Urfi Javed: সাম্প্রতিক মিউজিক ভিডিও 'হায় হায় ইয়ে মজবুরি'র জন্য আইনি জটে উরফি জাভেদ?
'Haye Haye Yeh Majboori': প্রসঙ্গত, তাঁর পোশাকের জন্য প্রায় দিনই সোশ্যাল মিডিয়ায় চর্চায় থাকেন উরফি। এবার কি সেই পোশাকই তাঁকে ফেলল আইনি জটে?

নয়াদিল্লি: সম্প্রতি একটি মিউজিক ভিডিওয় দেখা যায় উরফি জাভেদকে (Uorfi Javed)। গানের নাম 'হায় হায় ইয়ে মজবুরি' ('Haye Haye Yeh Majboori')। জীনত আমনের (Zeenat Aman) জনপ্রিয় গানের রিমেক এটি। এখন শোনা যাচ্ছে, এই রিমেকের জন্য অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর উরফি, আইনি জটে পড়তে পারেন। যার কারণ, ভিডিওয় তাঁর পোশাক।
আইনি জটে উরফি জাভেদ?
সম্প্রতি মুক্তি পেয়েছে জীনত আমনের জনপ্রিয় গান 'হায় হায় ইয়ে মজবুরি'-এর রিমেক। সেই মিউজিক ভিডিওয় দেখা গেছে উরফি জাভেদকে।
প্রসঙ্গত, তাঁর পোশাকের জন্য প্রায় দিনই সোশ্যাল মিডিয়ায় চর্চায় থাকেন উরফি। এবার কি সেই পোশাকই তাঁকে ফেলল আইনি জটে? সম্প্রতি এক সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই ভিডিওয় 'অশালীন' পোশাক পরার জন্য উরফির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। দিল্লির এক বাসিন্দা উরফির বিরুদ্ধে মামলা করেছেন বলে খবর, তবে তাঁর নাম জানা যায়নি।
ভিডিওয় উরফিকে একটি কমলা রঙের শাড়ি পরে বৃষ্টির দৃশ্যে নাচ করতে দেখা যায় উরফিকে। বৈদ্যুতিন মাধ্যমের সাহায্যে 'অশালীন' বিষয়বস্তু প্রকাশ করা এবং পাঠানোর জন্য অভিযোগ দায়ের হয়েছে বলে জানানো হয়েছে ওই রিপোর্টে। অভিযোগ সম্পর্কে আর কোনও তথ্য মেলেনি। গোটা বিষয়ে অভিনেত্রীর থেকেও কোনও বিবৃতি বা প্রতিক্রিয়া মেলেনি।
প্রসঙ্গত, 'হায় হায় ইয়ে মজবুরি' মুক্তি পেয়েছে ১১ অক্টোবর। ইউটিউবেই এই ভিডিওয় প্রায় ৮ লক্ষ ভিউ ছাড়িয়েছে। তাঁর ভিডিওয় বিশেষ নজর কেড়েছে তাঁর পোশাকও।
এই গানের নতুন সংস্করণ গেয়েছেন শ্রুতি রাণে, মিউজিক গৌরব দাসগুপ্তর। অরিজিনাল গানটি গেয়েছিলেন শ্রদ্ধেয়া লতা মঙ্গেশকর ও কম্পোজ করেছিলেন লক্ষ্মীকান্ত পেয়ারেলাল। অরিজিনাল গানটি ১৯৭৪ সালের 'রোটি কপড়া অউর মকান' ছবিতে ব্যবহৃত হয়েছিল, যেখানে অভিনয় করেছিলেন জীনত আমন।
অন্যদিকে, সম্প্রতি, উরফিকে দেখা যায় মুম্বইয়ের রাস্তার দীপাবলির মিষ্টি বিতরণ (Diwali Sweet Distribution) করছিলেন। বারগান্ডি রঙের একটি টিউব স্যুট ও নেটের ওড়না ছিল তাঁর পরনে। ক্যামেরাবন্দি হন পাপারাৎজিদের। তাঁর বিশেষ, বোল্ড, অন্য ধরনের ফ্যাশনের জন্যই বেশি জনপ্রিয় উরফি। এর জন্য নিত্যদিন সমালোচিতও হতে থাকেন তিনি।






















