Tumpa Autowali: মেঘনার সঙ্গে নাচে-গানে বর্ষবরণ আবিরের, মেনে নেবে টুম্পা?
Daily Serial Update: নববর্ষ উদযাপনের জন্য আলাদা পরিকল্পনা ছিল আবিরের। সে ভেবেছিল এই দিনটি সে টুম্পা ও তাদের মেয়ে টুম্পির সঙ্গে কাটাবে। তারপর কী হল?
কলকাতা: কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক 'টুম্পা অটোওয়ালি' (Tumpa Autowali)। আবির ও মেঘনার নাচ এখন সেখানে আলোচনার মূল বিষয় হয়ে উঠেছে। কী ঘটতে চলেছে ধারাবাহিকে?
'টুম্পা অটোওয়ালি' ধারাবাহিকে নয়া মোড়
গান শুরু হতেই আবির ও মেঘনার নাচ আভাস দেয় জল্পনার। শুরু হয় আলোচনা। প্রথমে নববর্ষ উদযাপনের জন্য আলাদা পরিকল্পনা ছিল আবিরের। সে ভেবেছিল এই দিনটি সে টুম্পা ও তাদের মেয়ে টুম্পির সঙ্গে কাটাবে। যদিও সম্প্রতি চারুশীলাকে হারানোর পর উদযাপনের মাত্রা কমানোর সিদ্ধান্ত নেয় টুম্পা। শুধুমাত্র পরিবারের সঙ্গেই কাটাবে বলে ঠিক করে সে।
অন্যদিকে, মেঘনা নববর্ষের আগের রাতটা শহরের এক নাইটক্লাবে আবিরের সঙ্গে কাটানোর প্রস্তাব দেয়। উদযাপনে মেতে দুই বন্ধু একসঙ্গে নাচতে মগ্ন হয়। পুরনো কথা মনে করে উদযাপনে ভাসে তারা। না বুঝেই উৎসবের আনন্দে একটু বেশিই মদ্যপান করে ফেলে আবির, যার ফলস্বরূপ মেঘনার সঙ্গে মন খোলা নাচে মাতে সে। বেশ অনেকটা পরে ক্লাবে পৌঁছয় টুম্পা। পৌঁছে সে মেঘনার সঙ্গে আবিরকে এমন আনন্দে মাতোয়ারা দেখে খানিক হতবাকই হয়। এই প্রথম সে আবিরকে অন্য কারও সঙ্গে এত প্রাণখোলা, এত আনন্দে সময় কাটাতে দেখছে।
আবির কি এই পার্টির ফলে যে জটিলতাগুলি তৈরি হবে তা বুঝতে পারবে? কীভাবে সে টুম্পাকে বোঝাবে যে তার সত্যিকারের ভালবাসা একমাত্র টুম্পার প্রতিই নিবেদিত? কী হয় এরপর তা জানতে চোখ রাখতে হবে 'টুম্পা অটোওয়ালি' ধারাবাহিকে প্রত্যেক দিন সন্ধ্যা সাড়ে ৭টায়।
আরও পড়ুন: Nabanita Das: 'মা' হতে চলেছেন নবনীতা দাস? সাধভক্ষণের ছবি এল প্রকাশ্যে!
ধারাবাহিকে মেঘনার আগমন
'টুম্পা অটোওয়ালি' ধারাবাহিকে সম্প্রতি নতুন চরিত্র মেঘনার আগমন ঘটেছে। ধারাবাহিকের গল্প অনুযায়ী, মেঘনা ও আবির, ছোটবেলার বন্ধু, এবং তাদের দুই পরিবারও একে অপরের খুব কাছের। প্রায় বছর দশেক আগে, মেঘনা ও তার পরিবার বিদেশে এক দুর্ঘটনার শিকার হয়। দুর্ভাগ্যবশত, সেই দুর্ঘটনায় বাবা ও মা, দুজনকেই হারায় মেঘনা। দুর্ঘটনার পর মেঘনা নিজে কোমায় চলে যায়। মল্লিক পরিবার জানত না যে সে সেরে উঠেছে। সকলেরই ধারণা ছিল, মেঘনাকেও বাঁচানো সম্ভব হয়নি। সম্প্রতি, কোমা থেকে সেরে উঠেছে মেঘনা। কিন্তু তার স্মৃতি সম্পূর্ণ রূপে ফিরে পায়নি। অনেক কিছুই তার মনে নেই। একদিকে যেমন আবিরকে তার সম্পূর্ণভাবে মনে আছে, তেমনই অন্য বিশেষ কিছুই তার মনে নেই। কোমা থেকে ফেরার পর থেকে আবিরের সঙ্গে দেখা করতে উঠে পড়ে লেগেছে মেঘনা। তার শারীরিক ও মানসিক স্বাস্থ্য যেমনই হোক, মেঘনা এখনও তার ছোটবেলার মতোই সেই উচ্ছ্বসিতই রয়েছে, তার জীবন ও স্বভাব যেন বছর দশেক আগেই থমকে গিয়েছে। এবার কি মেঘনা এসে টুম্পা ও আবিরের জীবনে সত্যিই প্রভাব ফেলতে শুরু করেছে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।