এক্সপ্লোর
Advertisement
টাইটেল-ট্র্যাক ‘ছপাক সে পেহচান লে গ্যায়া’ শুনে চোখে জল লক্ষী, দীপিকার
আজ মুক্তি পেল ‘ছপাক’-এর টাইটেল-ট্র্যাক। অনুষ্ঠানে ছবির মালতীর সঙ্গে হাজির ছিলেন আসল মালতী অর্থাৎ লক্ষী আগরওয়াল। অরিজিৎ সিং-এর গলায় ‘ছপাক সে পেহচান লে গ্যায়া’ শুনে চোখে জল লক্ষীর। চোখ ভিজে উঠেছিল দীপিকারও।
মুম্বই: নতুন বছরে যে সমস্ত নতুন ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা তার মধ্যে অবশ্যই ওপরের দিকে থাকছে দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ছপক’। অ্যাসিড আক্রান্ত লক্ষী আগরওয়ালের জীবনের ঘটনা থেকে অনুপ্রাণিত এই ছবির চিত্রনাট্য। পরিচালনায় রয়েছেন মেঘনা গুলজার। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন দীপিকা, নাম-মালতী।
আজ মুক্তি পেল ‘ছপাক’-এর টাইটেল-ট্র্যাক। অনুষ্ঠানে 'ছবির মালতী'র সঙ্গে হাজির ছিলেন আসল মালতী অর্থাৎ লক্ষী আগরওয়াল। অরিজিৎ সিং-এর গলায় ‘ছপাক সে পেহচান লে গ্যায়া’ শুনে চোখে জল লক্ষীর। চোখ ভিজে উঠেছিল দীপিকারও। একে অপরকে সামলালেন মঞ্চেই। গানের কথা লিখেছেন গুলজার। অনুষ্ঠানে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা ভাগ করে নেন লক্ষী। ছবি নিয়ে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন দীপিকাও। আগামী ১০ জানুয়ারী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ছপাক’।
গানের শেষে রয়েছে দীপিকার গলায় আত্মবিশ্বাসী সংলাপ- ‘উনহোনে মেরি সুরত বদলি হ্যায়, মেরা মন নেহি।’ (ওরা আমার মুখের চেহারা বদলে দিয়েছে, কিন্তু মনকে বদলাতে পারেনি)। সমাজকে চ্যালেঞ্জ জানিয়ে আবার জীবনের মূল ছন্দে ফেরার গল্পই ‘ছপক’। রুপোলি পর্দায় মালতীরূপী লক্ষীর জিতে যাওয়ার গল্প দেখতে উদগ্রীব দর্শককূল।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement