Bashabdutta: প্রথমবার ওয়েব সিরিজে বাসবদত্তা-রেজওয়ান, আসছে 'শক্তিরূপেণ'
Web Series: এই সিরিজে, চরিত্রের লুক প্রকাশ্যে আনল এবিপি লাইভ। ফেব্রুয়ারি মাস থেকেই স্ট্রিমিং শুরু হবে এই ওয়েব সিরিজের। বরুণ বিশ্বাসের ঘটনার স্মৃতি এই ওয়েব সিরিজ উস্কে দেবে বলেই জানিয়েছেন পরিচালক
কলকাতা: নতুন ওয়েব সিরিজে বাসবদত্তা চট্টোপাধ্যায় (Bashabdutta Chatterjee) ও রেজওয়ান (Rezwan)। ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে (Klikk OTT Platform)-এ মুক্তি পাচ্ছে নতুন ওয়েব সিরিজ, 'শক্তিরূপেণ'। সত্যঘটনা অবলম্বনে এই কাহিনীর চিত্রনাট্য লিখেছেন অম্লান মজুমদার। পরিচালনায় দায়িত্বে রয়েছেন সুরজিৎ মুখোপাধ্যায় (সাহেব)।
এই সিরিজে, চরিত্রের লুক প্রকাশ্যে আনল এবিপি লাইভ। ফেব্রুয়ারি মাস থেকেই স্ট্রিমিং শুরু হবে এই ওয়েব সিরিজের। বরুণ বিশ্বাসের ঘটনার স্মৃতি এই ওয়েব সিরিজ উস্কে দেবে বলেই জানিয়েছেন পরিচালক। সেই সঙ্গে রয়েছে বিভিন্ন রাজনৈতিক বিষয় ও সামগ্রিক বর্তমান পরিস্থিতির কথা।
এই সিরিজে বাসবদত্তার চরিত্রের নাম হয়েছে দময়ন্তী। মূখ্যচরিত্রে দেখা যাবে তাঁকেই। অন্যদিকে, এই প্রথম ওয়েব প্ল্যাটফর্মে একটা কাজ করল রিজওয়ান। ছোটপর্দায় তাঁর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। তবে এবার ওয়েব সিরিজে তাঁক চরিত্র নিয়ে অবশ্যই দর্শকদের প্রত্যাশা রয়েছে। বাসবদত্তাও কাজ করছেন একটি ধারাবাহিকে। বাসবদত্তাকে এর আগে বড়পর্দায় কাজ করতে দেখা গেলেও, ওয়েব সিরিজে দেখা যায়নি তাঁকে। ফলে, প্রেমের গল্প না হলেও এই অভিনেতা অভিনেত্রীকে নিয়ে মানুষের উৎসাহ রয়েছে।
বাসবদত্তা ও রিজওয়ান ছাড়াও এই সিরিজের মুখ্যচরিত্রে রয়েছেন, অম্লান মজুমদার, বুদ্ধদেব ভট্টাচার্য, স্বর্ণকমল ,অঙ্কুর রায়, রানা মুখোপাধ্যায়, সৌমেন দত্ত ও অন্যান্যরা। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন সৌরভ বন্দ্যোপাধ্যায়। স্কাইপ্যান কমিউনিকেসন্সের প্রযোজনায় মুক্তি পাবে এই ওয়েব সিরিজ।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার তবে তাতে কোনও চরিত্র নেই। এক নারী কেবল নিজের মুখ আড়াল করে বসে রয়েছে। ধর্ষণ, খুন এবং বিভিন্ন অপরাধের মমতো গুরুত্বপূর্ণ বিষয়তে তুলে ধরা হবে এই ছবিতে। পরিচালক বলছেন, 'দীর্ঘ ২০ বছর ধরে বিভিন্ন মাধ্যমে কাজ করেছি আমি। তবে অম্লানের কাছে এই গল্পটা শুনে মনে হয়েছিল, এমন গল্প ওয়েব সিরিজে তুলে ধরা প্রয়োজন। সেই কারণেই এই ওয়েব সিরিজ বানানো। আশা করি মানুষের ভাল লাগবে।
কাজটি নিয়ে বাসবদত্তা বলছেন, 'গল্পটা শুনেই মনে হয়েছিল, এই কাজটা আমার করা প্রয়োজন। আমার চরিত্রটা এক প্রতিবাদী নারীর। অন্যায়ের সঙ্গে আপোষ নয়, প্রতিবাদ করাটাই শেখা উচিত। ভবিষ্যতে আমার মেয়েকেও সেই শিক্ষাই দেব।
আরও পড়ুন: Yuvraj Singh: দীপিকা থেকে নেহা-রিয়া, পাঁচ নায়িকার সঙ্গে যুবরাজের প্রেমকাহিনি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।