Top Social Post: জন্মদিনে হেমাকে ডেডিকেট করে নাচ রেখার, ভাইরাল আলিয়ার ছবি, নজরে 'সোশ্যালে সেরা'
Top Social Post Update: আজ টলিউড থেকে বলিউডে সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নিন বিনোদন দুনিয়ার সেরা সোশ্যাল পোস্টগুলি।
মুম্বই: জাতীয় পুরস্কার নিতে বিয়ের শাড়িই বাছলেন আলিয়া।জন্মদিনে হেমা মালিনীকে ডেডিকেট করে নাচ রেখার, ভাইরাল ভিডিও।অনেক খবরের ভিড়ে, টলিউড থেকে বলিউডে সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নিন বিনোদন দুনিয়ার সেরা সোশ্যাল পোস্টগুলি।
দিল্লিতে (Delhi) বিজ্ঞান ভবনে (Vigyan Bhavan) অনুষ্ঠিত হচ্ছে ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান (69th National Films Award Ceremony)। শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন আলিয়া ভট্ট (Alia Bhatt)। এদিনের অনুষ্ঠানে চোখ ধাঁধানো সাজে সেজেছিলেন। তবে অনুষ্ঠান শুরুর আগেই রেড কার্পেট থেকেই ভাইরাল হয়ে যায় তাঁর ছবি। নজরে তাঁর পরনের শাড়ি। জীবনের এই বিশেষ দিনের জন্য অভিনেত্রী বেছে নিয়েছেন অপর এক বিশেষ দিনের পোশাক। ভাইরাল হল ছবি।
নিজের অভিনয় দক্ষতা দিয়ে অনুরাগী ও দর্শকের মন জয় করেছিলেন আগেই। এবার নিজের নাম তুললেন জাতীয় পুরস্কার বিজয়ীদের তালিকায়। 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেলেন তিনি। নিঃসন্দেহে এই দিনটি যে কোনও শিল্পীর জীবনে খুবই বিশেষ। আর তাকে আরও বিশেষ করে তুলতে আলিয়া ভট্ট বেছে নিয়েছিলেন তাঁর বিয়ের শাড়ি। মঙ্গলবার সকালেই স্বামী রণবীর কপূরের হাত ধরে তিনি মুম্বই থেকে পাড়ি দেন দিল্লির উদ্দেশে। এরপর তাঁকে দেখা যায় অনুষ্ঠানের রেড কার্পেটে।
#WATCH | Alia Bhatt receives the Best Actress Award for 'Gangubai Kathiawadi', at the National Film Awards. pic.twitter.com/dwiXrBGlND
— ANI (@ANI) October 17, 2023
১৬ অক্টোবর ৭৫-এ পা দিলেন বলিউডের 'ড্রিম গার্ল' (Dream Girl) হেমা মালিনী (Hema Malini)। এই বিশেষ দিনটিকে আরও স্পেশ্যাল করতে ধুমধাম করে উদযাপিত হল অভিনেত্রীর জন্মদিন। নক্ষত্রখচিত এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন একাধিক তারকা। সকলের মধ্যে অবশ্যই নজর কাড়লেন রেখা (Rekha)। পার্টির একটি ভিডিও এখন ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একসঙ্গে নিজেদের নাচের তালে মঞ্চ মাতাচ্ছেন রেখা ও হেমা। রীতিমতো ভাইরাল হয়েছে সেই ভিডিও।
হেমার প্রশংসায় রেখার এই ভিডিও একাধিক মন জয় করেছে। জন্মদিনে হেমা মালিনীকে স্পেশ্যাল অনুভব করানোর সমস্ত চেষ্টাই রেখা করেছেন, বলাই বাহুল্য। হেমা মালিনী ও রেখার বন্ধুত্ব খুবই বিশেষ ও অনেকদিনের। তাঁদের পেশাদার জীবনও একে অপরের সঙ্গে জড়িয়ে। তাঁরা একসঙ্গে 'অপনে অপনে' ও 'জান হথেলি পে' ছবিতে কাজ করেছেন। রমেশ বহেল পরিচালিত ও প্রযোজিত 'অপনে অপনে', অন্যদিকে রঘুনাথ ঝলানি পরিচালনা করেন 'জান হথেলি পে'।
View this post on Instagram