(Source: Poll of Polls)
New Bengali Movie Update: আদিত্য সেনগুপ্তের প্রথম পরিচালনায় জুটি বাঁধছেন বিক্রম-দিতিপ্রিয়া
Vikram & Ditipriya Movie Update: প্রথমবার পর্দায় জুটি বাঁধবেন বিক্রম চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায়। এই ছবির হাত ধরেই পরিচালনায় নাম লেখাচ্ছেন অভিনেতা আদিত্য সেনগুপ্ত। ছবির টিমকে শুভেচ্ছা প্রসেনজিতের।
কলকাতা: বাংলা ছবিতে ফের নতুন জুটি। প্রথমবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ও অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। 'স্মল টক আইডিয়াস' নিয়ে আসছে তাঁদের দ্বিতীয় ছবি। পরিচালনার দায়িত্বে থাকছেন অভিনেতা আদিত্য সেনগুপ্ত। 'প্রজাপতি বিস্কুট' খ্যাত আদিত্য পরিচালক হিসেবে এটাই হতে চলেছে প্রথম ছবি। এখনও ছবির নাম যদিও চূড়ান্ত হয়নি। ইতিমধ্যেই গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
এই প্রথমবার বড়পর্দায় একসঙ্গে কাজ করতে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায়কে। দুই বন্ধুর রোড ট্রিপের গল্প বলবে এই ছবি। এমন একটা সফর, যা তাঁদের জীবন এবং তার থেকেও বেশি কিছু সম্পর্কে বুঝতে, জানতে সাহায্য করবে। দেখা যাবে দুই বন্ধুর সম্পর্ক কীভাবে প্রেমের পরিণতি পায়। অভিনয় থেকে পরিচালনায় হাতেখড়ি হবে আদিত্য সেনগুপ্তের। 'প্রজাপতি বিস্কুট' ছবিতে ইশা সাহার বিপরীতে অভিনয় করেছিলেন আদিত্য।
আরও পড়ুন: Yishaan Update: দীপাবলিতে একরত্তি ঈশানের ছবি পোস্ট যশের, দেখা গেল খুদের মুখ
নতুন ছবির ঘোষণা, তাও আবার টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত ধরে। এর থেকে আনন্দের আর কীই বা হতে গোটা টিমের জন্য। বিক্রম, দিতিপ্রিয়া ও আদরের 'বুশকা' অর্থাৎ আদিত্যকে সঙ্গে নিয়েই নতুন ছবির ঘোষণা করলেন বুম্বা দা। জানান, নতুন এই প্রজন্মের প্রতি অনেক আস্থা রাখেন তিনি।
View this post on Instagram
জনপ্রিয় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ডেবিউ করছেন বলিউডেও। সম্প্রতি সেই কাজ শেষ করেছেন অভিনেতা। নতুন প্রজেক্টের জন্য বেশ উত্তেজিত শোনাল তাঁকে। বললেন, 'আমি আর দিতিপ্রিয়া একসঙ্গে আদিত্যর পরিচালনায় কাজ করতে চলেছি। আদিত্যকে আমি বেশ অনেকদিন ধরেই চিনি। আমরা সেই ২০১৭ থেকে একসঙ্গে ছবি করার পরিকল্পনা করে রেখেছি যা অবশেষে বাস্তবায়িত হতে চলেছে। স্ক্রিপ্টটা দুর্দান্ত, খুব সহজ ও মিষ্টি। একটা যাত্রার মধ্যে দিয়ে বন্ধুত্ব ও প্রেমের গল্প এই ছবিটি। সহজভাবে গল্প বলাই আমাকে বেশি আকর্ষণ করে কারণ সেগুলোর সঙ্গে দর্শক খুব সহজে একাত্ম হতে পারেন। শ্যুটিং শুরুর অপেক্ষায় রয়েছি। আদিত্য, দিতিপ্রিয়া, রাহুল, সম্পূর্ণা সকলের সঙ্গে কাজ করতে বেশ মজা হবে। গোটা টিমটা খুব তরুণ, তাই অনস্ক্রিনেও ফ্রেশনেস দেখা যাবে।'
বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ দিতিপ্রিয়া রায়। তাঁর কথায়, 'ছবিটি সম্পূর্ণ বন্ধুত্ব ও ভালবাসার গল্প বলবে। বুশকা দা (আদিত্য সেনগুপ্ত)-এর সঙ্গে কাজ করতে পেরে আমি খুবই খুশি। ওঁর অভিনীত প্রথম ছবি 'প্রজাপতি বিস্কুট'-এও আমি ছিলাম। আর এবার তাঁর প্রথম পরিচালনায় আমি অভিনয় করছি। বিক্রম দার সঙ্গে কাজ করতে পেরেও আমি খুব খুশি এবং এটা আমাদের একসঙ্গে প্রথম কাজ। আমাদের খুব ভাল বন্ধুত্ব গড়ে উঠেছে এবং আশা করছি এই বন্ধন ও বন্ধুত্ব পর্দায়ও ফুটে উঠবে। সিকিমের মনোরম লোকেশনে শ্যুট হবে। আশা করছি দর্শকদের ভাল লাগবে।'
পরিচালক আদিত্য সেনগুপ্তের কথায়, 'এই প্রজন্মের একটা গল্প বলাই উদ্দেশ্য। বন্ধুত্ব, ভালবাসা ও নিজেকে নতুন করে আবিষ্কারের গল্প। আশা করছি দর্শক চরিত্রগুলির সঙ্গে এক নতুনভাবে একাত্ম অনুভব করবেন বলে আশা করি। দুই বহু পুরনো বন্ধু পর্বতের উদ্দেশে রোড ট্রিপে বেরোবে, নিজেদের ছোটবেলার প্ল্যান পূরণ করার জন্য। এই সফরেই তারা একে অপরের কাছে আসে কিন্তু একই সঙ্গে তারা এও বোঝে যে তারা একে অন্যের থেকে কতটা আলাদা। প্রায় বছর দশেকের পুরনো বন্ধুত্বের সমীকরণ কীভাবে ধীরে ধীরে পাল্টে যায় তা দেখানো হবে।'
আরও পড়ুন: Dev-Rukmini Update: 'ল্যান্ড অফ থার্মাল গিজার' থেকে দীপাবলির শুভেচ্ছা পাঠালেন দেব-রুক্মিণী
আরও পড়ুন: Bigg Boss 15: 'বিগ বস ১৫'-র প্রোমোয় আবেগপ্রবণ বাবা, ভিডিও দেখে কেঁদে ভাসাল জয় ভানুশালীর মেয়ে তারা
অভিনেত্রী সম্পূ্র্ণা লাহিড়ি এই ছবির প্রযোজক। নতুন ছবি নিয়ে বেশ উত্তেজিত ও আশাবাদী তিনি। তাঁর কথায়, 'এই কাজটি অনেক কারণে আমাদের কাছে খুব স্পেশাল। বিক্রম ও আদিত্যর সঙ্গে আমার পরিচয় বহুদিনের। একটি ডকু-ফিচারে আদিত্য আমার প্রথম সহ-অভিনেতা ছিলেন। প্রায় দশ বছর ধরে বিক্রমের সঙ্গে আমার বন্ধুত্ব। আমরা অনেকবার একসঙ্গে কাজ করার কথা ভেবেছি। অবশেষে অভিনেতা-প্রযোজক জুটি হিসেবে কাজ করছি। দিতিপ্রিয়া একজন অসাধারণ অভিনেত্রী। ওঁকে পেয়েও আমরা উচ্ছ্বসিত। এছাড়া ফিল্ম ইন্ডাস্ট্রির অভিভাবক, বুম্বা দা আমাদের শুভেচ্ছা ও আশীর্বাদ পাঠিয়েছেন। একজন প্রযোজক হিসেবে আমার এর থেকে বেশি আর চাওয়ার কিছুই নেই।'
নয়নাভিরাম সিকিমের বিভিন্ন জায়গায় শ্যুটিং করা হবে। এই ছবির মাধ্যমে পরিচালক ইমতিয়াজ আলির ঘরানাকে শ্রদ্ধা জানানো হবে। ছবিতে গান একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকবেন রণজয় ভট্টাচার্য।