New Serial: পুপুলকে মায়ের মতো আগলে রাখবে কে? প্রশ্নের উত্তর নিয়ে আসছে নয়া ধারাবাহিক 'আলোর কোলে'
'Alor Kole': জি বাংলা নিয়ে আসছে নতুন ধারাবাহিক। নাম 'আলোর কোলে'। খানিক অন্য ধরনের গল্প। এক ছোট্ট মেয়ে, যার বাড়ি ভর্তি লোকজন। দাদু-ঠাকুমা-বাবা ছাড়াও আদরে ভরিয়ে রাখার লোকের অভাব নেই। তবুও...
কলকাতা: বাঙালি দর্শকের জন্য ফের এক নতুন ধরনের গল্প নিয়ে হাজির হচ্ছে জনপ্রিয় বিনোদন চ্যানেল জি বাংলা (Zee Bangla New Serial Update)। ধারাবাহিকের নাম 'আলোর কোলে' (Alor Kole)। প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রোমো। কমেন্টে শুভেচ্ছার বন্যা। কারা থাকছেন মুখ্য চরিত্রে? কেমন ধরনের গল্প নিয়ে আসছে এই ধারাবাহিক?
আসছে নতুন ধারাবাহিক 'আলোর কোলে'
জি বাংলা নিয়ে আসছে নতুন ধারাবাহিক। নাম 'আলোর কোলে'। খানিক অন্য ধরনের গল্প। এক ছোট্ট মেয়ে, যার বাড়ি ভর্তি লোকজন। দাদু-ঠাকুমা-বাবা ছাড়াও আদরে ভরিয়ে রাখার লোকের অভাব নেই। তাও সে ভীষণই একলা। কারণ প্রতি মুহূর্তে সে কাছে পায় না তার মাকে। ছোটবেলাতেই মা মারা গিয়েছে তার। যদিও মা অনুপস্থিত থেকেও উপস্থিত। অদৃশ্য হয়েই মা নিজের মেয়ে ও বাড়ির সকলের খেয়াল রাখার চেষ্টা করেন।
গোটা প্রোমোটাই শোনা যাচ্ছে খুদেশিল্পীর কণ্ঠে। 'আমার মায়ের সবার আগে ঘুম ভাঙে। আচ্ছা, মায়ের কি ঘুম পায় না?' তারপরেই দেখা যায় ঘরে পুজো করছেন অভিনেত্রী তুলিকা বসু। প্রোমো দেখে মনে করা যেতে পারে তিনি খুদে শিল্পীর ঠাকুমা। পুঁচকেকে ঘুম থেকে তোলার তোড়জোড়, সে স্কুলে যাবে। তখনই তুলিকা বসুকে বলতে শোনা যায়, 'মা মরা নাতনিটা আমার'। এরপর মায়ের হাতেই তৈরি হচ্ছে বাচ্চার টিফিন, গুছিয়ে রাখা হচ্ছে স্কুলের পোশাক। ফের অবাক হয়ে যাচ্ছেন বাড়ির পরিচারিকাও। তবে আসল ট্যুইস্ট মেলে, যখন বাবার ডাককে খুব ক্ষোভের সঙ্গে উপেক্ষা করে বাড়ি থেকে বেরিয়ে স্কুল বাসে উঠতে যায় পুঁচকে পুপুল। উল্টোদিক সজোরে এগিয়ে আসা বাইকে ধাক্কা লাগতে গেলে তাকে মোক্ষম সময়ে বাঁচিয়ে নেয় অপর এক মহিলা।
View this post on Instagram
'পুপুলকে মায়ের মতো আগলাবে কে', তার প্রশ্নের উত্তর এই অংশেই লুকিয়ে মনে হতে পারে। দেখা যায় দ্বিতীয় এক মহিলা চরিত্রকে। তবে গোটা ঘটনা কী, কীভাবে এই পর্যায়ে পৌঁছল বিষয় জানতে দেখতে হবে 'আলোর কোলে'। ধারাবাহিকে মুখ্য দুই চরিত্রে দেখা যাবে স্বীকৃতি মজুমদার ও কৌশিক রায়কে। এই প্রোমো পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। অনেকেই ছোটপর্দায় কৌশিক রায়ের প্রত্যাবর্তনকে সাদরে গ্রহণ করেছেন। কেউ লিখলেন, 'কী সুন্দর প্রোমোটা', আবার কেউ লিখলেন, 'দুই নায়িকা, অন্য ধরনের গল্প, এটা দেখবই দেখব'। ধারাবাহিক কবে থেকে এবং কখন দেখা যাবে সেই ঘোষণা এখনও করা হয়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন