Biyer Phool: 'বিয়ের ফুল' ধারাবাহিকে ছদ্মবেশে নবনীতা দাস, ব্রহ্মচারী বাড়িতে পরিচারক সেজে হাজির 'কল্যাণ'
Nabanita Das: এবার ব্রহ্মচারী বাড়িতে প্রবেশ করার জন্য নতুন ফন্দি আঁটে কলি। সে নিজের রূপ বদলে আসে ব্রহ্মচারী বাড়িতে। চাকর সেজে হাজির হয় সে, যার নাম কল্যাণ।
কলকাতা: বাঙালি দর্শকের নিত্যদিনের সঙ্গী ধারাবাহিক (Bengali TV Serial)। কোন সিরিয়ালের গল্প নিল কোন দিকে মোড়, তা জানতে ইচ্ছা তো করে নিশ্চয়ই? এবার জানা যাক সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'বিয়ের ফুল'-এর (Biyer Phool) গল্প কোথায় দাঁড়িয়ে। সেখানে নাকি নতুন লুকে দেখা যাবে অভিনেত্রী নবনীতা দাসকে (Nabanita Das)।
'বিয়ের ফুল' ধারাবাহিকে ছদ্মবেশে নবনীতা, গল্পে নতুন মোড়
দাদু নিজের এবং তাঁর নাতিদের মান সন্মানের ভয়ে রয়েছেন। ফলে কলি যা যা ভুল করেছে তার জন্য বাধ্য করেছেন যে কলিকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। কিন্তু কলি এবং ইচ্ছে দুজনেই জানে দর্শনা ব্রহ্মচারী বাড়ির পিছনে হাত ধুয়ে পড়েছে। দর্শনার হাত থেকে ব্রহ্মচারী বাড়িকে রক্ষা ওদের করতেই হবে। কিন্তু দাদু যে কলিকে ওই বাড়িতে ঢুকতে দেবেন না। তাহলে?
এবার ব্রহ্মচারী বাড়িতে প্রবেশ করার জন্য নতুন ফন্দি আঁটে কলি। সে নিজের রূপ বদলে আসে ব্রহ্মচারী বাড়িতে। চাকর সেজে হাজির হয় সে, যার নাম কল্যাণ। ধীরে ধীরে স্বর্ণ এবং কল্যাণের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। খুব শীঘ্রই এই পর্ব দেখা যাবে ধারাবাহিকে। কিন্তু দর্শনা জানতে পেরে যায় যে কলিই আসলে কল্যাণ সেজে ব্রহ্মচারী বাড়িতে লুকিয়ে আছে। দর্শনা ষড়যন্ত্র করে কল্যাণকে অপহরণ করার, যাতে তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া যায়। কিন্তু এই পুরো ঘটনাটা জানতে ও দেখতে পায় স্বর্ণ। এবার স্বর্ণ কি জানতে পারবে কল্যাণই আসলে কলি এবং বাঁচাতে পারবে ওকে দর্শনার হাত থেকে? দেখতে হলে চোখ রাখতে হবে সান বাংলায়।
এর আগে যা হয়েছে...
চিরো কুমার ব্রহ্মচারী গৃহ ত্যাগ করেন। কিন্তু দাদুকে তো বাড়ি ফিরিয়ে আনতে হবে। ইচ্ছে ও কলি প্ল্যান করে দাদুকে ফিরিয়ে আনার। দাদু আশ্রমে বসে যখন প্রায়শ্চিত্ত করছেন তখনই হঠাৎ টিভিতে দেখতে পান লাইভ টেলিকাস্ট হচ্ছে এক বিশেষ খবর। কী দেখানো হচ্ছে সেখানে? টিভিতে কিনা বলা হচ্ছে যে ব্রহ্মচারী বাড়ির বাকি ছেলেরা বিয়ে করতে চলেছে খুব শীঘ্রই।
আরও পড়ুন: Madan Mitra: হরনাথ চক্রবর্তীর পরিচালনায় এবার বড়পর্দায় মদন মিত্র, থাকছেন ঋক, রাজনন্দিনী, খরাজ, লাবণী
এবার এমন খবর দেখে দাদু কি আর শান্ত বসে থাকতে পারেন? টিভি দেখে দাদু রেগে ওঠেন এবং বাড়ির দিকে রওনা দেন। দর্শনা জানতে এই পুরো টেলিকাস্টটা করিয়েছে ইচ্ছে এবং কলি। চিরো কুমার যখন বারি ফিরে আসেন, দর্শনা এসে ইচ্ছে এবং কলির কুকীর্তি জানায় দাদু এবং বাকিদের। কলি কার্যকলাপ শুনে স্বর্ণ তার প্রতি আরও রেগে যায়। সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় যে কলিকে সে কোনওদিন ক্ষমা করবে না।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial