এক্সপ্লোর
Advertisement
দেখুন: রণবীর কপূরের এই কথায় রাজি হয়ে গেলেন আলিয়া ভট্ট
নয়াদিল্লি আলিয়া ভট্ট ও রণবীর কপূর বর্তমানে তাঁদের সম্পর্ক ও কেরিয়ারের সাফল্য নিয়ে টিনসেল টাউনে আলোচনার কেন্দ্রে রয়েছেন। সাক্ষাত্কার, সোশ্যাল মিডিয়া ও প্রকাশ্য স্থানে এই দুই বলিউড তারকা দুর্দান্ত সমীকরণে তাঁদের সম্পর্কের ব্যাপারে অনুরাগীর ইঙ্গিত দিচ্ছেন। এবার একটি প্রকাশ্যে এল। ভিডিওতে রণবীরকে দায়িত্বশীল বয়ফ্রেন্ডের মতো আলিয়াকে গাড়িতে করে পৌঁছে দেওয়ার প্রস্তাব দিতে শোনা গিয়েছে।
তবে এই ভিডিওটি এখনকার নয়, ২০১৭-র নভেম্বরের। জানা গেছে, ওই সময় অঙ্গদান সম্পর্কে সচেতনতামূলক প্রচার অভিযানে মুখোমুখি হয়েছিলেন রণবীর ও আলিয়া। তখন রণবীর ও আলিয়ার সম্পর্ক নিয়ে জল্পনা ছড়ায়নি। ভিডিওতে রণবীরকে প্রশ্ন করতে শোনা যাচ্ছে, ‘তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসব’। এর জবাবে আলিয়া ‘হ্যাঁ’ বলে গাড়িতে উঠে বসেন। এরপর রণবীরও গাড়িতে চড়েন এবং দুজনে রওনা হয়ে যান।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি তাঁদের অনুরাগীরা দারুণ পছন্দ করছেন। ভিডিওটি প্রচুর পরিমাণে ইতিমধ্যেই শেয়ার হয়েছে। কিছুদিন আগে আলিয়াকে রাজী সিনেমায় দেখা গিয়েছিল। অন্যদিকে, সঞ্জু-তে দেখা গিয়েছে রণবীরকে। দুটি সিনেমাই বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। কিছুদিন আগে আলিয়ার বাবা মহেশ ভট্টকে রণবীর সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি যা বলেছেন, তাতে অনুরাগীরা খুব খুশি হয়েছেন। মহেশ বলেছেন, রণবীরকে তিনি পছন্দ করেন। আলিয়াকেও বেশ কয়েকবার রণবীরের পরিবারের লোকজনদের সঙ্গে মজা করতে দেখা গিয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement