এক্সপ্লোর

New Year 2025: গোটা বছর অপেক্ষা করে থাকতে হবে কোন কোন সিনেমার জন্য? জেনে নেওয়া যাক বছরের শুরুতেই

Tollywood and Bollywood: বক্স-অফিসে পুষ্পা টুয়ের ওয়াইল্ড ফায়ারের আঁচ কমার আগেই নতুন বছরে আবারও দক্ষিণী ঝড় ওঠার সম্ভাবনা

কলকাতা: বছরের শুরুতেই নির্বাচনী লড়াই? ভোটের অঙ্কে পাশা পাল্টে দেওয়ার চ্যালেঞ্জ! সাইবার অপরাধীদের খোঁজে প্রাক্তন আন্ডারকভার এজেন্ট। সাজানো দুর্ঘটনা ঘটিয়ে হত্যার ষড়যন্ত্র! আর কী কী ঘটবে এবছর?

বক্স-অফিসে পুষ্পা টুয়ের ওয়াইল্ড ফায়ারের আঁচ কমার আগেই নতুন বছরে আবারও দক্ষিণী ঝড় ওঠার সম্ভাবনা। রাম চরণের প্যান-ইন্ডিয়ান ফিল্ম 'গেম চেঞ্জার' দিয়েই শুরু হবে ২০২৫-এর ফিল্মি সফর। ১০ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। প্রায় তিন বছর বাদে বড় পর্দায় রাম চরণের মেগা রিলিজ ঘিরে সিনে-ইন্ডাস্ট্রিতে উত্তেজনার পারদ চড়ছে। হায়দরাবাদ, নিউ জিল্যান্ড, অন্ধ্রপ্রদেশ, মুম্বই, চণ্ডীগড় এবং অমৃতসরে ছবিটির শ্যুটিং করেছেন রামচরণ। প্রায় ৪০০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছে ছবিটি। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই গেম চেঞ্জারের ডিস্ট্রিবিউশন রাইটস বিক্রি হয়েছে প্রায় ৩৫০ কোটি টাকায়। ছবিটির ওটিটি স্বত্ত্ব বিক্রি করা হয়েছে আমাজন প্রাইম ভিডিওয়। এস শঙ্করের পরিচালনায় পলিটিক্যাল ড্রামা গেম চেঞ্জারে রাম চরণের বিপরীতে রয়েছেন কিয়ারা আডবাণী।

অভিনয়, সমাজ সেবা থেকে শুরু করে পরিচালনার জগতেও নিজের মুন্সিয়ানা প্রমাণ করার চ্যালেঞ্জ নিয়েছেন সোনু সুদ। একই সঙ্গে অভিনয় আর ডিরেকশন দুটো দায়িত্বই তিনি সামলেছেন। ১০ জানুয়ারি মুক্তির অপেক্ষায় রয়েছে ফতেহ। এই অ্যাকশন থ্রিলারের কাহিনিও তিনি নিজেই লিখেছেন। ছবিটির ট্রেলার রিলিজের পরই বোঝা গিয়েছে, অ্যাকশন ফিল্মের ঘরানায় বলিউডে নতুন লক্ষ্য ছুঁতে চান তিনি। এক প্রাক্তন আন্ডারকভার এজেন্টের ভূমিকায় সোনু এই ছবিতে অভিনয় করেছেন। সাইবার ক্রাইমের অন্ধকার দুনিয়ার প্রেক্ষাপটও ধরা পড়বে ফতেহ-র চিত্রনাট্যে। সোনুর সঙ্গে এই ছবিটিতে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, জ্যাকলিন ফার্নান্ডেজ, দিব্যেন্দু ভট্টাচার্য, বিজয় রাজ। ছবিটি প্রযোজনা করেছেন সোনু সুদের স্ত্রী সোনালি সুদ। পঞ্জাবের নানা এলাকা ছাড়াও আমেরিকা, রাশিয়া এবং পোল্যান্ডে ছবিটির শ্যুটিং করেছেন সোনু। 

ভারতের প্রেক্ষাপটে তৈরি পুলিশ ড্রামা 'সন্তোষ' ইংল্যান্ডের অফিসিয়াল এন্ট্রি হিসেবে এবছর অস্কারের সেরা বিদেশী ছবি বিভাগে প্রতিনিধিত্ব করবে। সেই ছবিই এবার ভারতেও মুক্তি পেতে চলেছে। ১০ জানুয়ারি বড় পর্দায় রিলিজ করবে সন্তোষ। ইন্দো-ব্রিটিশ পরিচালক সন্ধ্যা সুরি পরিচালিত ছবিটিতে পুলিশ কনস্টেবল সন্তোষ সাইনির ভূমিকায় অভিনয় করেছেন সাহানা গোস্বামী। আরও এক পুলিশ আধিকারিক গীতা শর্মার ভূমিকায় রয়েছেন সুনীতা রাজওয়ার।

১০ জানুয়ারি মুক্তির অপেক্ষায় রয়েছে বাংলা ছবিও। ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, ইশা সাহা অভিনীত থ্রিলার ফিল্ম অপরিচিত হাজির হচ্ছে বড় পর্দায়। ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখোপাধ্যায়। এই ছবির প্রায় পুরো শ্যুটিংই হয়েছে ইংল্যান্ডে। গাড়ি দুর্ঘটনায় মাথায় আঘাত, সেই আঘাতে স্মৃতি ভ্রংশ , আর তারপর আকস্মিক ভাবে মনে পড়ে যাওয়া টুকরো টুকরো কিছু দৃশ্য, যা জোড়া লাগতেই ঘনীভূত হয় রহস্য। সেই রহস্যই কি চেনা মুখের আড়ালে অপরিচিত কাউকে আবিষ্কার করবে? উত্তর পেতে ১০ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতেই হবে। 

একের পর এক বাধা এসেছে। একের পর এক বিতর্কও তৈরি হয়েছে। বার বার বদলেছে মুক্তির তারিখ। অবশেষে ১৭ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ইন্দিরা গান্ধীকে নিয়ে তৈরি ছবি ইমার্জেন্সি। ছবিটিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয়ের পাশাপাশি ছবিটি পরিচালনা এবং প্রযোজনাও করেছেন কঙ্গনা রানাওয়াত। কঙ্গনার সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, মিলিন্দ সোমন, শ্রেয়স তালপড়ে, সতীশ কৌশিক, মহিমা চৌধুরী। এই ছবিটিকে ঘিরেই ভারতীয় সেন্সর বোর্ডের বিরুদ্ধে একসময় সরব হয়েছিলেন কঙ্গনা। তাঁর অভিযোগ ছিল, অহেতুক ছবিটির ছাড়পত্র আটকে রেখেছেন সেন্সর বোর্ডের কর্তারা। মামলা গড়ায় আদালতেও। সেন্সর বোর্ডের আইনজীবী আদালতে জানান, কিছু দৃশ্যে কাটছাঁট করে ছবিটিকে ছাড়পত্র দেওয়া সম্ভব। এরপর সেন্সর বোর্ডের নির্দেশ মেনে কিছু দৃশ্য বাদ দিয়ে সেন্সর সার্টিফিকেট হাতে পান কঙ্গনা।

তিরবেগে ছুটছে একটা কালো ঘোড়া। তার পিঠে কালো পোশাক পরা তলোয়ার হাতে এক সওয়ারি। ব্রিটিশ সেনার বন্দুকের পরোয়া না করেই ছুটে চলে সেই অশ্বারোহী। আজাদের টিজারে এভাবেই এন্ট্রি নিয়েছেন অজয় দেবগন। প্রাক-স্বাধীনতার প্রেক্ষাপটে লেখা হয়েছে আজাদের কাহিনি। ১৭ জানুয়ারি এই ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করছেন অজয় দেবগনের ভাগ্নে অমন দেবগন এবং রবীনা ট্যান্ডনের মেয়ে রাশা থাডানি। ছবিটি পরিচালনা করেছেন অভিষেক কপূর, যিনি এর আগে রক অন, কাই পো চে, ফিতুর, কেদারনাথ, চণ্ডীগড় করে আশিকি-র মত ছবি বানিয়েছেন। এক বিশ্বস্ত ঘোড়ার সঙ্গে বন্ধুত্বের চিরন্তন গল্প তুলে ধরবে আজাদ।

১৭ জানুয়ারি বলিউডে আরও দুই নতুন মুখের ডেবিউ হবে। 'মিশন গ্রে হাউজ দ্য হান্ট'-এ অভিনয়ের সূত্রে বলিউডে পা রাখবেন আবির খান আর পূজা শর্মা। নৌশাদ সিদ্দিকি পরিচালিত এই থ্রিলার ফিল্মে রাজেশ শর্মা, কিরণ কুমার, রাজা মুরাদও অভিনয় করেছেন। আবির তাঁর ডেবিউ ফিল্মে পুলিশ অফিসার কবীর রাঠোরের ভূমিকায় অভিনয় করেছেন।

সত্যি আর মিথ্যের মাঝে ফারাক কতটা? দ্বন্দ্বের দৌড়ে এগিয়ে কে? সত্যি, না মিথ্যে? আমরা চোখের সামনে যা দেখি সেটাই কি সত্যি? নাকি সেই দেখার মাঝেও একটা অদৃশ্য পর্দা আড়াল করে কিছুকে? এই প্রশ্নগুলো নিয়েই একটা বৈঠক হবে সিনেমার পর্দায়। ঘোষণা হবে, কে দোষী, কে নির্দোষ। ২৩ জানুয়ারি মুক্তি পাবে 'সত্যি বলে সত্যি কিছু নেই।' সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটির তারকা তালিকা বেশ বড়। কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অনির্বাণ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, ফাল্গুনী চট্টোপাধ্যায়, সুহোত্র মুখোপাধ্যায় এবং কৌশিক সেন অভিনয় করেছেন ছবিটিতে।

বাংলার নাট্য মঞ্চের ঐতিহাসিক চরিত্র নটী বিনোদিনীর কাহিনি নিয়ে বড় পর্দায় আসছেন রুক্মিণী মৈত্র। ২০২৫-এর ২৩ জানুয়ারি মুক্তি পাবে বিনোদিনী - একটি নটীর উপাখ্যান। রুক্মিণীর সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, রাহুল বসু, মীর আফসার আলি, চন্দন রায় সান্যাল, ওম সাহানি। ছবিটি পরিচালনা করেছেন রাম কমল মুখোপাধ্যায়।

২৪ জানুয়ারি মুক্তি পেতে পারে অক্ষয় কুমার, নিমরত কৌর, সারা আলি খান এবং বীর পাহাড়িয়া অভিনীত স্কাই ফোর্স। বলিউড সূত্রে তেমনটাই খবর। ১৯৬৫ তে ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটে ছবিটির কাহিনি লেখা হয়েছে। পাকিস্তানের সরগোধা 
এয়ারবেসে এয়ার স্ট্রাইকের ইতিহাস উঠে আসবে ছবিটিতে। প্রায় ১০০ দিনের শিডিউলে মুম্বই, লখনউ, সীতাপুর, পাঠানকোট, অমৃতসর, হায়দরাবাদ, দিল্লি ছাড়া ইংল্যান্ড আর আমেরিকাতেও ছবিটির শ্যুটিং হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন অভিষেক অনিল কপূর এবং সন্দীপ কেওলানি। 

এই দেবা দেবদাস নয়। ভালবাসা নেই, তার গল্পে শুধুই ভায়োলেন্স আছে। ৩১ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে শাহিদ কপূরের অ্যাকশন থ্রিলার দেবা।  ছবিটির ফার্স্টলুক পোস্টার রিলিজের পর থেকেই নেটিজেনদের মাঝে অনেক জল্পনা চলছে। হৃতিক রোশন শাহিদের এই ছবি দেখে সোশাল মিডিয়ায় মন্তব্য করেছিলেন লুকিং শার্প। রোশন অ্যান্ড্রুজ পরিচালিত দেবা-য় শাহিদের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, পাভেল গুলাটি, কুবরা সইত। পুলিশ অফিসারের ভূমিকায় এই ছবিতে শাহিদের হেয়ার স্টাইলের সঙ্গে হায়দরে তাঁর হেয়ার স্টাইলের মিল নিয়েও চর্চা চলছে সোশাল মিডিয়ায়। মুম্বইয়ের নানা রিয়েল লোকেশনেই প্রায় পুরো ফিল্মটির শ্যুটিং হয়েছে।

১৪ ফেব্রুয়ারি রণ হুঙ্কার দেবেন ভিকি কৌশল। স্যাম বাহাদুর-এর পর আবার যুদ্ধের ময়দানে ভিকি, আবারও এক ঐতিহাসিক চরিত্রে। এবার তিনি ছত্রপতি শিবাজীর ছেলে ছত্রপতি শম্ভাজীর ভূমিকায়। ছাবাকে ঘিরে অনেকদিন ধরেই চর্চা চলছে
বলিউডে। পুষ্পা টু-এর সঙ্গেই ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তারপরে নির্মাতারা সিদ্ধান্ত নিয়ে মুক্তির তারিখ পিছিয়ে দেন। এখন ভ্যালেন্টাইন্স ডে-র মরশুমে এমন মারকাটারি অ্যাকশন ফিল্ম কেমন ব্যবসা করবে, তা সময়ই বলবে। ছাবার অ্যাকশন ছাড়াও ভিকি কৌশলের সঙ্গে রশ্মিকা মন্দানার কেমিস্ট্রি কেমন হবে, তা নিয়েও বেশ কৌতুহল আছে সিনেপ্রেমীদের। ছবিটি পরিচালনা করেছেন লক্ষণ উতেকর।

ভালবাসার দিনে ভালবাসার গল্প। প্রযোজক আনন্দ এল রাইয়ের ছবি 'নখরেওয়ালি' মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি। আর এই ছবিতে অভিনয় করেই বলিউডে ডেবিউ করতে চলেছেন অংশ দুগ্গল এবং প্রগতি শ্রীবাস্তব। অংশ দুগ্গল মডেলিংয়ের দুনিয়ায় অত্যন্ত পরিচিত মুখ। মণীশ মালহোত্রর বহু ফ্যাশন শোয়ে তিনিই হয়েছেন শো স্টপার। প্রগতি শ্রীবাস্তব এর আগে বেশ কিছু তেলুগু ছবিতে অভিনয় করেছেন। 

বক্স অফিসের মুকদ্দর বদলাতে সলমন ভরসা রাখছেন সিকন্দর-এ। এ আর মুরুগাদৌস পরিচালিত সিকন্দর এবছরই ইদের মরশুমে মুক্তি পাবে। সলমন খানের সঙ্গে রশ্মিকা মন্দানাকে প্রথমবার বড় পর্দায় দেখবেন দর্শকেরা। তবে এই ছবিটির শ্যুটিং এখনও শেষ হয়নি। হায়দরাবাদে দীর্ঘ একটি শিডিউলের পর মুম্বইয়ে ছবিটির শেষ পর্যায়ের শ্যুটিং চলছে। এমাসেই ট্রেনের ভিতরে অ্যাকশনের একটি দীর্ঘ দৃশ্যের শ্যুটিং করবেন মুরুগাদৌস। বলাই বাহুল্য, শ্যুটিং হবে আরও কড়া নিরাপত্তায়। কারণ, সিকন্দরের সেটে ঢুকেই তো বিষ্ণোই গ্যাংয়ের নাম করে সলমনকে হুমকি দিয়ে গ্রেফতার হয়েছিলেন এক ব্য়ক্তি।

বলিউড সূত্রে খবর, এপ্রিলেই প্যান-ইন্ডিয়ায় আছড়ে পড়বে 'ঢাই কিলো কা হাত'। বলা যায় না, এবার হয়তো হাতের ওজন আরও ভারি হবে। হাতে মস্ত একটা ফ্যান তুলে লড়ে যাবেন বলিউডের হিম্যান ধর্মেন্দ্রর ছেলে সানি দেওল। আর সানির সিনেমায় কোনও ফ্যানি ফ্যাক্টর নয়, থাকবে শুধুই অ্যাকশন। জাট এর মুক্তির তারিখ আনুষ্ঠানিক ভাবে এখনও ঘোষণা হয়নি। সানি দেওল আর রণদীপ হুডাকে নিয়ে এই অ্যাকশন ড্রামা পরিচালনা করেছেন তেলুগু ইন্ডাস্ট্রির মাস ফিল্মমেকার গোপীচন্দ মালিনেনি। শোনা যাচ্ছে, সানি দেওল নাকি পৃথিবী জুড়ে ১২ হাজার ৫০০টি স্ক্রিনে জাট রিলিজ করবেন। 

'কল্কি'-র পরে প্রভাসের আগামী প্যান ইন্ডিয়ান ফিল্ম 'দ্য রাজা সাব' মুক্তি পেতে চলেছে ২০২৫-এর ১০ এপ্রিল। প্রভাসের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন মালবিকা মোহনান, সঞ্জয় দত্ত, যিশু সেনগুপ্ত, অনুপম খের, ঋদ্ধি কুমার এবং নিধি অগ্রবাল। প্রায় ৪০০ কোটি টাকা বাজেটে তৈরি এই ছবিতে কাহিনি এগিয়েছে বিত্তশালী পরিবারের এক তরুণকে ঘিরে। পৈতৃক সম্পত্তি এবং পারিবারিক একটি মহলের উত্তরাধিকার পেলেই তাঁর জীবনে কোনওদিনও অর্থাভাব থাকবে না। এদিকে যে সুবিশাল মহলের দাবি নিয়ে সে স্বপ্ন দেখছে, সেই মহল অধিকার করে বসে রয়েছে ভুতুড়ে চরিত্র রাজা সাব। রাজা সাব কি মহলের উপর থেকে নিজের অধিকার ছাড়বেন? উত্তরের জন্য ১০ এপ্রিল অবধি অপেক্ষা করতেই হবে। মারুতি পরিচালিত দ্য রাজা সাব হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে।

প্যান-ইন্ডিয়া রিলিজে এবছর নজর কাড়বেন যাঁরা, তাঁদের মাঝে প্রথম সারিতেই রয়েছেন নয়নতারা। এবছর এপ্রিলে নয়নতারা অভিনীত রাক্কাইয়ের মুক্তির সম্ভাবনা আছে। পরিচালক সেন্থিল নালাস্বামীর মেগা বাজেট অ্যাকশন পিরিয়ড ড্রামায়
নয়নতারার  লুক সাড়া ফেলেছে সোশাল মিডিয়ায়। হিন্দি, তামিল, তেলুগু, মলয়ালম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে রাক্কাই। 

১৮৮৪ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে এক সাধারণ নারী হাতে তরবারি নিয়ে ঝাঁপিয়েছিলেন স্বাধীনতার লড়াইয়ে। সেই বীরঙ্গনার কাহিনিই এবার সিনেমার পর্দায়। দেবী চৌধুরাণীর ভূমিকায় শ্রাবন্তী, ভবানী পাঠকের চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ১ লা মে ছবিটির মুক্তির অপেক্ষায় রয়েছে দেবী চৌধুরানী।

মণি রত্নমের আগামী প্যান ইন্ডিয়ান ফিল্ম 'ঠগ লাইফ'-এ কমল হাসানের অ্যাকশন বিদ্যুতের মত ঝলসে উঠবে বড় পর্দায়। ২০২৫-এর ৫ জুন মুক্তি পাবে ঠগ লাইফ। কমল হাসানের সঙ্গে এই ছবিতে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, নাসের, সান্য মালহোত্র এবং রোহিত শরাফ। 

ঋষভ শেঠীর কান্তারা চ্যাপ্টার ওয়ান এবং যশের টক্সিক এবছরের অন্যতম দুটি ছবি, যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেপ্রেমীরা। ২ অক্টোবর কান্তারা চ্যাপ্টার ওয়ান মুক্তি পাবে। তবে টক্সিকের মুক্তির তারিখ এখনও ঘোষণা হয়নি। এছাড়া হৃতিক রোশন এবং জুনিয়ার এনটিআরের ওয়র টু, আলিয়া ভাট আর শর্বরী ওয়াঘের আলফাও এবছরের ফিল্মি ক্যালেন্ডারের অন্যতম আকর্ষণ।

আরও পড়ুন: Debolina-Vikram: প্রথমবার দেবলীনা-বিক্রমের জুটি, শুরু হল তথাগতর 'রাস'-এর শ্যুটিং

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Year Ender 2025: অপারেশন সিঁদুর: দুষ্টের দমন, শিষ্টের পালন, দেশ আগলে রাখার পণ, বছর শেষে ফিরে দেখা সেই সন্ধিক্ষণ
অপারেশন সিঁদুর: দুষ্টের দমন, শিষ্টের পালন, দেশ আগলে রাখার পণ, বছর শেষে ফিরে দেখা সেই সন্ধিক্ষণ
Look Back 2025: না থেকেও রয়ে গিয়েছেন হৃদমাঝারে, ২০২৫ হারানোর বছরও
না থেকেও রয়ে গিয়েছেন হৃদমাঝারে, ২০২৫ হারানোর বছরও
Viral 2025: বছরভর সোশাল মাতিয়ে দিল এই ভিডিওগুলিই! বছর শেষের দিনে একনজরে এবছরের ভাইরাল ভিডিও
বছরভর সোশাল মাতিয়ে দিল এই ভিডিওগুলিই! বছর শেষের দিনে একনজরে এবছরের ভাইরাল ভিডিও
Tollywood Bollywood Year Ender: কারও বিয়ে, কারও বিচ্ছেদ, ২০২৫ সালে টলি-বলি তারকাদের ব্যক্তিগত জীবনও রইল চর্চায়
কারও বিয়ে, কারও বিচ্ছেদ, ২০২৫ সালে টলি-বলি তারকাদের ব্যক্তিগত জীবনও রইল চর্চায়

ভিডিও

Swargorom Plus: ফের স্বমহিমায় দিলীপ ঘোষ। বঙ্গ বিজেপির এই চতুষ্কোণেই কি বদলাবে রাজ্য়ের সমীকরণ?
Swargorom Plus: 'রাহুল গান্ধীকে নকল করার চেষ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের', কটাক্ষ অধীরের
Chhok Bhanga 6Ta: শাহ-বৈঠকের পরেই সক্রিয় দিলীপ। শমীকের সঙ্গে বৈঠক। কটাক্ষ তৃণমূলের।
Loknandan Utsav News | হালতু নন্দীবাগানের 'লোকনন্দন উৎসব' এবার পা দিল এগারোতম বর্ষে | ABP Ananda LIVE
Happy New Year 2026: বিদায় ২০২৫, স্বাগত ২০২৬: ফেস্টিভ মুডে শহর থেকে জেলা, বর্ষবরণ উদযাপনে ব্যস্ত কলকাতা

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Year Ender 2025: অপারেশন সিঁদুর: দুষ্টের দমন, শিষ্টের পালন, দেশ আগলে রাখার পণ, বছর শেষে ফিরে দেখা সেই সন্ধিক্ষণ
অপারেশন সিঁদুর: দুষ্টের দমন, শিষ্টের পালন, দেশ আগলে রাখার পণ, বছর শেষে ফিরে দেখা সেই সন্ধিক্ষণ
Look Back 2025: না থেকেও রয়ে গিয়েছেন হৃদমাঝারে, ২০২৫ হারানোর বছরও
না থেকেও রয়ে গিয়েছেন হৃদমাঝারে, ২০২৫ হারানোর বছরও
Viral 2025: বছরভর সোশাল মাতিয়ে দিল এই ভিডিওগুলিই! বছর শেষের দিনে একনজরে এবছরের ভাইরাল ভিডিও
বছরভর সোশাল মাতিয়ে দিল এই ভিডিওগুলিই! বছর শেষের দিনে একনজরে এবছরের ভাইরাল ভিডিও
Tollywood Bollywood Year Ender: কারও বিয়ে, কারও বিচ্ছেদ, ২০২৫ সালে টলি-বলি তারকাদের ব্যক্তিগত জীবনও রইল চর্চায়
কারও বিয়ে, কারও বিচ্ছেদ, ২০২৫ সালে টলি-বলি তারকাদের ব্যক্তিগত জীবনও রইল চর্চায়
Year Ender 2025: জুবিনের মৃত্যু, সেফের ওপর হামলা, খুনের হুমকি সলমনকে! বিনোদন দুনিয়া যে সব ঘটনায় তোলপাড় হল বছরভর
জুবিনের মৃত্যু, সেফের ওপর হামলা, খুনের হুমকি সলমনকে! বিনোদন দুনিয়া যে সব ঘটনায় তোলপাড় হল বছরভর
Lookback 2025: তালিকায় সবার ওপরে কোহলি, ২০২৫ সালে কোন ক্রিকেটার কত টাকা আয় করলেন? প্রথম সাত
তালিকায় সবার ওপরে কোহলি, ২০২৫ সালে কোন ক্রিকেটার কত টাকা আয় করলেন? প্রথম সাত
Year Ender 2025: বেঙ্গালুরুতে পদপিষ্ট হওয়ার ঘটনা থেকে এশিয়া কাপ ঘিরে নাটক, ২০২৫ জুড়ে ক্রিকেটে বিতর্ক আর বিতর্ক
বেঙ্গালুরুতে পদপিষ্ট হওয়ার ঘটনা থেকে এশিয়া কাপ ঘিরে নাটক, ২০২৫ জুড়ে ক্রিকেটে বিতর্ক আর বিতর্ক
Lookback 2025: চমকে দিয়ে অবসর নেন রোহিত-কোহলি, ২০২৫ সালে বাইশ গজকে বিদায় জানালেন কোন কোন তারকা?
চমকে দিয়ে অবসর নেন রোহিত-কোহলি, ২০২৫ সালে বাইশ গজকে বিদায় জানালেন কোন কোন তারকা?
Embed widget