স্ত্রীর জন্যই আজ আমি এই মঞ্চে, আপ্লুত নেহা কক্করের স্বামী রোহনপ্রীত
এদিনের এপিসোডে নেহার ভূয়সী প্রশংসা করেন রোহনপ্রীত। জানান স্ত্রী হিসেবে কতটা কর্তব্যপরায়ণতা আছে নেহার মধ্যে। শুধু তাই নয়, নেহাকে নিয়ে গর্বিত রোহনপ্রীতের পরিবার। রোহনপ্রীতের কথায়, স্ত্রী হিসেবে নেহাকে পেয়ে আমি খুব খুশি।
মুম্বই: এবার একই মঞ্চে দেখা যাবে রোহনপ্রীত সিংহ এবং নেহা কক্করকে। চলতি সপ্তাহের শেষে জনপ্রিয় শো ইন্ডিয়ান আইডলে দেখা যাবে তারকা দম্পতিকে। জানা গিয়েছে, ইন্ডিয়ান আইডলের শাদি এপিসোডে অতিথি হয়ে আসছেন রোহনপ্রীত। উপস্থিত থাকবেন কমিডি কাপল ভারতী সিংহ এবং হর্ষ লিম্বাচিয়া। ইন্ডিয়ান আইডলের মতো বড় মঞ্চে আনার জন্য নেহা কক্করকে ধন্যবাদ জানান রোহনপ্রীত। আর তাতেই আবেগপ্রবণ হয়ে পড়েন নেহা।
এদিনের এপিসোডে নেহার ভূয়সী প্রশংসা করেন রোহনপ্রীত। জানান স্ত্রী হিসেবে কতটা কর্তব্যপরায়ণতা আছে নেহার মধ্যে। শুধু তাই নয়, নেহাকে নিয়ে গর্বিত রোহনপ্রীতের পরিবার। রোহনপ্রীতের কথায়, স্ত্রী হিসেবে নেহাকে পেয়ে আমি খুব খুশি। ওঁর জন্যই এই স্টেজে আসতে পেরেছি। নেহা শুধু একজন ভাল মানুষই না, স্ত্রী হিসেবে নিজের কর্তব্য পালন করে। আমার মা এবং আমার পরিবার ওঁকে নিয়ে গর্বিত। রোহনপ্রীতের মুখে এই কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন নেহা।
সঙ্গীতের মঞ্চ হিসেবে অত্যন্ত জনপ্রিয় ইন্ডিয়ান আইডল। বহু বছর ধরে প্রতিভা উঠে এসেছে এই মঞ্চ থেকে। এদিন সেই মঞ্চে দাঁড়িয়েই রোহনপ্রীতস বলেন, এটা সবথেকে বড় মঞ্চ। আর আমি এখানে দাঁড়িয়ে আছি আমার স্ত্রীর জন্য। অত্যন্ত ভাগ্যবান বলে মনে হয় নিজেকে। যে জিনিস নেহা ছোঁয়ে সেটাই সোনা হয়ে যায়। আমি অত্যন্ত খুশি যে একসঙ্গে আমরা এখানে দাঁড়িয়ে আছি।