Top Entertainment News: ফেলুদার চরিত্রে অভিনয় প্রসঙ্গে কী বললেন দেব? সমাজ-সংস্কার নিয়ে অকপট স্বীকারোক্তি কাজলের
Top Entertainment News: পর্দায় ব্যোমকেশ আর ফেলুদা হওয়ার খিদে সব অভিনেতারই থাকে, বললেন দেব। অন্য়দিকে, 'লোকে কী বলবে তা কোনওদিন ভাবায়নি আমায়', কী প্রসঙ্গে এই স্বীকারোক্তি করলেন কাজল?

কলকাতা: দেবকে ব্যোমকেশ হিসেবে দেখতে পাওয়া অনুরাগীদের কাছে বেশ চমকপ্রদ, এবিষয়ে মতভেদ নেই। কিন্তু এবার কি ফেলুদার ভূমিকায় দেখা যাবে দেবকে? সাংবাদিকদের তরফ থেকে এই প্রশ্ন ধেয়ে আসতেই দেবের মুখে হাসি। বললেন, 'আমি তো পরশুই বাবুদার (সন্দীপ রায়)-এর সঙ্গে ছিলাম। ওঁকে বললাম, জানি বেশি তাড়াহুড়ো করছি, কিন্তু এরপরে ফেলুদার কথা ভাবলে আমার কথা মনে রেখো। একজন অভিনেতা হিসেবে জীবনে একটা ফেলুদা, একটা ব্যোমকেশ করার খিদে তো থাকতেই পারে।'
অন্যদিকে, বলিউডের প্রতিভাময়ী অভিনেত্রী মধ্যে অন্য়তম কাজল। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। গতকালই মুক্তি পেয়েছে তাঁর বহু প্রতিক্ষীত ওয়েব সিরিজ 'দ্য ট্রায়াল'। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের চিন্তাভাবনা নিয়ে মুখ খোলেন এই তারকা। কাজল জানান, "আমি আমার জীবনে কখনই 'লোগ কেয়া কাহেঙ্গে (লোকে কি ভাববে)' সেদিকে কর্ণপাত করিনি। আমার মা উৎকৃষ্ট মানের মানুষ ও তিনি আমাকে। সমাজ কী ভাববে সেই ভেবে নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার কথা তিনি আমায় শেখাননি। আমি আমার পরিবার থেকে সবসময় একটা শিক্ষা পেয়েছি যে, নিজের জীবনের দায়িত্ব নিজেকেই নিতে হবে, অন্য় কেউ নয়।'
আরও পড়ুন...
বর্ষার মরশুমে বিভিন্ন সংক্রমণ থেকে দূরে থাকার জন্য প্রতিদিনের জীবনে মেনে চলুন সহজ কিছু নিয়ম
পাশাপাশি, এবার হিন্দি ছবিতে হাত পাকাতে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। ছবির নাম 'ফর্জ'। মধুমিতার বিপরীতে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে বিটাউনের পরিচিত অভিনেতা তনুজ ভিরওয়ানিকে। এই ছবিটি মূলত রোম্য়ান্টিক প্রেমের গল্প। মধুমিতা ও তনুজের পাশাপাশি ছবিতে দেখা মিলবে যশপাল শর্মা, গোবিন্দ নামদেব সহ একাধিক জনপ্রিয় অভিনেতার।সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্য়েই হিন্দি ভাষার ওপর দখল বাড়াতে শুরু করে দিয়েছেন অভিনেত্রী। এই ছবির গল্প ও চিত্রনাট্য় সাজিয়েছেন দেবরাতি মুখোপাধ্য়ায়। তিনিই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর।
এছাড়াও, জানা যাচ্ছে, দিল্লিতে বন্য়া পরিস্থিতি তৈরি হওয়ার কারণে শ্য়ুটিং বাতিল করলেন জাহ্নবী কপূর।বলিউডসূত্রের খবর, ১০ জুলাই টিম 'উলাঝ'-এর দিল্লিতে শ্য়ুটিং করার কথা ছিল কিন্তু, সেখানকার বন্য়া পরিস্থিতির জন্য় আপাতত পিছিয়ে গেল শ্য়ুটিং-এর কাজ।পুরানো দিল্লি, লাল কেল্লা, কুতুব মিনার, অন্যান্য স্মৃতিস্তম্ভ, লাজপত নগর বাজার এবং এই শহরের বিভিন্ন এলাকায় শ্য়ুটিং-এর কথা ছিল। দক্ষিণ দিল্লিতেও শুটিং করার ব্যাপক পরিকল্পনা ছিল।কিন্তু বন্য়ার কারণেই তা বাতিল করতে হল। জানা যাচ্ছে, অগাস্ট মাসের মাঝামাঝি ফের সেখানে গিয়ে শ্য়ুটিং-এর কথা ভাবছে ছবির টিম।
বেশ কিছু ইস্য়ুকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছিল অনেকদিন ধরেই। আর এই ক্ষোভ চেহারা নিল ধর্মঘটের। সম্প্রতি হলিউড অভিনেতাদের (Hollywood Actor) ইউনিয়ন ধর্মঘট ডাকল। আর এই ধর্মঘটে সামিল হল অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। 'ইউনিয়ন এবং সহকর্মীদের'সঙ্গে থাকার বার্তাও দেন পিগি চপস (Priyanka Chopra)।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন






















