'খুব শীঘ্র' বাগদান পর্ব সারবেন, সাক্ষাৎকারে জানালেন অভিনেতা ভিকি কৌশল
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় খবর ছড়ায় ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ গোপনে বাগদান পর্ব সেরে ফেলেছেন। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে শুরু করেন তাঁরা। যদিও ক্যাটরিনার টিম ও ভিকির বাবা সেই জল্পনায় জল ঢালেন।
মুম্বই: সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেতা ভিকি কৌশলের 'সর্দার উধম'। আপাতত সেই সাফল্যই উপভোগ করছেন অভিনেতা। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর থেকে এই ছবিটি বেশ মিশ্র প্রতিক্রিয়া লাভ করেছে। পরিচালক সুজিত সরকারের এই ছবিতে ভিকি কৌশলের 'পাওয়ার প্যাকড' অভিনয় বেশ নজর কেড়েছে দর্শকদের।
বাগদান গুজবে ভিকির মন্তব্য (Vicky On His Roka Rumours)
কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় খবর ছড়ায় ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ গোপনে বাগদান পর্ব সেরে ফেলেছেন। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে শুরু করেন তাঁরা। যদিও ক্যাটরিনার টিম ও ভিকির বাবা সেই জল্পনায় জল ঢালেন।
যদিও এই প্রথম নিজের বাগদানের গুজব নিয়ে মুখ খুললেন 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক' খ্যাত অভিনেতা। একটি প্রথম সারির সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে অভিনেতা জানান, সঠিক সময়ে ঠিক বাগদান সারবেন তিনি।
তিনি ওই সংবাদমাধ্যমকে বলেন, 'তোমাদের বন্ধুরাই ওই খবরটা ছড়িয়েছিল। আমি খুব শীঘ্রই বাগদান পর্ব সারব, কিন্তু যখন সঠিক সময় হবে। ওটারও সময় আসবে।'
'সর্দার উধম' দেখে কী বললেন ক্যাটরিনা কইফ? (Here's What Katrina Said About Vicky)
এমনিতেই জল্পনা ক্যাটরকিনা কইফ ও ভিকি কৌশল সম্পর্কে রয়েছেন। তবে ভিকি-ক্যাটরিনা কেউই এই ব্যাপারে সর্বসমক্ষে কিছুই বলেননি। ভিকি কৌশলের ছবি দেখে কী বললেন ক্যাটরিনা জানেন? তিনি ভিকির 'পাওয়ার প্য়াকড' অভিনয় দেখে বেশ প্রশংসা করেছেন। 'সর্দার উধম'-এর বিশেষ স্ক্রিনিং থেকে ফিরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী।
ভিকি কৌশলের মন খুলে প্রশংসা করতে গিয়ে অভিনেত্রী তাঁকে 'বিশুদ্ধ প্রতিভা' বলে আখ্যা দিয়েছন। পরিচালক সুজিত সরকারকে উদ্দেশ্য করে লেখেন, 'কী সুন্দর দেখেছ, কী সুন্দর ছবি, কী ভাল গল্পের বুনন।' এরপরই তিনি লেখেন, 'ভিকি কৌশল একেবারে বিশুদ্ধ প্রতিভা, টাটকা, সৎ।'
আরও পড়ুন: কাশ্মীরে ভাস্বরের নতুন বন্ধু! সোশ্যাল মিডিয়ায় ভাগ করলেন ছবি