এক্সপ্লোর
Advertisement
‘তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত’ আমার কেরিয়ার গড়ে দিয়েছে, মন্তব্য অক্ষয় কুমারের
মুম্বই: তাঁর কেরিয়ার তৈরিতে ‘মোহরা’ ছবির ‘তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত’ গানের বিরাট ভূমিকা ছিল। মনে করেন অক্ষয় কুমার।
৯০-এর দশকের সুপার ডুপার হিট এই গানে পারফর্ম করেন অক্ষয় ও রবীনা ট্যান্ডন। অক্ষয় জানিয়েছেন, তিনটি বিষয় তাঁর কেরিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে- ‘খিলাড়ি’ ছবি, ‘তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত’ ও ‘চুরা কে দিল মেরা’ গান। প্রথম গানটি তাঁর কেরিয়ারে টার্নিং পয়েন্ট হয়।
এই গানটির নতুন একটি ভার্সন লঞ্চ হচ্ছে। এই উপলক্ষ্যে অক্ষয় জানিয়েছেন, ওই গানের সঙ্গে কোনওরকম রিহার্সাল দেননি তিনি, ৯টি ক্যামেরা দিয়ে ফিল্মালয় স্টুডিওয় হয় শ্যুটিং। সে সময় ৯টি ক্যামেরা মানে বিরাট ব্যাপার ছিল।
অভিনেত্রী রবীনা ট্যান্ডনের সঙ্গে কাজ করা সব সময় বিরাট সম্মানের বলে মন্তব্য করেছেন অক্ষয়। তাঁরা দু’জনে একসঙ্গে বেশ কয়েকটি ছবি করেন, তার মধ্যে বেশ কয়েকটি ছবির গান বিশেষত ‘টিপ টিপ বরসা পানি’ তাঁর সবথেকে প্রিয়।
পরিচালক জুটি আব্বাস-মস্তানকে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, আব্বাস-মস্তানের জন্যই ‘খিলাড়ি’ ছবিতে তিনি তাঁর প্রথম হিট পান। তাঁদের জন্য সব কিছু করতে তিনি তৈরি।
নতুন গানটিতে রবীনার জায়গায় থাকবেন কিয়ারা আডবাণী, তিনি গানে তাঁর পারফরম্যান্স দেখিয়েছেন রবীনা ট্যান্ডনকে। রবীনার তা ভাল লেগেছে বলে তিনি জানিয়েছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement