Swastika Birthday: অনস্ক্রিন স্ত্রী স্বস্তিকাকে জন্মদিনের শুভেচ্ছা, দিব্যজ্যোতি শেয়ার করলেন ছুটির ছবি
Swastika Birthday Update: ফ্রেব্রুয়ারি মাসে একটি প্রথম সারির চ্যানেলে শুরু হয়েছিল এক নতুন ধারাবাহিক, 'অনুরাগের ছোঁয়া'। সেই ধারাবাহিকে একে অপরের বিপরীতে অভিনয় করছেন দিব্যজ্যোতি ও স্বস্তিকা
কলকাতা: পর্দার স্ত্রীয়ের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের ছবি ভাগ করে নিলেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)। পুলের জলে পা ডুবিয়ে, স্নানপোশাকে তাঁর কাঁধে হাত দিয়ে বসে হাসছেন স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh) ওরফে পর্দার দীপা। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন পর্দার স্বামী দিব্যজ্যোতি।
সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকার সঙ্গে ছবি শেয়ার করে দিব্যজ্যোতি লিখেছেন, 'প্রতি বছর জন্মদিন আসে, কিন্তু ভালো বন্ধু জীবনে একবারই আসে। শুভ জন্মদিন আমার ভীষণ ভীষণ ভালো সহ অভিনেত্রী, ভালো বন্ধু আর সবচেয়ে বড় কথা, একজন ভালো মানুষকে। শুভ জন্মদিন স্বস্তিকা।'
আরও পড়ুন: Jeetu Nabanita: জিতু ও নবনীতাকে লুচি আলুরদমের সঙ্গে তুলনা! সোশ্যাল মিডিয়ায় খুনসুটি খোদ অভিনেতার
ফ্রেব্রুয়ারি মাসে একটি প্রথম সারির চ্যানেলে শুরু হয়েছিল এক নতুন ধারাবাহিক, 'অনুরাগের ছোঁয়া'। সেই ধারাবাহিকে একে অপরের বিপরীতে অভিনয় করছেন দিব্যজ্যোতি ও স্বস্তিকা। এই ধারাবাহিকেই প্রথমবার মুখ্যভূমিকায় অভিনয় করছেন স্বস্তিকা।
সামনেই মহালয়া, আর এইবছর মহালয়ায় মা চামুণ্ডার ভূমিকায় অভিনয় করেছেন স্বস্তিকা। চ্যানেলের তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে শ্যুটিংয়ের টুকরো ভিডিও।
View this post on Instagram
View this post on Instagram