বলতে চেয়েছেন যে মানুষ শুধু চায় জীবনকে তার নিজের মত করে চালনা করতে কিন্তু পারে না, কারণ সবই পূর্বনির্ধারিত থাকে।
এই নতুন গানটিতে, ভবা পাগলার এই দর্শনটি গাইছেন তিমির এবং ইপিআর তার উর্দু কবিতা র্যাপ করেছেন যার মূল বক্তব্য কিন্তু জীবনের অপূর্ণতাকে স্বীকার করার কথা বলে। পাশাপাশি সুরকার সায়ন গঙ্গোপাধ্য়ায়ের প্রয়াস এই গানকে আরও অভিনব করে তুলেছে।
মিউজিক কোম্পানি তরফে জানানো হয়েছে যে, এমন অভিনব কাজ করার ঝুঁকি হঠাৎ করে কেউ নিতে চাইবে না। কিন্তু এখন বাংলায় শ্রোতাদের গানের বিষয়ে পছন্দ পাল্টাচ্ছে। সেই ভাবনা থেকেই এই উদ্য়োগ।
সঙ্গীতশিল্পী তিমির বিশ্বাস জানান যে, এই গানটি অনেকদিন ধরেই অনেকে গেয়েছেন, কিন্তু এই নতুন গানটার সবচেয়ে বিশেষ বিষয় হলো ইপিআর। ওর উর্দু র্যাপ গুলো মিউজিক ভিডিওর চাহিদা অনুযায়ী কখনো মূল গানের কাছে আত্মসমর্পণ করেছে আবার কখনো বিরোধিতা করেছে। এইভাবে কাজ করতে গিয়ে মনে হয়েছে যেন গানের ভেতরের মানেটা আরো ভালোভাবে বুঝতে পারছি। পাশাপাশি তিনি এও জানান, এতদিন তিনি ইপিআর কে একজন ভালো গায়ক হিসেবে চিনতেন। কিন্তু এই কাজটা করতে গিয়ে, কবি ইপিআরের সাথে পরিচয় হয়েছে, যে অসাধারণ কবিতা লেখে।