Top Entertainment News Today: 'আবার প্রলয়'-এর ট্রেলার, ফের কটাক্ষের শিকার প্রভাস, বিনোদনের সারাদিন
Top Entertainment News: দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
কলকাতা: ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে আহত অভিনেতা রুবেল দাস (Rubel Das)। আপাতত ধারাবাহিক 'নিম ফুলের মধু' (Neem Fuler Madhu)-র মুখ্যভূমিকায় দেখা যাচ্ছে রুবেলকে। তাঁর বিপরীতে দেখা যাচ্ছে পল্লবী শর্মা (Pallavi Sharma)-কে। এই ধারাবাহিকেরই একটি অ্যাকশন সিক্যুয়েন্সের শ্যুটিং করতে গিয়ে আহত হয়েছেন রুবেল। আদিপুরুষ (Adipurush) নিয়ে চর্চা সবে একটু স্থিমিত হয়েছিল, কিন্তু প্রোজেক্ট কে-র (Project K) ফাস্ট লুক সামনে আসতেই ফের ট্রোলিংয়ের (Trolling) শিকার প্রভাস। আজ প্রকাশ্যে এসেছে মাইথো-সাই-ফাই-এপিক 'প্রোজেক্ট-কে' প্রভাস ও দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)-র প্রথম লুক। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
মাদক মামলায় স্বস্তি রিয়ার
সুশান্ত সিং রাজপুতের মৃত্য়ুর পর সমস্য়ায় জর্জরিত হয়েছিল তাঁর জীবন। এবার মাদক মামলায় কিছুটা স্বস্তি পেলেন অভিনেত্রী। কারণ সুপ্রিম কোর্টকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) জানাল যে, মাদক মামলায় অভিনেত্রীকে দেওয়া জামিনের রায়কে চ্যালেঞ্জ করা হচ্ছে না। লাইভ ল ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে, অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু, যিনি এনসিবি-র পক্ষে হাজির হয়েছিলেন, বিচারপতি এএস বোপান্না এবং এমএম সুন্দরেশকে বলেছেন জামিনের মঞ্জুরি চ্যালেঞ্জ করা হচ্ছে না।
ইন্ডাস্ট্রিতে ২৫ বছর সম্পূর্ণ কর্ণ জোহরের
শুরু হতে চলেছে ১৪তম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন (The Indian Film Festival of Melbourne)। আর এই চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মান জানানো হতে চলেছে বলিউডের খ্য়াতনামা প্রযোজক ও পরিচালক কর্ণ জোহরকে (Karan Johar)। ১৯৯৮ সালে 'কুছ কুছ হোতা হ্য়ায়' ছবির মাধ্য়মে বলিউডে পা রাখেন তিনি। আর দেখতে দেখতে ইতিমধ্য়েই ইন্ডাস্ট্রিতে ২৫ বছর সম্পূর্ণ কর্ণ জোহর। তাঁর ঝুলিতে রয়েছে একের পর এক হিট ছবি। যার মধ্য়ে অন্য়তম, কাল হো না হো, কভি খুশি কভি গম, মাই নেম ইউ খান-এর মত হিট এবং জনপ্রিয় ছবি। শুরু পরিচালনাই নয়, প্রযোজক হিসেবেও বলিউডের মাটিতে জমি শক্ত করেছেন তিনি । তাঁর হাত ধরে রূপোলি পর্দায় (silver screen) পা রেখেছেন বহু প্রতিভাবান শিল্পীরা। যাঁরা পরবর্তী সময়ে নিজেদের সফল ও পেশাদার হিসেবে প্রমাণ করতে সফল হয়েছেন।
শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত রুবেল
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন