'মশান'-এর ৬ বছর, সোশ্যাল মিডিয়ায় স্মৃতি ওস্কালেন ভিকি
৬ বছর আগে আজকের দিনেই মুক্তি পেয়েছিল ভিকি অভিনীত ছবি 'মশান'।
মুম্বই: ২৪ জুলাই দিনটা বোধহয় চিরকালই একটা বিশেষ জায়গা দখল করে থাকবে বলিউড অভিনেতা ভিকি কৌশলের গোটা কেরিয়ারে। কারণ? ৬ বছর আগে আজকের দিনেই মুক্তি পেয়েছিল ভিকি অভিনীত ছবি 'মশান'। এই ছবি থেকেই প্রথম নজর কাড়ে ভিকির অভিনয়। সোশ্যাল মিডিয়ায় 'মশান' এর গানের ছোট ভিডিও শেয়ার করে অনুরাগীদের উদ্দেশে আবেগ মেশানো বার্তা দিলেন ভিকি। শেয়ার করলেন পুরনো ছবিও।
আজ সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইল থেকে একটি ভিডিও শেয়ার করেন ভিকি। সেখানে দেখা গেল, ব্যাকগ্রাউন্ডে বাজছে 'মশান' সিনেমার সেই বিখ্যাত গান, 'তু কিসি রেল সি গুজরতি হ্যায়'। তার সঙ্গে ঠোঁট মেলাতে দেখা গেল অভিনেতাকে। ভিডিওটি শেয়ার করে ভিকি লিখছেন, 'তোমাদের থেকে আমি পর্যন্ত.. তোমরা আমায় যতটা ভালোবাসা দিয়েছো, ততটা আমি আশা করিনি। হয়তো ততটা আমি পাওয়ার যোগ্যও নই। ৬ বছর এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। আপনারা আছেন তাই আমি আছি। আপনারা না থাকলে আমি কিছুই নয়।' এর আগে মশান ছবির কয়েকটি দৃশ্যের ছবি শেয়ার করেন ভিকি। সেখানে তিনি লেখেন, '২৪ জুলাই ২০১৫। সবসময় কৃতজ্ঞ।'
সম্প্রতি বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে জল্পনা। খুব শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন ভিকি। পাত্রী ক্যাটরিনা কাইফ। ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের সম্পর্ক বলিউডের ওপেন সিক্রেট। যদিও দুজনের কেউই কখনও নিজ মুখে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি। কিন্তু অনেক সময়ই বিভিন্ন জায়গায় ভিকি এবং ক্যাটরিনাকে একসঙ্গে দেখা গিয়েছে। পাশাপাশি, কয়েক সপ্তাহ আগেই একটি অনুষ্ঠানে সাক্ষাৎকারে অভিনেতা হর্ষবর্ধন কপূর স্বীকার করে নিয়েছেন ভিকি-ক্যাটরিনার সম্পর্কের কথা। তিনি জানিয়েছিলেন, 'ভিকি এবং ক্যাটরিনার সম্পর্ক সত্যি। আমি কি এটা বলে কোনও সমস্যা পড়ব? জানা নেই'।
অর্থাৎ, ভিকি কৌশল কিংবা ক্যাটরিনা কাইফ নিজেরা স্বীকার না করলেও অনেকেই তা জানাচ্ছেন। ওই যে একটা প্রবাদ রয়েছে, 'যা রটে, তার কিছুটা তো বটে'। বলিউডেও যেন তার ছোঁয়া।