এক্সপ্লোর
লকডাউন ভেঙ্গে রাস্তায় বেরিয়ে আটক ভিকি কৌশল? জবাব দিলেন নিজেই
লকডাউনের নিয়ম না মেনে রাস্তায় বেরিয়েছিলেন বলি অভিনেতা ভিকি কৌশল? ঐর সেইজন্যই নাকি তাঁকে আটক করেছিল মুম্বই পুলিশ! নেটদুনিয়ায় ছড়িয়া পড়া গুজবের বিরুদ্ধে কড়া জবাব অভিনেতার।

মুম্বই: লকডাউনের নিয়ম না মেনে রাস্তায় বেরিয়েছিলেন বলি অভিনেতা ভিকি কৌশল? ঐর সেইজন্যই নাকি তাঁকে আটক করেছিল মুম্বই পুলিশ! নেটদুনিয়ায় ছড়িয়া পড়া গুজবের বিরুদ্ধে কড়া জবাব অভিনেতার। করোনা আবহে গোটা দেশ থমকে আছে লকডাউনে। কেবল অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরনো নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। বহু জায়গায় চলছে নাকা চেকিং, পুলিশি ধরপাকড়। আর সেই ধরপাকড়ের শিকারই নাকি হয়েছিলেন 'উরি'-তারকা ভিকি কৌশল! নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া এই খবর নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। এই খবরের বিরুদ্ধে অবশেষে ট্যুইটারে মুখ খোলেন খোদ নায়ক। টুইট করে তিনি লেখেন, লকডাউন শুরু হওয়ার পর থেকে বাড়ির বাইরে পা রাখেননি তিনি। তাঁকে পুলিশের আটক করার খবরটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। সেই সঙ্গে তিনি এই ধরনের গুজব ছড়ানো থেকে জনগণকে বিরত থাকার আবেদন জানান। ট্যুইটি মুম্বই পুলিশকে ট্যাগও করেন তিনি। লকডাউনে ইনস্টাগ্রামে নিজের বাড়িতে থাকার ও বিভিন্ন কাজ করার ছবি হামেশাই পোস্ট করছেন ভিকি কৌশল। নিজের নতুন হেয়ারস্টাইলও করেছেন তিনি। রান্না থেকে ঘর পরিস্কার, সবই নাকি করছেন নায়ক! আগামী দিনে 'সর্দার উধম সিং'-ছবির নামভূমিকায় দেখা যাবে ভিকিকে। সুজিত সরকারের পরিচালনায় এই অভিনয়টি করছেন তিনি। এছাড়াও কর্ণ জোহরের 'তক্ত' ছবিতে দেখা যাবে তাঁকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















