Trina Saha: মাতৃক্রোড়ে খেলায় ব্য়স্ত বাংলার নায়িকা, চিনে নিন এই অভিনেত্রীকে
Trina Saha: উপলক্ষ্য় মায়ের জন্মদিন। আর এই বিশেষ দিনে অভিনেত্রী তৃণা সাহা ফিরে গেলেন তাঁর ছেলেবেলায়।
কলকাতা: অভিনেত্রী তৃণা সাহার কাছে আজকের দিনটি খুব স্পেশাল। কারণ আজ তাঁর মায়ের জন্মদিন। আর এই বিশেষ দিনটায় নিজের ছোটবেলার স্মৃতিতে ডুব দিলেন বাংলায় এই সুন্দরী। নিজের ইন্সটাগ্রাম শেয়ার করে নিজের মায়ের সঙ্গে বেশ কয়েকটি ছবি। যেখানে মায়ের সঙ্গে বিভিন্ন মুডে ধরা দিচ্ছেন অভিনেত্রী।
মোট চারটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী, একটি দেখা যাচ্ছে মায়ের পাশে বসে রয়েছে ছোট্ট তৃণা (Trina Saha)। একটি মায়ের কোলে বলে খেলা করতে দেখা যাচ্ছে অভিনেত্রী। আবার একটি ছবিতে মায়ের সঙ্গে ঘোড়ার পিঠে উঠেছেন বাংলার এই দাপুটে নায়িকা। আর একটি ছবিতে মায়ের কাছে বসে তিনি মন দিয়ে পড়াশোনা করছেন। বলাইবাহুল্য় প্রত্য়েকটি ছবিই পছন্দ করেছে তৃণার (Trina Saha) অনুরাগীরা।
আরও পড়ুন...
'RRR'-এর মুকুটে নতুন পালক, জাপানে রেকর্ড আয় এই ছবির
প্রসঙ্গত, বর্তমানে 'বালিঝড়' ধারাবাহিকে অভিনয় করছেন তৃণা সাহা (Trina Saha)। সেখানে একটি বিয়ের দৃশ্যেের শ্যুটিং-এ হালকা গোলাপি বেনারসিতে সেজে খবরের শিরোনামে উঠে এসেছিলেন এই অভিনেত্রী। এই ধারাবাহিকে তৃণার নাম ঝোরা। ধারাবাহিকে শ্যুটিংয়ের সময় ছক ভেঙে তৃণাকে সাজানো হয়েছিল গোলাপি বেনারসিতে। বেনারসির সঙ্গে ভারি কুন্দনের গয়না পরেছিলেন তৃণা। ভারি হার, মাথায় ভারি টায়রা ও টিকলি। হাতে শাঁখা পলার সঙ্গে ছিল কুন্দনের বালাও। কপালের হালকা চন্দন ও হালকা মেকআপে সত্যিই নজরকাড়া তৃণা (Trina Saha)। নেটিজেনদের অনেকেরই মত, রিয়েল লাইফ বিয়ের দিনের থেকেও সুন্দর দেখাচ্ছিল নায়িকাকে। সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের সাজ শেয়ার করে নিয়েছেন তৃণাই (Trina Saha)। তারপরেই কমেন্টের ঝড়।
পাশাপাশি, দোলের দিন একসঙ্গে রঙ খেলতে দেখা গেছিল নীল ও তৃণাকে। একে অপরকে আবিরের রঙে রাঙিয়ে দিয়েছিলেন তাঁরা। আর আগে গুঞ্জন উঠেছিল তাঁদের সম্পর্কের ভাঙন নিয়ে। তাঁদের সম্পর্কে নাকি ভাঙন ধরেছে? এই গুঞ্জন উঠে এসেছিল নেটপাড়ায়। কিন্তু বসন্তের উল্টোপিঠে থাকে প্রেম। আর সেই প্রেমের মরসুমে গুঞ্জন উড়িয়ে দোলের দিনে একসঙ্গে দেখা গেছিল নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharyya) আর তৃণা সাহাকে (Trina Saha)।