Vicky Kaushal: কলেজ পড়ুয়াদের সঙ্গে বাংলা কথা, ঝটিকা সফরে কলকাতায় এসে কী কী করলেন ভিকি কৌশল?
Vicky Kaushal at Kolkata: আজ শহরে এসে ফোর্ট উইলিয়াম-এ যান ভিকি, সময় কাটান সৈনিকদের সঙ্গে। এরপরে ভবানীপুর কলেজে যান তিনি, বলিউড অভিনেতাকে নিজেদের মধ্যে পেয়ে উচ্ছ্বসিত পড়ুয়ারা
কলকাতা: 'সিটি অফ জয়'-এর আজকের দিনটা তাঁর জন্যই। সকাল থেকেই শহরের আনাচে-কানাচে ঘুরে বেড়ালেন তিনি। কখনও দেখা করলেন ছাত্র-ছাত্রীদের সঙ্গে, কখনও আবার চলে গেলেন সৈনিকদের মধ্যে। আগামী ছবি 'সাম বাহাদুর' (Sham Bahadur)-এর প্রচারে, আজ কলকাতায় এলেন ভিকি কৌশল (Vicky Kaushal)।
আজ শহরে এসে ফোর্ট উইলিয়াম-এ যান ভিকি, সময় কাটান সৈনিকদের সঙ্গে। এরপরে ভবানীপুর কলেজে যান তিনি, বলিউড অভিনেতাকে নিজেদের মধ্যে পেয়ে উচ্ছ্বসিত পড়ুয়ারা। সেখানে এসে, বাংলাতেও কথা বলেন ভিকি। কয়েকবার হোঁচট খেলেও, ভিকির উষ্ণতা মন জিতে নিয়েছিল সবারই। এরপরে সাংবাদিক সম্মেলন করেন ভিকি।
এদিন সাংবাদিক সম্মেলনে যেমন নিজের ছবি নিয়ে কথা বলেন ভিকি, তেমনই তাঁর কথায় উঠে এল ডিপফেক ভিডিওর মতো গুরুত্বপূর্ণ বিষয়ও। এদিন সাংবাদিক সম্মেলনে 'ডিপফেক ভিডিও' (Deepfake Video) নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা বলেন, 'ইন্টারনেটে এই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস এই 'ডিপফেক ভিডিও'। এটা এখন তারকাদের সঙ্গে হচ্ছে, তাদের সত্যিটা সামনে নিয়ে আসার ক্ষমতা রয়েছে। তাঁরা প্রমাণ করে দিতে পারছেন যে ভিডিওগুলি ভুয়ো। তবে এটা যদি কোনও কলেজ পড়ুয়ার সঙ্গে হয়? তার তো এটা প্রমাণ করারও ক্ষমতা থাকবে না যে ভিডিওতে সে নেই। সম্পূর্ণ জাল করা হয়েছে এটি।'
সেই সঙ্গে ভিকি বলেন, 'আশা করি এই ধরণের ভিডিওকে রোখবার জন্য আমাদের নিরাপত্তা ব্যবস্থা, সাইবার সেল কাজ করছে। সবাই এখন বিষয়টা নিয়ে সচেতন। খুব তাড়াতাড়ি এই ভুয়ো ভিডিও থেকে আমরা রক্ষা পাব বলে আমার বিশ্বাস।'
এদিন ছবিতে নিজের চরিত্র নিয়েও মুখ খোলেন ভিকি। তিনি বলেন, 'পর্দায় একজন সৈনিকের পোশাক পরতে পারাটাই আমার কাছে পুরস্কারের মতো। যদি ভাল চিত্রনাট্য হয়, আমি আরও ১০০টা দেশাত্মবোধক ছবি করতে রাজি।' মেঘনার সঙ্গে কাজ করা নিয়েও এদিন নিজের অভিজ্ঞতা শেয়ার করে নেন ভিকি। তিনি বলেন, 'মেঘনা যখন আমায় এই ছবিটার কথা বলেছিলেন, আমি এক কথায় রাজি হয়ে যাই। ছোটবেলায় সাম বাহাদুরের গল্প শুনেছি বাবা-মায়ের কাছে। ওঁর বীরত্ব আমায় চিরকালই মুগ্ধ করেছে। কাজ করতে গিয়ে বুঝতে পেরেছি, মেঘনা সাম বাহাদুর চরিত্রটাকে ভালবাসেন, শ্রদ্ধা করেন। ওর সেই প্যাশনটাই আমার কাজ আরও সোজা করে দিয়েছিল।'
সাম বাহাদুর হয়ে ওঠার জন্য কী কী প্রস্তুতি ছিল ভিকির? অভিনেতা বলছেন, ' প্রথম প্রথম সাম বাহাদুরের অনেক সাক্ষাৎকার শুনতাম। তখনই বুঝেছিলাম মানুষটার মধ্যে একটা আলাদা সোয়্যাগ রয়েছে। এক্কেবারে শুরু থেকে শুরু করতে হয়েছিল আমায়। ওঁর পরিবারের সঙ্গে দেখা করা, সাম বাহাদুরকে নিয়ে বই পড়া, সবই করেছিলাম আমি।'
আরও পড়ুন: Rachana Banerjee: 'স্ত্রী হিসেবে নিজেকে শূন্য দেব', বৈবাহিক জীবন নিয়ে অকপট পর্দার 'দিদি নম্বর ওয়ান'