Uorfi Javed: ক্যামেরার সামনে পোশাক পরিবর্তন করতে গিয়ে আটক উরফি? সামনে এল সত্যিটা
Urfi Javed: বিভিন্ন সূত্র অনুযায়ী খবর রটে যে, দুবাইয়ে পুলিশ আটক করেছে উরফি জাভেদকে।

মুম্বই: সম্প্রতি নেট দুনিয়ায় একটি খবর ছড়িয়ে পড়ে যে, দুবাইয়ে শ্য়ুটিংয়ের সময় ক্যামেরার সামনে পোশাক পরিবর্তন করেন উরফি জাভেদ (Urfi Javed)। আর তারপরই তাঁকে আটক করে পুলিশ। এই খবর সত্যি নাকি মিথ্যে? জানিয়ে দিলেন স্ববং উরফি।
View this post on Instagram
">
দুবাইয়ে আটক হয়েছিলেন? কী জানালেন উরফি জাভেদ?
বিভিন্ন সূত্র অনুযায়ী খবর রটে যে, দুবাইয়ে পুলিশ আটক করেছে উরফি জাভেদকে। শোনা যায়, শ্য়ুটিংয়ের সময়ে ক্যামেরার সামনেই পোশাক পরিবর্তন করছিলেন তিনি। সেই সময় পুলিশ আসে ঘটনাস্থলে। এবং আটক করে উরফিকে। যদিও এই খবরকে সত্যি নয় বলে জানালেন অভিনেত্রী। সম্প্রতি এক বিবৃতিতে তিনি বলেন, 'হ্যাঁ, পুলিশ এসেছিল শ্যুটিংয়ের লোকেশনে। কারণ, লোকেশন নিয়ে কিছু সমস্যা হয়েছিল। তাই পুলিশ আসে শ্যুটিং বন্ধ করতে। আমাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শ্যুটিং করার অনুমতি ছিল। কিন্তু প্রোডাকশনসের পক্ষ থেকে সময় বাড়ানো হয়নি। তাই আমাদের সেই জায়গা ছেড়ে বেরিয়ে যেতে হয়। এর সঙ্গে আমার পোশাকের কোনও যোগসূত্র নেই। বাকি অংশ আমরা পরের দিন শ্যুটিং করি। আর সমস্ত পরিস্থিতিই স্বাভাবিক হয়ে গিয়েছে।'
আরও পড়ুন - Rohit Shetty: কোন ধরনের ছবি কখনও তৈরি করবেন না? জানিয়ে দিলেন রোহিত শেট্টি