এক্সপ্লোর
কেন সেরা কোরিওগ্রাফার পুরস্কার সলমনকে? ক্ষোভ বৈভবী মার্চেন্টের

মুম্বই: পুরস্কার নিয়ে অসন্তোষ, ক্ষোভ। তাও আবার বলিউডের দাবাং তারকা সালমন খানকে পুরস্কার দেওয়ার জন্য। এজন্য সোশ্যাল মিডিয়ায় নিজের হতাশা প্রকাশ করেছেন কোরিওগ্রাফার বৈভবী মারচেন্ট। ‘বেফিকরে’-তে তাঁর কোরিওগ্রাফে তৈরি ‘নশে চড় গয়ি’ গানের জন্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন বৈভবী। একই পুরস্কারের জন্য তাঁরই কোরিওগ্রাফ করা গানের জন্য সলমনকে মনোনীত করা হয়। শেষপর্যন্ত ‘সুলতান’-এর ‘জগ ঘুমায়ে’ গানের জন্য সেরা কোরিওগ্রাফার হিসেবে বেছে নেওয়া হয় সলমনকে। এক সাক্ষাত্কারে বৈভবী অবশ্য স্বীকার করেছেন যে, ওই গানে হুক স্টেপ এনেছিলেন সলমনই। কিন্তু শুধুমাত্র একটা স্টেপের জন্য পুরো গানটিকে বেছে নেওয়া একেবারেই অযৌক্তিক বলে মন্তব্য করেছেন তিনি। হতাশ বৈভবী সোশ্যাল মিডিয়ায় তাঁর হতাশা ব্যক্ত করে লিখেছেন, ‘জগ ঘুমায়ে’-র জন্য সলমনকে সেরা কোরিওগ্রাফার বেছে নেওয়া হলে আমাকে সুলতান-এর জন্য কেন সেরা অভিনেতা হিসেবে আমাকে মনোনীত করা হল না?
Why not nominate me as best actor for Sultan if you cud nominate my dearest Salman for best choreographer Jag ghumeya..@filmfare 🤔😁😋🙏🏻 pic.twitter.com/K4BtwqxbOH
— VaibhaviMerchant (@VMVMVMVMVM) January 14, 2017
পুরস্কারের জন্য সলমনের নাম ঘোষণা হওয়ার পর নিরবেই ওই অনুষ্ঠান ছেড়ে চলে যান বৈভবী। হর্ষবর্ধন কাপূর অবশ্য সেরা ডেবুট পুরস্কারের জন্য দলজিত্ দোসানজিকে মনোনীত করা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর যুক্তি ছিল, দলজিত্ তো বহু পঞ্জাবি সিনেমা করেছেন। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















