Top Entertainment News: ৫০ বছর আগের স্মৃতিচারণায় শর্মিলা,মঞ্চে দাঁড়িয়ে স্ত্রী-কে তামিল ভাষায় কথা বলার নির্দেশ রহমানের!
Top Entertainment News: 'টানা বরফের গোলা ছোড়া হচ্ছে আমার দিকে..' ৫০ বছর আগের স্মৃতিচারণা করলেন শর্মিলা ঠাকুর। অন্য়দিকে, সর্বসমক্ষে মঞ্চে দাঁড়িয়ে স্ত্রী-কে হঠাৎ তামিল ভাষায় কথা বলার নির্দেশ এ আর রহমানের!
কলকাতা: আজ ৫০ বছর পূর্ণ করল 'দাগ' (Daag)। রাকেশ খন্না (Rajesh Khanna), শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) ও রাখী (Rakhee) অভিনীত এই ছবি এখনও বলিউডে সেরা রোম্যান্টিক ছবিগুলির মধ্যে অন্যতম। মাঝে পেরিয়ে গিয়েছে ৫০ বছর। একটি সাক্ষাৎকারে, 'দাগ'-এর সেটের গল্প ভাগ করে নিলেন খোদ শর্মিলা। একটি সাক্ষাৎকারে শর্মিলা বলছেন, 'ভাবতে অবাক লাগে, 'দাগ' ছবিটা তৈরির পরে ৫০ পার করে ফেলেছি আমরা। সেই সময়ে দাঁড়িয়ে ওই ছবির গানগুলো দারুণ জনপ্রিয় হয়েছিল। এমনকি, আমার এখনও মনে আছে, গোটা শ্যুটিং জুড়ে মনোজ বাজপেয়ী জি গেয়ে যাচ্ছিলেন, 'এক চেহরে পে দুসরে চেহরে পে লাগা দেতে হ্যায় লোগ'। আমাকেই শেষমেষ বলতে হয়েছিল, আর এই গানটা গাইবেন না। এখনও মনে আছে, প্রথম যখন আমায় এই সিনেমাটা অফার করা হয়, ভীষণ আনন্দ পেয়েছিলাম। এই ছবিটার হাত ধরেই প্রযোজনায় পা রেখেছিলেন যশ চোপড়া। এখনও ভাবলে ভীষণ ভাল লাগে, ওর প্রথম প্রযোজনায় কাজ করেছিলাম আমি। ১৯৭৩ সালে মুক্তি পেয়ে ছবিটি যথেষ্ট সাফল্য পেয়েছিল।'
অন্য়দিকে, পুরস্কার বিতরণীর মঞ্চে দাঁড়িয়ে স্ত্রী-কে হঠাৎ তামিল ভাষায় কথা বলার নির্দেশ, সঙ্গীতশিল্পী এ আর রহমানের (A. R Rahman)-এর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, সঙ্গীতশিল্পীকে রীতিমতো কটাক্ষের শিকার হতে হল স্ত্রী-কে দেওয়া এই আদেশের দরুণ। তবে কী প্রতিক্রিয়া ছিল খোদ সায়রা বানুর? সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছোট্ট ক্লিপিংস। সেখানে দেখা যাচ্ছে, একটি অ্যাওয়ার্ড সেরেমনি আয়োজন করা হয়েছিল প্রথম সারির একটি তামিল চ্যানেলের জন্য। সেখানে অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয় এ আর রহমানকে। পুরস্কার নিতে মঞ্চে স্ত্রী সায়রা বানুকে নিয়ে উঠে আসেন রহমান। তারপরে মাইকে বলেন, 'আমি আমার সাক্ষাৎকার খুব একটা নিজে শুনি না। আমার ভাল লাগে না। কিন্তু আমার স্ত্রী আমার সাক্ষাৎকার বারে বারে শোনে কারণ ওঁর নাকি আমার গলা খুব পছন্দ।'
আরও পড়ুন...
'নিজেকে ভালবাসো তুমি এবার...' ঋতাভরীর ফটোশ্যুটে আত্মবিশ্বাসের বার্তা
এর পাশাপাশি, কিছুদিন আগে মাদক মামলায় দোষী সাব্য়স্ত হয়ে গত ১লা এপ্রিল থেকে জেলবন্দি ছিলেন অভিনেত্রী ক্রিসান পেরেইরা (Chrisann Pereira) । বুধবার তাকে মুক্তি দেওয়া হয়। কিন্তু এই কয়েকদিনেই জেল জীবনের ভয়াবহতা তাকে গ্রাস করেছিল। কীভাবে? অভিনেত্রী বর্ণনা করলেন নিজেই।অভিনেত্রী ক্রিসান পেরেইরা (Chrisann Pereira) জানান, মাদকের মামলায় ফেঁসে যাওয়ার পর তাকে আরবের কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। টানা ২৬ দিন জেলে থাকার অভিজ্ঞতা ছিল অত্য়ন্ত ভয়াবহ। ক্রিসান (Chrisann Pereira) জানালেন, তিনি লন্ড্রিতে ব্যবহৃত ডিটারজেন্ট পাউডার দিয়ে চুল ধুয়েছিলেন। শুধু তাই নয়। বাথরুমের জল দিয়ে কফিও বানিয়েছিলেন তিনি (Chrisann Pereira) ।
আরও পড়ুন...
মাছ খান না? ডিমে অ্যালার্জি? প্রোটিন মিলবে কীভাবে?
অন্য়দিকে, অ্যাকশন কমেডি ছবিতে প্রথমবার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Shrabanti Chatterjee)-র সঙ্গে জুটি বাঁধছেন জিতু কমল (Jeetu Kamal)। অংশুমান প্রত্যুষ পরিচালিত এই ছবির নাম 'বাবুসোনা'।
অশোক ধানুকা ও হিমাংশু ধানুকার প্রযোজনাতে "এসকে মুভিস" এর ব্যানারে তৈরি হচ্ছে এই ছবি 'বাবুসোনা'। ছবির প্রধান চরিত্রের নাম বাবু। পেশায় সে একজন অপহরণকারী। নিজের অপহরণের পেশাটাকে চাপা দেওয়ার জন্য, একটি আইটি কোম্পানির অফিস চালায় সে। অন্যদিকে, ছবির নায়িকা, সোনা পেশায় একজন চোর। অথচ, সে নিজের পরিচয় দেয় পুলিশ বলে। ছবির গল্প যতই এগোতে থাকে, দুজনের জীবন জড়িয়ে পড়ে বিভিন্ন ঘটনায়।