Vidya Balan: 'কেরিয়ার শেষ হয়ে যাবে..', অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার আগে সতর্কবাণী শুনেছিলেন বিদ্যা বালন!
Vidya Balan on Amitabh Bachchan: এই ছবিতে অভিনয় করতে রাজি হওয়ার পরে তাঁকে একাধিক সতর্কবার্তা শুনতে হয়েছিল। অনেকে তাঁকে কটাক্ষ পর্যন্ত করেছিলেন।

কলকাতা: সালটা ২০০৯। বিদ্যা বালন (Vidya Balan)-এর বয়স তখন অনেকটা কম। তখন নায়িকার ভূমিকায় অভিনয় করছেন তিনি। এমন সময় তাঁর কাছে এসেছিল সেই ছবির অফার। যেখানে তাঁকে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) মায়ের চরিত্রে অভিনয় করতে হবে। বিদ্যার প্রায় বাবার বয়সী অমিতাভ। তিনি কিনা অভিনয় করবেন ছেলের ভূমিকায়। আর বিদ্যা অভিনয় করবেন তাঁর মায়ের ভূমিকায়! এই খবর প্রকাশ্যে আসতেই কার্যত তোলপাড় পড়ে গিয়েছিল ইন্ডাস্ট্রিতে। প্রত্যেকেই ভেবেছিলেন, এটা কীভাবে সম্ভব? আর সেই ছবিতে কাজ করার অভিজ্ঞতাই সদ্য একটি সাক্ষাৎকারে তুলে ধরেছেন বিদ্যা বালন। তিনি বলেছেন, এই ছবিতে অভিনয় করা নিয়ে তিনি যথেষ্ট ভয় পেয়েছিলেন। এমনকি এই ছবিতে অভিনয় করতে রাজি হওয়ার পরে তাঁকে একাধিক সতর্কবার্তা শুনতে হয়েছিল। অনেকে তাঁকে কটাক্ষ পর্যন্ত করেছিলেন। তবে এই সবকিছু তে কান না দিয়ে, মন দিয়ে কেবল কাজটা করে গিয়েছিলেন বিদ্যা।
'পা'-সিনেমায় অভিনয় করার জন্য কটুক্তি শুনতে হয়েছিল বিদ্যা বালনকে?
ইন্ডাস্ট্রিতে ২০ বছর পূর্ণ করে ফেললেন বিদ্যা বালন। সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে, তিনি তাঁর কেরিয়ারের বিভিন্ন অভিজ্ঞতার কথা শেয়ার করে নেন। তখনই উঠে আসে 'পা' ছবির প্রসঙ্গ। বিদ্যা জানান, তিনি যখন চিত্রনাট্য শুনেছিলেন এবং জেনেছিলেন যে কোন চরিত্রের জন্য তাঁকে মনোনীত করা হয়েছে, তখন তিনি মনে করেছিলেন, পরিচালক পাগল হয়ে গিয়েছেন। অমিতাভ বচ্চনের মায়ের চরিত্রে তিনি কিভাবে অভিনয় করবেন সেটা তাঁর মাথাতেই আসছিল না। পাশাপাশি এটাও বিদ্যা বুঝতে পারছিলেন না যে অভিষেক বচ্চনকে (Abhishek Bachchan)-কে কীভাবে তাঁর নিজেরই বাবার চরিত্রে ভাবা হচ্ছে। গোটা বিষয়টাই ভীষণ অদ্ভুত লেগেছিল বিদ্যা বালনের কাছে।

'সবাই বলেছিল, কেরিয়ার শেষ'
বিদ্যা জানান, প্রথমটায় তিনি ভয় পেয়েছিলেন। ভাবনাচিন্তা করেছিলেন। কিন্তু পুরো চিত্রনাট্য শোনার পর তাঁর মন বদলে যায়। অভিনয়ের নেশা পেয়ে বসে বিদ্যাকে। তিনি সিদ্ধান্ত নেন, এই ছবিতে অভিনয় করতেই হবে। কিন্তু বিদ্যা যখন এই ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেন, তখন অনেকে অনেক কথা বলতে থাকে বিদ্যাকে। অনেকেই সতর্ক করে যে বিদ্যার এই সিনেমায় অভিনয় করা উচিত নয়। অনেকে আবার বলেছিলেন, একজন বয়স্ক মহিলার চরিত্রে অভিনয় করলে বিদ্যার কেরিয়ার শেষ হয়ে যাবে। তবে সেই সময়ে কোনও কিছুতে কান দেননি বিদ্যা। তিনি কেবল অভিনয় মন দিয়েছিলেন। ফল ও পেয়েছিলেন। 'পা' মুক্তির পরে ভীষণ প্রশংসিত হয়েছিল বিদ্যার অভিনয়।























