Sonu Sood: বেকারত্ব ও দারিদ্রতা করোনার তৃতীয় ঢেউয়ের থেকে কম কিছু নয়: সোনু সুদ
আবারও খবরের শিরোনামে উঠে এলেন অভিনেতা সোনু সুদ।
কলকাতা: সম্প্রতি বলিউড অভিনেতা সনু সুদকে কেউ জিজ্ঞাসা করেন করোনার তৃতীয় ঢেউয়ের ব্য়পারে, আর সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন একজন সাধারণ মানুষের জীবনে বেকারত্ব ও দারিদ্রতা করোনার তৃতীয় ঢেউয়ের থেকে কম কিছু নয়। আর্তদের সাহায্য়ের জন্য় এগিয়ে আসতে হবে। ভ্য়াকসিনেশনের মত বেকারত্ব দূর করতেও উদ্য়োগী হতে হবে।
এই পুরো কথোপকথনটি ট্য়ুইট করেন সোনু সুদ। ট্য়ুইট করার সঙ্গে সঙ্গেই ঝড়ের গতিতে এটি শেয়ার ও লাইক হতে থাকে। মন্তব্য়ও আসতে থাকে ঝুড়ি ঝুড়ি।
করোনা কালে যাঁরা সাধারণ মানুষের দিকে সাহায্য়ের হাত বাড়িয়ে দিয়েছিলেন তাঁদের মধ্য়ে অন্য়তম অভিনেতা সোনু সুদ। ছবির পর্দায় তিনি ভিলেনের চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবনে যে তিনি হিরোর থেকে একেবারেই কম কিছু নয় তা প্রমাণ হয়েছে বারংবার। পরিযায়ী শ্রমিকদের বাড়ি থেকে ফেরানো থেকে শুরু করে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সবেতেই উঠে এসেছে সোনু সুদের নাম। অর্থাভাবে জর্জরিত চিকিৎসা না করাতে পারা শিশুর দিকেও তিনি বাড়িয়ে দিয়েছেন সাহায্য়ের হাত।
সম্প্রতি পঞ্জাব নির্বাচনের আগেই বড় চমক দিয়ে দিল্লির আম আদমি পার্টির সরকার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করেছেন অভিনেতা সোনু সুদকে ৷ করোনা অতিমারির সময় আম জনতার পাশে থেকে বিপুল জনপ্রিয়তা পাওয়ার জন্য়ই সোনু সুদকে নির্বাচন করা হয়েছে বলেই জানানো হয়েছে।
এছাড়াও তিনি ব্যবসায়িক প্রযুক্তি প্ল্যাটফর্ম ট্রাভেল ইউনিয়ন চালু করেছেন। এই প্ল্যাটফর্মটি পর্যটন খাতে কর্মরত ট্রাভেল এজেন্ট এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সাহায্য করবে। এই প্ল্যাটফর্মের সাহায্যে ট্রাভেল এজেন্টরা গ্রামীণ গ্রাহকদের সহায়তা করবে যারা গ্রাম পঞ্চায়েতের স্তর পর্যন্ত রয়েছে। সূত্রের খবর অনুযায়ী ট্র্যাভেল ইউনিয়ন মেম্বার হওয়ার জন্য এক টাকাও বিনিয়োগ করতে হবে না এবং সদস্য হওয়ার পরেও কোনও নিয়মিত খরচ নেই, ফলে সদস্য হওয়ার মানদণ্ড বেশ নীচু। তাছাড়া আই আর সি টি সি এজেন্ট আই ডি কেনার খরচও সবচেয়ে কম।
কিছুদিন আগে সোনু সুদ নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি মজার ভিডিও শেয়ার করেছিলেন। যেখানে তাঁকে শমীম খান নামে শ্রীনগরের ফুটপাথের এক দোকানির সঙ্গে জুতো নিয়ে দরদাম করতে দেখা যায়।