Vikrant Massey Birthday: দীপিকা পাড়ুকোন থেকে তাপসী পন্নু, অনস্ক্রিনে বিক্রান্তের কিছু সেরা রসায়ন
Happy Birthday Vikrant Massey: প্রচুর কাজ একসঙ্গে না করলেও যেটুকু পর্দায় তাঁর উপস্থিতি তাতে মন জয় করেন অনায়াসেই। বরং বলা যায় তাঁর সমসাময়িক অনেকের থেকেই অভিনয়ে বিক্রান্ত অনেকটা এগিয়ে।
নয়াদিল্লি: আজ বলিউড অভিনেতা বিক্রান্ত মেসির জন্মদিন (Happy Birthday Vikrant )! ৩ এপ্রিল ৩৬ বছরে পা দিলেন 'গ্যাসলাইট' অভিনেতা। তাঁর বহুমুখী অভিনয় দক্ষতার প্রশংসা করেন সকলেই। প্রচুর কাজ একসঙ্গে না করলেও যেটুকু পর্দায় তাঁর উপস্থিতি তাতে মন জয় করেন অনায়াসেই। বরং বলা যায় তাঁর সমসাময়িক অনেকের থেকেই অভিনয়ে বিক্রান্ত অনেকটা এগিয়ে। আজ তাঁর জন্মদিনে ফিরে দেখা যাক বড়পর্দায় বিভিন্ন নায়িকার সঙ্গে তাঁর জুটি কেমন ছিল?
১. বিক্রান্ত মেসি ও দীপিকা পাড়ুকোন
'ছপাক' ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন বিক্রান্ত ও দীপিকা। অভিনেত্রীকে অ্যাসিড আক্রান্তের চরিত্রে দেখা যায়। এই ছবিতেই প্রথম জুটি বাঁধেন তাঁরা। ছবির গল্প অনুযায়ী, প্রথমে বন্ধুত্ব তারপর প্রেমের যে সম্পর্ক তাঁদের মধ্যে দেখানো যায় তা বেশ পছন্দ করেন দর্শক।
২. বিক্রান্ত মেসি ও সারা আলি খান
সম্প্রতি মুক্তি পেয়েছে 'গ্যাসলাইট'। ছবিতে কপিল নামের চরিত্রে দেখা গিয়েছে বিক্রান্তকে। পর্দায় একে অপরের বিপরীতে অভিনয় করেছেন বিক্রান্ত ও সারা। তাঁদের অনস্ক্রিন জুটি ভালই প্রশংসিত হয়েছে। সমালোচকরাও বেশ পছন্দই করেছেন এই জুটি।
৩. বিক্রান্ত মেসি ও তাপসী পন্নু
'হসিন দিবরুবা' ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যায় তাপসী ও বিক্রান্তকে। নিষ্পাপ স্বামীর চরিত্রে শুরু হলেও ছবির শেষের দিকে স্ত্রীয়ের মন জয় করতে একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে যায় তাঁর চরিত্র। তাঁদের অভিনয় দক্ষতার তো কোনও তুলনাই হয় না, সেই সঙ্গে তাঁদের রসায়নও ছিল দুর্দান্ত।
৪. বিক্রান্ত মেস ও ইয়ামি গৌতম ধর
রোম্যান্টিক কমেডি ঘরানার 'গিনি ওয়েডস সানি' ছবিতে একসঙ্গে কাজ করেন বিক্রান্ত ও ইয়ামি। তাঁদের মধ্যে মিষ্টি রসায়ন মন কেড়েছে দর্শকের। অনেক বাধা বিপত্তি পেরিয়ে ইয়ামির মন জিততে চেষ্টা করেন বিক্রান্ত। মিষ্টি প্রেমকাহিনি সত্যিই ভাল লাগে দর্শকেরও।
বিক্রান্ত মেসিকে শুভ জন্মদিন। এদিন বরকে জন্মদিনের মিষ্টি শুভেচ্ছা জানান তাঁর স্ত্রী শীতল ঠাকুর।
View this post on Instagram
View this post on Instagram
আরও পড়ুন: Dev on Projapoti: ১০১ দিনেও হাউজফুল 'প্রজাপতি', প্রেক্ষাগৃহে হাজির হয়ে কেক কাটলেন দেব