এক্সপ্লোর

Uribaba One Dozen: ১২ মাসের ১২ গল্প নিয়ে আসছে 'উরিবাবা', মিলবে হরেক রকমের স্বাদ

Uribaba One Dozen: আমরা জানি, দুটো সিরিজের মাঝে একটা বড়ো শূন্যস্থান তৈরি হয়েছে একাধিকবার। আর সেটা কিন্তু মনে করিয়েছেন আমাদের দর্শকরাই। এই ব্যবধানটা যাতে না থাকে আর তাই আমরা একডজন উরিবাবা নিয়ে আসছি।

কলকাতা: 'সবার ওপরে দর্শক সত্য, তাহার ওপরে কেউ নাই।' প্রথম থেকেই, এই কথাতেই আস্থা রেখেছে 'উরিবাবা' (Uribaba)। ফলে মাত্র ছয়মাসেই দর্শকদের ভালোবাসায় ছয়লাপ হয়েছে উরিবাবা। দর্শকেরা উরিবাবার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে তাঁদের পছন্দের সিরিজ নিয়ে বিভিন্ন বক্তব্য রেখেছেন, হাজার হাজার মানুষ জানতে চেয়েছেন তাঁদের প্রিয় সিরিজের দ্বিতীয় সিজন আসবে কি না। দর্শকদের কাছে উরিবাবার একমাত্র লক্ষ্য ‘এক সে বড় কর এক’ ওয়েব সিরিজ উপস্থাপনা করা, তাই এই মাসেই খুলতে চলেছে এক ডজন ওয়েবসিরিজের ঝাঁপি- ‘উরিবাবা একডজন' (Uribaba One Dozen)। সমস্ত বয়সের দর্শকদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে বারোটা ভিন্ন ধরনের ওয়েব সিরিজ। বারো মাস ধরে বারো গল্পে মজিয়ে রাখতে আসছে উরিবাবা। 

সৌরভ চক্রবর্তী ও অমিত বসুর কথায়, 'উরিবাবা জন্মানোর আগে, ইনফ্যক্ট যখন একটা ফ্রি ইন্ডিপেন্ডেন্ট প্লাটফর্মের কথা আমরা ভাবছি তখন থেকেই একটা কথা আমাদের সব থেকে বেশি ভাবিয়েছে, আর সেটা হল বাংলার দর্শক। অন্য প্রদেশের লোক হলে কী হতো জানি না কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দর্শক হিসেবে বেশ কড়া। ঠাট্টা সরিয়ে রাখলেও কিন্তু সত্যি কথা এটাই। আর তাঁদেরকে পাশে রাখার জন্যই আমাদের বা বলা ভাল উরিবাবার প্রথম লক্ষ্য হয়ে গিয়েছিল ভাল কনটেন্ট পরিবেশন করা। সেই সঙ্গে, ভাবনা ছিল, ভালো কাজ দিলেই হবে না সেই কাজগুলো যেন একটার থেকে আর একটা সম্পূর্ণ আলাদা হয় সেটাও মাথায় রাখতে হবে। আর তাই, 'বিরহী', 'সিটকম', 'অন‌ দ্য রক', 'দুয়ারে বৌমা'; সবকটা কাজেই আমরা চেষ্টা করেছি আলাদা ফর্ম, আলাদা গল্প দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে। আর, এই সৎ চেষ্টার কারণেই হয়তো আজকে ছয়-সাত মাস পেরিয়ে উরিবাবার নিজস্ব একটি দর্শক গোষ্ঠী তৈরি হয়েছে। তাঁরা আমাদের অনুষ্ঠানগুলো দেখেন এবং উরিবাবা পরিবারেরই একজন হয়ে, বিভিন্ন মতামত রাখেন, সজেশন দেন। মূলতঃ তাঁদের কথার ভিত্তিতেই আমরা নিজেদের মধ্যের যতটুকু খামতি সেগুলো মেক আপ করার চেষ্টা করছি। আমরা জানি, একটা সিরিজ শেষ হওয়ার পরে আর একটা সিরিজ শুরু হওয়ার আগে একটা বড়ো শূন্যস্থান তৈরি হয়েছে একাধিকবার। আর সেটা কিন্তু মনে করিয়েছেন আমাদের দর্শকরাই। এই ব্যবধানটা যাতে না থাকে আর তাই আমরা একডজন উরিবাবা নিয়ে আসছি। বারোটা গল্প, তার থেকে তৈরি হওয়া বারোটা সিরিজ একটার পর একটা। প্রত্যেকটা গল্পই প্রতিটার থেকে আলাদা।'

'উরিবাবা' নিয়ে আসছে বারোটি ভিন্ন স্বাদের গল্প। সেগুলি হল - 

'আহাম্মক'- অরিজিৎ বন্ধু ঘোষের পরিচালনায় তৈরি। ইঞ্জিনিয়ারিং কলেজে সাসপেন্ড হয়ে যাওয়া তিনবন্ধু মহানন্দে ঠিক করেছে ক্যাম্পাসিংয়ের টেনশন ভুলে আপাতত গোয়ায় গিয়ে মজা করা যাক। কিন্তু সেই প্ল্যান মন্দারমনি হয়ে, গার্জিয়ান কল থেকে ঝাড়-ফুঁক-তুক-তাক সেরে এসে দাঁড়ায় বন্ধুত্বটা আদতেও টিকবে কি না সেই প্রশ্নে! 

'খোলামকুচি'- সৌরভ পালোধির পরিচালনা। ছোট্ট এক শহরের দুই ছেলে মেয়ে সৌরভ আর গার্গী। তারা একে অন্যের সম্পূর্ণ বিপরীত। পরিস্থিতির কারণে তারা বাধ্য হয় একসঙ্গে থাকতে। এরপর, দুই মেরুর দুই মানুষকে কি এক করতে পারে প্রেম? সেই গল্পই বলবে খোলামকুচি।
 
'ব্যাড ট্রিপ'- পরিচালক অভিষেক সাহা। 'উরিবাবা'র যাত্রাপথের প্রথম থ্রিলার। শহরের এক অভিজাত পরিবারের ছেলে নৈঋত, নিজেকে নতুন করে ফিরে পাওয়ার জন্য পাহাড়ে ঘুরতে গিয়ে জড়িয়ে পড়ে খুনের অভিযোগে। আদৌ কি সমস্যার জাল ছিঁড়ে বেরিয়ে আসতে পারে নৈঋত?

'এই চক্রব্যূহে'- এর পরিচালনায় সৌরভ চক্রবর্তী। সাফল্যের শিখর থেকে এক রকস্টারের চূড়ান্ত পতনের গল্প। স্মৃতি হারিয়ে ফেলা এক মানসিক রোগীর চার দেয়ালের বন্দি জীবন হঠাৎ জেগে উঠতে থাকে তারই বানানো গানের প্রভাবে। কিন্তু কে আবার তার জীবনকে সাজিয়ে তোলে নিখুঁত নোটেশনে?

'সোনায় সোহাগা'- পরিচালনায় প্রদীপ্ত ভট্টাচার্য। এটি একটি রোগের গল্প, ঠিক তা না। এটি একটি প্রেমের গল্প... আসলে প্রেম দিয়ে রোগ সারাবার গল্প। এখানে প্রথমবার ওয়েব প্ল্যাটফর্মে প্রদীপ্ত ভট্টাচার্য ও ঋত্বিক চক্রবর্তী তাঁদের রুপোলি পর্দার জাদু নিয়ে আসবেন। 

'কুমার পানু'- আবারও অরিজিৎ বন্ধু ঘোষের পরিচালনায় তৈরি। নীল ছবির প্রতি ফ্যাসিনেশন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র পানুকে প্রতি পদে সারপ্রাইজ দিতে থাকে। কিন্তু সেই প্রাইজের ঠেলায় তার গোছানো প্রেম, সাজানো বাড়ির ব্লু প্রিন্ট যায় ঘেঁটে। পানু যত সামলাতে যায়, তত সব জড়িয়ে ঘেঁটে গিয়ে পড়ে থাকে কেজি খানেক প্রবলেম। একদিকে প্রেমিকা আর পরিবার অন্যদিকে একাই বাস্টি মিয়াও। কীভাবে সমাধান হল এই জটিল সমস্যা? তা জানা যাবে এই সিরিজের ৬টা পর্বে। 

'দুয়ারে বৌমা ২'- পরিচালক সঞ্জয় ভট্টাচার্য। সাগ্নিকের প্রেমিক দেখে সাগ্নিকের মা, আরতী দেবী এমন আঘাত পান যে আর চোখই খোলেন না। সাগ্নিক আর তার বয়ফ্রেন্ড তো চলে যায় বিদেশে। কিন্তু, অরিত্রর ফোন আসে তার গ্রামের বাড়ি থেকে। বাবার অসুস্থতার খবর পেয়ে অরিত্র পৌঁছয় তার গ্রামের বাড়িতে, ১০ বছর পর। কিন্তু বাবার সাজানো ট্র্যাপে আটকে পড়ে অরিত্র। জীবনে নেমে আসে ঘোর অশান্তি।  

'বিদ্যাসাগর গো'- চার ডানপিটের প্ল্যানচেটের ভুলভাল প্ল্যানে যখন মর্ত্যে নেমে আসেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন সেই বরে শাপ হওয়া কঠিন প্রতিদ্বন্দ্বীকে কীভাবে সামলায় চার ফাঁকিবাজ?

'খেলা হবে'- পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের ছেলে ম্যালকম। এই নামের কারণ তার আগুন ঝরানো পেস বোলিং। হঠাৎ করেই মিথ্যে অভিযোগে সে হারিয়ে যায় জীবনের মূলস্রোত থেকে। বন্ধুদের সাহায্যেই দীর্ঘ সময় পর সেই আবার ফিরে আসে স্বমহিমায়। আবারও প্রমাণ হয়, ট্যালেন্ট কখনও শেষ হয় না।

আরও পড়ুন: Srivalli Bengali Song: 'শ্রীভল্লি' গানের বাংলা ভার্সন গাইলেন ঊষা উত্থুপ, প্রকাশ্যে প্রোমো
 
'উলটপূরাণ'- পরিচালক অরুণাভ মিত্র। মফস্বলের এক বয়স্ক দম্পতি, নরেন আর মমতাময়ী। হঠাৎ এক সকালে এক আশ্চর্য ওষুধের প্রভাবে দুজনে পৌঁছে যায় তাদের যৌবনে। খিটখিটে দাম্পত্য জীবনে বইতে থাকে বসন্তের বাতাস। জীবনের উল্টো গ্রাফের এই অ্যাডভেঞ্চারে একে একে সামিল হয়ে যায়, তাদের প্রতিবেশী পরেশ, রমা, বাড়ির দুধওয়ালা এমনকী তাদের ছেলে-মেয়েও
  
'অন দ্য রক আনপ্লাগড'- গানে প্রাণ, গানেই ফান। গানের যুক্তিতেই গানের মুক্তি। 'উরিবাবা'র এই মিউজিক শো-তে রকের আড্ডায় মিশে যায় সুর। উরিবাবার এই একমাত্র নন ফিকশন শো 'অন দ্য রক'  থাকছে তার জমজমাট দ্বিতীয় সিজন নিয়ে। 

'বিরহী ২'- পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য। বদলি বাতিল! তবে কি রাধা আর কৃষ্ণকে আবার হাবা আর  বাবার জগতে ফিরে যেতে হবে? ট্যাপা আর জমিদার কি অন্য কোনও ঠিকানায় পাড়ি দিল? নাকি বিরহীর টানে আবারও ফিরে আসবে তারা, আবারও বোম বলাইয়ের গ্রামে একত্রিত হবে সমস্ত চরিত্র, শুরু হবে চেনা চরিত্রদের নিয়ে অচেনা আর এক বিরহীর গল্প?

আপাতত 'উরিবাবা' ফুল প্যাকড! তাদের চমকের অপেক্ষায় দর্শকও।

আরও পড়ুন: Bhuban Badyakar Update: 'ভুবন' ভরেছে কাঁচা বাদামে, 'বাদামকাকু'র প্রশংসায় পঞ্চমুখ টেরেন্স লুইস

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Weather Update :    ১৫ ডিগ্রির নিচে পারদ ৪ জেলায়, কলকাতায় এবার ভয়ঙ্কর শীতের কামড়? বড় খবর দিল আবহাওয়া দফতর
১৫ ডিগ্রির নিচে পারদ ৪ জেলায়, কলকাতায় এবার ভয়ঙ্কর শীতের কামড়? বড় খবর দিল আবহাওয়া দফতর
India-Pakistan Relations: জলপথেও বাজিমাত, সমুদ্রে পাকিস্তানি জাহাজকে ধাওয়া করে ৭ মৎস্যজীবীকে উদ্ধার ভারতের উপকূলরক্ষী বাহিনীর
জলপথেও বাজিমাত, সমুদ্রে পাকিস্তানি জাহাজকে ধাওয়া করে ৭ মৎস্যজীবীকে উদ্ধার ভারতের উপকূলরক্ষী বাহিনীর
ED Raid: ডিয়ার লটারি কেলেঙ্কারির তদন্তে টাকার পাহাড়, উদ্ধার হল কত কোটি?
ডিয়ার লটারি কেলেঙ্কারির তদন্তে টাকার পাহাড়, উদ্ধার হল কত কোটি?
Tab Scam: 'জালিয়াতির মূল পাণ্ডা স্কুলেরই শিক্ষক ও কর্মীদের একাংশ' ট্যাব কেলেঙ্কারির পর্দাফাঁস
'জালিয়াতির মূল পাণ্ডা স্কুলেরই শিক্ষক ও কর্মীদের একাংশ' ট্যাব কেলেঙ্কারির পর্দাফাঁস
Advertisement
ABP Premium

ভিডিও

Kasba News: প্রাণঘাতী হামলার ঘটনা প্রসঙ্গে দলেরই একাংশকে নিশানা করলেন, তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.১১.২০২৪) পর্ব ২:সুশান্ত ঘোষের ওপর হামলার নেপথ্যে বাইপাসের ধারে জমি দখলের লড়াই? অভিযুক্ত সঞ্জয়ের মুখ বন্ধে অতিসক্রিয় পুলিশ?ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.১১.২০২৪) পর্ব ১:'বিহার থেকে কী করে কলকাতায় ঢুকছে 9MM পিস্তল?ববির পর মুখ্যমন্ত্রীর পুলিশ দফতর নিয়ে কড়া সমালোচনা সৌগতরRG Kar Doctors Death Case: RG কর ঘটনার ১০০ দিন পার, বিচারের দাবিতে ফের পথে নামল নাগরিক সমাজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update :    ১৫ ডিগ্রির নিচে পারদ ৪ জেলায়, কলকাতায় এবার ভয়ঙ্কর শীতের কামড়? বড় খবর দিল আবহাওয়া দফতর
১৫ ডিগ্রির নিচে পারদ ৪ জেলায়, কলকাতায় এবার ভয়ঙ্কর শীতের কামড়? বড় খবর দিল আবহাওয়া দফতর
India-Pakistan Relations: জলপথেও বাজিমাত, সমুদ্রে পাকিস্তানি জাহাজকে ধাওয়া করে ৭ মৎস্যজীবীকে উদ্ধার ভারতের উপকূলরক্ষী বাহিনীর
জলপথেও বাজিমাত, সমুদ্রে পাকিস্তানি জাহাজকে ধাওয়া করে ৭ মৎস্যজীবীকে উদ্ধার ভারতের উপকূলরক্ষী বাহিনীর
ED Raid: ডিয়ার লটারি কেলেঙ্কারির তদন্তে টাকার পাহাড়, উদ্ধার হল কত কোটি?
ডিয়ার লটারি কেলেঙ্কারির তদন্তে টাকার পাহাড়, উদ্ধার হল কত কোটি?
Tab Scam: 'জালিয়াতির মূল পাণ্ডা স্কুলেরই শিক্ষক ও কর্মীদের একাংশ' ট্যাব কেলেঙ্কারির পর্দাফাঁস
'জালিয়াতির মূল পাণ্ডা স্কুলেরই শিক্ষক ও কর্মীদের একাংশ' ট্যাব কেলেঙ্কারির পর্দাফাঁস
Sanjay Ray : সঞ্জয় রায় আদালতে ঢোকার সময়ই এক যোগে গাড়ি-হর্ন বাজানো শুরু পুলিশের !
সঞ্জয় রায় আদালতে ঢোকার সময়ই এক যোগে গাড়ি-হর্ন বাজানো শুরু পুলিশের !
Partha Attacks Arjun : 'বাইরের ক্রিমিনালদের সঙ্গে কার বেশি যোগাযোগ ব্যারাকপুরের মানুষ জানে', নিশানা পার্থর
'বাইরের ক্রিমিনালদের সঙ্গে কার বেশি যোগাযোগ ব্যারাকপুরের মানুষ জানে', নিশানা পার্থর
Kasba Incident: কসবাকাণ্ডের পর বিস্ফোরক TMC কাউন্সিলর সুশান্ত ঘোষ, 'অন্যায় করলে, দায় হায়দরকে নিতে হবে..' !
কসবাকাণ্ডের পর বিস্ফোরক TMC কাউন্সিলর সুশান্ত ঘোষ, 'অন্যায় করলে, দায় হায়দরকে নিতে হবে..' !
Nurse Harassment: 'তোমাদের মতো মেয়েদের জন্য আরজি করের মতো ঘটনা ঘটেছে' নার্সকে হেনস্থা কাউন্সিলরের
'তোমাদের মতো মেয়েদের জন্য আরজি করের মতো ঘটনা ঘটেছে' নার্সকে হেনস্থা কাউন্সিলরের
Embed widget