Top Entertainment News Today: সংক্রমণ কমেছে ঐন্দ্রিলার, রাজকন্যাকে নিয়ে ফিরলেন আলিয়া, বিনোদনের সারাদিন
Top Entertainment News: দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
কলকাতা: এখনও ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। তাঁকে রাখা হয়েছে ট্রাকিয়াস্টমি ও সিস্যাপ সাপোর্টে। শরীর তাপমাত্রা, শ্বাসপ্রশ্বাসের অবস্থা ও রক্তচাপ স্থিতিশীল রয়েছে ঐন্দ্রিলার। তাঁর পরিচালিত সিনেমা 'দ্য কাশ্মীর ফাইলস' হইচই ফেলে দিয়েছিল। পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী (Vivek Agnihotri) বৃহস্পতিবার তাঁর পরের সিনেমার ঘোষণা করে দিলেন। জানিয়ে দিলেন নতুন সিনেমার নামও। 'দ্য ভ্যাকসিন ওয়ার'। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।
সংক্রমণের হার কমছে ঐন্দ্রিলার
এখনও ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। তাঁকে রাখা হয়েছে ট্রাকিয়াস্টমি ও সিস্যাপ সাপোর্টে। শরীর তাপমাত্রা, শ্বাসপ্রশ্বাসের অবস্থা ও রক্তচাপ স্থিতিশীল রয়েছে ঐন্দ্রিলার। তবে আশার খবর, শরীরে সংক্রমণের মাত্রা কমেছে ঐন্দ্রিলার। এতদিন পর্যন্ত সংক্রমণকে কমাতেই কড়া ওষুধ দেওয়া হচ্ছিল তাঁকে। আজ সংক্রমণের মাত্রা কম হওয়ায় ওষুধ পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা। ঐন্দ্রিলার স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল বোর্ড রয়েছে। বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা নজর রাখছেন তাঁর শরীর স্বাস্থ্যের ওপর। তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন সপ্তাহ পেরিয়ে গেছে। ক্যান্সারের সঙ্গে লড়াই সেরে সবে কাজে ফিরেছিলেন। কিন্তু আবারও বাধ সাধল রোগ। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে। সোশ্যাল মিডিয়াজুড়ে তাঁর দ্রুত আরোগ্য কামনায় অনুরাগীরা। কেমন আছেন তিনি? প্রত্যেক মুহূর্তের আপডেট জানতে মুখিয়ে সকলে।
বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবি
তাঁর পরিচালিত সিনেমা 'দ্য কাশ্মীর ফাইলস' হইচই ফেলে দিয়েছিল। পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী (Vivek Agnihotri) বৃহস্পতিবার তাঁর পরের সিনেমার ঘোষণা করে দিলেন। জানিয়ে দিলেন নতুন সিনেমার নামও। 'দ্য ভ্যাকসিন ওয়ার' (The Vaccine War)। নিজের নতুন ছবি ঘোষণার জন্য সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছেন বিবেক। ইনস্টাগ্রামে তিনি তাঁর আগামী ছবির পোস্টার দিয়েছেন। সঙ্গে লিখেছেন, 'ঘোষণা: আপনাদের জন্য নিয়ে আসছি 'দ্য ভ্যাকসিন ওয়ার'। একটা অবিশ্বাস্য ও সত্যি যুদ্ধের গল্পে যা অনেকে জানেই না যে, ভারত লড়াই করেছিল। আর বিজ্ঞান, সাহসীকতা ও মহান ভারতীয় মূল্যবোধ দিয়ে যে যুদ্ধে জিতেওছিল'।
সিনেমা মুক্তির দিনও ঘোষণা করে দিয়েছেন বিবেক। জানিয়েছেন, ২০২৩ সালের স্বাধীনতা দিবসে (১৫ অগাস্ট ২০২৩) সিনেমাটি মুক্তি পাবে। মোট ১১টি ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। বিবেকের আবেদন, 'আমাদের শুভেচ্ছা জানান'।
ফের বড়পর্দায় 'মিনি' অয়ন্না
'মিনি' (Mini)-র পরে ফের বড়পর্দায় অয়ন্না চট্টোপাধ্যায় (Ayannya Chatterjee)। সায়ন বসুর (Sayon Basu)-র নতুন ছবির হাত ধরে বড়পর্দায় ফিরছে খুদে অয়ন্না। এর আগে একটি প্রথম সারির চ্যানেলের ধারাবাহিকে কাজ করছিলেন অয়ন্না। এবার নতুন ছবি 'ভালবাসা নট আউট'-এ দেখা যাবে তাকে। এই ছবির গল্পের শুরু একটি ডেটিং সাইটে দুজনের আলাপকে কেন্দ্র করে। অনু আর রোহন। তারাই এই ছবির নায়ক-নায়িকা। এই দুই ভূমিকায় দেখা যাবে পার্থ দত্ত ও পায়েল চট্টোপাধ্যায়কে। অনু সিঙ্গেল মাদার। এর ডেটিং সাইট থেকে আলাপ হয় তাদের। কোন রাস্তায় যাবে এই দুজনের প্রেমের গল্প, সেই উত্তর পেতে চোখ রাখতে হবে পর্দায়।
মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন রণবীর-আলিয়া
সদ্য দিন কয়েক আগেই সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভট্ট (Alia Bhatt)। তাঁর এবং রণবীর কপূরের (Ranbir Kapoor) জীবনে এসেছে নতুন অতিথি। আজ সন্তানকে নিয়ে বাড়ি ফিরলেন রণবীর-আলিয়া। এদিন সকালে দুই তারকাকে দেখা যায় সন্তানকে নিয়ে বাড়ি ফিরতে। রণবীরের কোলে দেখা যায় একরত্তি কন্যা কন্তানকে। পাশে বসা আলিয়ার মুখে হাসি।
কেন গ্রেফতার করা হল না জ্যাকলিনকে?
আর্থিক তছরুপ মামলায় বিপত্তি বাড়তে পারে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez)। তাঁকে এখনও গ্রেফতার করা হয়নি কেন, প্রশ্ন তুলল আদালত। ২০০ কোটির তোলাবাজি এবং আর্থিক তছরুপ মামলায় সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrashekhar) সঙ্গে সংযোগ থাকায় নাম জড়িয়েছে জ্যাকলিনেরও। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। আগেই এই মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন অভিনেত্রী, যার তীব্র বিরোধিতা করছে এফোর্সমেন্ট ডিরেক্টরেট।
২০ জানুয়ারি মুক্তি পাবে 'মায়াকুমারী'
পরিবর্তনের পরে প্রকাশ্যে এল অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত 'মায়াকুমারী' (Mayakumari) ছবির মুক্তির দিন। এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), অরুণিমা ঘোষ (Arunima Ghosh), ইন্দ্রাশীষ রায় (Indrashish Roy), ফালাক রশিদ রায় (Falaque Rashid Roy)। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ২০ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। 'মায়াকুমারী' মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছরের ১৭ জুন। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবির মুক্তির দিন ঘোষণা করেছিল ক্যামেলিয়া প্রযোজনা সংস্থা। তারমধ্যেই ছিল 'মায়াকুমারী' মুক্তির দিনও। কিন্তু পরবর্তীকালে সেই মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়। নতুন মুক্তির দিন ধার্য করা হয় ২০২৩ এর ২০ জানুয়ারি।