এক্সপ্লোর
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অর্থদান না করায় ট্রোলের মুখে শাহরুখ, পাশে দাঁড়ালেন অনুরাগীরা
করোনাভাইরাস ত্রান তহবিলে দান করতে এগিয়ে এসেছেন সেলিব্রিটিরা। সিনেমা জগতের তারকাও তাঁদের সাধ্যমতো অবদান রাখছেন। বলিউড অভিনেতা অক্ষয় কুমার ২৫ কোটি টাকা দান করেছেন।

নয়াদিল্লি: করোনাভাইরাস ত্রান তহবিলে দান করতে এগিয়ে এসেছেন সেলিব্রিটিরা। সিনেমা জগতের তারকাও তাঁদের সাধ্যমতো অবদান রাখছেন। বলিউড অভিনেতা অক্ষয় কুমার ২৫ কোটি টাকা দান করেছেন। তাঁর এই প্রয়াসের প্রশংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়া। কিন্তু এর পাশাপাশি, বলিউডের যে তারকারা এখনও এগিয়ে আসেননি, তাঁদের নিশানাও শুরু করেছেন নেটিজেনদের একাংশ। তাঁদের আক্রমণের মুখে পড়েছেন বলিউডের প্রথমসারির বেশ কয়েকজন প্রথমসারির তারকা। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আর্থিক অনুদান না করায় শাহরুখ খান, সলমন খান ও অমিতাভ বচ্চনের মতো তারকার সমালোচনায় সরব হয়েছেন তাঁরা। তবে হাত গুটিয়ে বসে নেই শাহরুখের অনুরাগীরাও। তাঁরা তাঁদের প্রিয় তারকার সমর্থনে এগিয়ে এসে ট্যুইট করে অতীতের প্রসঙ্গ তুলে ধরেছেন। তাঁরা বলেছেন, এর আগেও শাহরুখ স্বতঃপ্রণোদিতভাবে এগিয়ে এসেছেন। এই সংকটেও তিনি তেমনই করবেন বলে মন্তব্য করেছেন তাঁরা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















