এক্সপ্লোর
Advertisement
রাজেশ খন্নাকে ‘নিম্নমানের অভিনেতা’ বললেন নাসিরউদ্দিন শাহ, পাল্টা তোপ টুইঙ্কলের
মুম্বই: অভিনেতা রাজেশ খন্নাকে অত্যন্ত ‘সাধারণ মানে’র অভিনেতা বলে আক্রমণ করেছেন বলিউডে তাঁরই সহ-অভিনেতা নাসিরউদ্দিন শাহ। প্রসঙ্গত, সাম্প্রতিক এক সাক্ষাত্কারে নাসিরউদ্দিন দাবি করেছেন সাতের দশকের বলিউড বা হিন্দি ছবিগুলো খুবই মাঝারি মানের। সেই সময়ই রুপোলি দুনিয়ায় প্রবেশ করেন রাজেশ খন্না। তাই খুব সহজেই সাফল্য পেয়ে যান রাজেশ। নাসিরউদ্দিনের দাবি, রাজেশ খন্না বাস্তবে একজন অত্যন্ত ‘নিম্নমানের অভিনেতা’ ছিলেন, তাঁর অনেক সীমাবদ্ধতাও ছিল।
৬৫ বছরের অভিনেতার এই মন্তব্য ভালভাবে নেননি রাজেশ কন্যা অভিনেত্রী-লেখিকা টুইঙ্কল খন্না। তিনি নাসিরউদ্দিনকে টুইটারে পাল্টা তোপ দেগে বলেন, একজন জীবীত মানুষকে সম্মান করতে না পারলেও, একজন মৃত মানুষকে সম্মান করুন। মৃত মানুষ যিনি উত্তর দিতে পারবেন না, তাঁকে আক্রমণ করাই অত্যন্ত নিম্নরুচির।
টুইঙ্কলকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন পরিচালক-প্রযোজক কর্ণ জোহর। তিনি লিখেছেন
রাজেশ খন্নাকে উদ্দেশ্যে করেই বলিউডে 'সুপারস্টার' শব্দটি তৈরি হয়েছিল। ২০১২ সালের জুলাইয়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে তাঁর। তিনি সাতের দশকে বলিউডকে একের পর এক ব্লকব্লাস্টার ছবি উপহার দিয়েছেন। ১৯৬৯ সালে ‘ইত্তেফাক’ দিয়ে শুরু তাঁর হিটের সফর। তারপর ‘আরাধনা’, ‘কাটি পতঙ্গ’, ‘সফর’, ‘আনন্দ’, ‘সাচ্চা ঝুটা’, ‘হাতি মেরে সাথি’, ‘অমর প্রেম’, ‘নমক হারাম’, ‘প্রেম নগর’, তালিকা অন্তহীন। প্রতিটি ছবির হাত ধরেই হিটের মুখ দেখেছে বক্সঅফিস। ডিম্পল কপাডিয়াকে বিয়ে করেছিলেন। তাঁদের দুটি সন্তানও রয়েছে। টুইঙ্কল এবং রিঙ্কি খন্না। টুইঙ্কলের বিয়ে হয়েছে অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে।I agree with you @mrsfunnybones...due respect to seniority but this was in exceptionally bad taste and not becoming of a fraternity member..
— Karan Johar (@karanjohar) July 23, 2016
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement