Vidya Balan: হিরোর বিপরীতে বলিউডের নায়িকা হতে হতে ক্লান্ত হয়ে পড়েছিলাম
Vidya Balan Interview: বিদ্যা বলেন, 'আমার মনে হত, ভাল কাজ আসলে ভীষণ আপেক্ষিক। আমার মনে হচ্ছিল, আমি কিছুই দিচ্ছি না ইন্ডাস্ট্রিকে। যেন ঘুমের মধ্যে হাঁটছি। আর ঠিক এই সময়ে আমি ইশকিয়ার অফার পাই'
কলকাতা: নায়কের বিপরীতে রোম্যান্টির নায়িকার ভূমিকার অভিনয়... এক ধরনের চরিত্রে অভিনয় করতে করতে যেন কিছুটা ক্লান্ত হয়েই পড়েছিলেন তিনি। সেখানে, সেই ধারায় যেন বদল নিয়ে আসে 'ইশকিয়া' (Ishqiya)। এই সুযোগের জন্যই যেন অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন বিদ্যা বালন (Vidya Balan)। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই কথাই বললেন অভিনেত্রী।
২০০৫ সালে 'পরিণীতা' (Parineeta) ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন বিদ্যা। সেই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন সইফ আলি খান (Saif Ali Khan)। এরপরে 'লাগে রহো মুন্নাভাই' (Lage Raho Munna Bhai), 'সালাম এ ইশক' (Salaam-e-Ishq), 'কিসমত কানেকশন' (Kismat Konnection), 'হে বেবি' (Heyy Babyy)-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।
এই সমস্ত ছবিতেই এক ধরনের বলিউড হিরোইনের চরিত্রে অভিনয় করতে করতে যেন কিছুটা ক্লান্তই হয়ে পড়েছিলেন বিদ্যা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিদ্যা বলেন, 'কেরিয়ারের দীর্ঘ একটা সময় আমি কেবল নায়কের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয়ের সুযোগ পাচ্ছিলাম। কিন্তু এই ধরনের চরিত্রে অভিনয় করে আমি তৃপ্তি পাচ্ছিলাম না। তবে আমার ছবি বক্সঅফিসে ভালোই ব্যবসা করছিল। অনেকেই আমায় বলতে থাকেন, যে আমি তো ভালই কাজ পাচ্ছি, সাফল্যও। তাহলে কেন আমি অন্য ধারার ছবিতে, চরিত্রে নিজেকে দেখতে চাইছি!।'
বিদ্যা আরও বলেন, 'আমার মনে হত, ভাল কাজ আসলে ভীষণ আপেক্ষিক। আমার মনে হচ্ছিল, আমি কিছুই দিচ্ছি না ইন্ডাস্ট্রিকে। যেন ঘুমের মধ্যে হাঁটছি। আর ঠিক এই সময়ে আমি ইশকিয়ার অফার পাই। এই ছবিটি এমন একটি গল্পকে নিয়ে যে নিজের সেক্সচুয়ালিটিকে জয় করেছে। একটি নারীচরিত্র অথচ এত শক্তিশালী চরিত্রের অফার আমি এর আগে পাইনি। চরিত্রটার অফার পেয়েই আমার মনে হয়েছিল, এমন চরিত্রের জন্যই তো আমি অপেক্ষা করছিলাম।'
বিদ্যা কথা বলছিলেন লাইটস, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় লিঙ্গসাম্যতা নিয়ে। অভিষেক চৌবের 'ইশকিয়া' ছবিতে অভিনয়ের সুযোগ নিয়ে বিদ্যা বলেন, 'এই ছবির অফার পাওয়ার পরে আমার মনে হয়েছিল, ছবিটার জন্য যা যা করা দরকার, আমি করব। চরিত্রের কথা পড়ে আমার মনে হয়েছিল, কৃষ্ণা এমন একটা চরিত্র যে বাঁচতে ভালবাসে, নিঃশ্বাস নিতে ভালবাসে। তার মধ্যে একটি প্রতিশোধ নেওয়ারও জ্বালা রয়েছে। ইশকিয়ার হাত ধরে অভিনেত্রী হিসেবে আমার যেন পূনর্জন্ম হল।'
আরও পড়ুন: Anamika Chakraborty Marriage: রাতুল-হিয়ার প্রেমের পরিণতি, প্যাস্টেল শেডে বলিউডি বিয়ে উদয়-অনামিকার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন