Smriti Biswas Passes Away: এক কামরার ভাড়াবাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ শতায়ু অভিনেত্রীর, চলে গেলেন স্মৃতি বিশ্বাস
Smriti Biswas: বুধবার গভীর রাতের দিকে মৃত্যু হয় তাঁর, খবর এমনই। স্মৃতি বিশ্বাসের বয়স হয়েছিল ১০০। বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে বলে খবর। তাঁর দুই ছেলে রয়েছেন।
![Smriti Biswas Passes Away: এক কামরার ভাড়াবাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ শতায়ু অভিনেত্রীর, চলে গেলেন স্মৃতি বিশ্বাস Smriti Biswas Passes Away Leading Lady of Raj Kapoor & Guru Dutt Films at Nasik at the age of 100 Smriti Biswas Passes Away: এক কামরার ভাড়াবাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ শতায়ু অভিনেত্রীর, চলে গেলেন স্মৃতি বিশ্বাস](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/05/9be199a009ccae03302abdba9cb096511720184584116229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়াণ অভিনেত্রী স্মৃতি বিশ্বাস (Smriti Biswas Passes Away)। বাঙালি অভিনেত্রী, যিনি একই দাপটের সঙ্গে কাজ করেছেন হিন্দি ছবিতেও। দুঁদে শিল্পী গুরু দত্ত (Guru Dutt), মৃণাল সেন (Mrinal Sen) ও ভি শান্তারাম প্রমুখের সঙ্গে কাজ করেছেন তিনি। বৃহস্পতিবার মহারাষ্ট্রের নাসিকে নিজের বাড়িতেই প্রয়াত হন অভিনেত্রী, খবর পিটিআই সূত্রে। বয়স হয়েছিল ১০০।
শতবর্ষ পূরণ করে শেষ নিঃশ্বাস ত্যাগ অভিনেত্রী স্মৃতি বিশ্বাসের
বুধবার গভীর রাতের দিকে মৃত্যু হয় তাঁর, খবর এমনই। স্মৃতি বিশ্বাসের বয়স হয়েছিল ১০০। বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই মৃত্যু। জনপ্রিয় এই প্রবীণ অভিনেত্রী নাসিক রোড অঞ্চলের একটি এক কামরার রান্নাঘর সমেত ভাড়া বাড়িতে থাকতেন বলে খবর।
তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পরিচালক হংসল মেহতা। নিজের ইনস্টাগ্রামে অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করে পরিচালক লেখেন, 'শান্তিতে যাও আরও আনন্দের স্থানে যাও, প্রিয় স্মৃতিজি। আমাদের জীবনে আশীর্বাদ হয়ে আসার জন্য ধন্যবাদ। আত্মার শান্তি কামনা করি স্মৃতি বিশ্বাস।'
View this post on Instagram
স্মৃতি বিশ্বাস সম্পর্কে...
স্মৃতিলেখা বিশ্বাস, ওরফে স্মৃতি বিশ্বাস তাঁর কেরিয়ার শুরু করেন একজন শিশুশিল্পী হিসেবে। একাধিক অভিনেতার সঙ্গে কাজ করেন এবং দক্ষ শিল্পী হয়ে ওঠেন। গুরু দত্ত, ভি শান্তারাম, মৃণাল সেন, বিমল রায়, রাজ কপূর ও বি আর চোপড়ার মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছেন স্মৃতি বিশ্বাস।
তিনি দেব আনন্দ, কিশোর কুমার, বলরাজ সাহানির মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। ১৯৩০ সালে বাংলা ছবি 'সন্ধ্যা'র হাত ধরে ডেবিউ করেন তিনি। তাঁর শেষ হিন্দি ছবি ছিল ১৯৬০ সালের 'মডেল গার্ল'। চিত্র পরিচালক এস ডি নারাংকে বিয়ে করার পর অভিনয় ছেড়ে দেব তিনি।
বাংলা ছবি 'সন্ধ্যা'য় যখন তিনি কাজ শুরু করেন, তাঁর বয়স ছিল মাত্র ১০। বাংলার পাশাপাশি হিন্দি ও মারাঠি ছবিতেও কাজ করেছেন তিনি। 'সন্ধ্যা'র পর হেমন্ত বসুর 'দ্বন্দ্ব', মৃণাল সেনের 'নীল আকাশের নিচে' ছবিতে কাজ করেন। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি ১০০ বছর পূর্ণ করেন অভিনেত্রী। পিটিআই সূত্রে খবর, তাঁর ২ ছেলে, রাজীব ও সত্যজিৎ।
স্বামীর ইচ্ছেতেই বিয়ের পর অভিনয় ছাড়েন তিনি। স্মৃতির পরিচালক স্বামীর প্রয়োজন ছিল 'স্ত্রীয়ের, অভিনেত্রীর নয়'। কয়েক বছর আগে ক্যুইন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, 'আমার স্বামী তাঁর সন্তানদের জন্য একজন মা চেয়েছিলেন। আমি তা মেনে নিই। এবং আমাদের বাড়িতে, থার্ড ফ্লোরে, একটা বিশাল সেট ছিল - একটা শ্যুটিংয়ের জন্য আর একটা নাচের জন্য। হেমা মালিনী, রেখা, হেলেন, রীনা রায়, রাজেশ খান্না ও সুনীল দত্ত প্রায়ই আসতেন সেখানে। ফলে আমি ইন্ডাস্ট্রিতে খুব একটা মিসও করিনি।' তবে শেষ বয়স তাঁর বেশ দারিদ্রেই কাটে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)